লেখকঃ আব্দুল মোস্তফা রাহিম আযহারী
শুনলাম কোন এক আজ্বহারী নাকি বলেছে আল-আজ্বহার বিশ্ববিদ্যলয়ে মিলাদুন্নবী পালন করা হয় না।আফসোস তাদের জন্য যারা আজ্বহারের মত এত বড় একটি প্রতিষ্ঠানে পড়া-শুনা করেও টাকার কাছে বিক্রি হয়ে মানুষকে ধোকা দেয়।আমার এই সামান্য কিছু লিংক ঐ কাজ্জাবের কাছে কেউ একটু পৌছাইয়া দিবেন,তারপরও যদি সে অস্বীকার করে তাহলে আমিও দেখতে চাই সে কি আসল আজ্বহারী না নকল আজ্বহারী ?
- আল আজহার বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্রাবাসে ২০১৭ সালে অনুষ্ঠিত বাংগালী ছাত্রদের আয়োজনে মিলাদুন্নবী অনুষ্ঠানে কিয়ামের দৃশ্য
- আজহারে অধ্যায়নরত ইন্দোনেশিয়ান ছাত্রদের আয়োজনে মিলাদুন্নবী অনুষ্ঠানে কিয়ামের দৃশ্য
- ১১/১২/২০১৬ তারিখে মিসরের রাজধানী কায়রোতে জশনে জুলুশ ঈদে-মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত
- আজহারে অধ্যায়নত ইন্ডিয়ান ছাত্রদের আয়োজনে মিলাদুন্নবী মাহফিলে কিয়ামের সুন্দর একটি দৃশ্য
- আল আজহার মসজিদে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত আছে মিসরের শ্রেষ্ঠ তিনজন মুহাদ্দিস। ১. ড. আহমদ মা'বাদ ২. ড. সাদ সাদ জাবিস ৩. ড. মুহাম্মদ মুহান্না। উনারা তিনিজনই মিসরের আলেমদের সর্বোচ্চ পরিষদের সদস্য।
এসকল অনুষ্ঠান গুলোতে আমি নিজে উপস্থিত থেকে ছবি ও ভিডিও ধারন করেছি,চাইলে এরকম শত-শত লিংক দেওয়া যাবে।
মিশরে রাষ্ট্রীয় ভাবে পবিত্র মিলাদুন্নবী পালন হয়ত বটেই তথাপি আল-আজ্বহার বিশ্ববিদ্যালয় ও আল-আজ্বহার মসজিদ অফিসিয়ালি এই উপলক্ষে মাহফিলের আয়োজন করে।আল-আজ্বহার বিশ্ববিদ্যালয়ের প্রায় ডিপার্টম্যান্ট তাদের নিজেদের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন রত বিদেশী ছাত্ররা তাদের নিজ নিজ দেশের আয়োজনে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিলের আয়োজন করে। আজহারে পড়ে দেশে গিয়ে যদি কেউ এসব কথা অস্বীকার করে তাহলে আমি বলব তার চেয়ে বড় কাজ্জাব আর কেহ হতে পারে না।