আপনি কি জানেন, মাত্র ৩-৪ মিনিটে কীভাবে সহজেই ৫,০০০ বা ততোধিক নেকী অর্জন করা যায়?
এর উত্তর হলো— মাত্র এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করলে, আপনি ৫,০০০ নেকির অধিকারী হতে পারেন!
প্রতিটি কোরআনের পৃষ্ঠায় গড়ে ৫০০-এর বেশি অক্ষর থাকে (যেমন: আলিফ, লাম, মীম)। আর প্রতিটি অক্ষরের জন্য ১০ নেকি লাভ হয় বা দশটি নেক কাজ করার সওয়াব।
সুতরাং,
৫০০ × ১০ = ৫,০০০ নেকি!
কল্পনা করুন, মাত্র একটি পৃষ্ঠা পড়লেই এত বিশাল সওয়াব অর্জন করা যায়!
"রমাদান হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেন— ‘রমাদান মাস, যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের জন্য পথনির্দেশ স্বরূপ…’ (সূরা বাকারা: ১৮৫)"
"এই রমাদনে আমরা কোরআনের সাথে আরও গভীর সম্পর্ক গড়ার চেষ্টা করি।"
উম্মতে মোহাম্মদী (ﷺ) এর নেক আমলের সওয়াব 10 - 700 গুণ বৃদ্ধি হতে পারেঃ
🕋 রাসুল (ﷺ) বলেন ‘আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য; তাতে তার সওয়াব ১০ থেকে ৭০০ গুণ বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু রোযা নয়। রোযা হল আমার জন্য। আর আমি নিজে তার প্রতিদান দেব।’’ (বুখারী ও মুসলিম)
🕋 রাসূলে পাক (ﷺ) ইরশাদ করেন-
▪ যে নামাজে দাড়িয়ে কুরআন তেলাওয়াত করবে সে প্রতি হরফের বিনিময়ে ১০০টি নেকী লাভ করবে,
▪ যে নামাজে বসে বসে কুরআন তেলাওয়াত করবে সে প্রতি হরফের বিনিময়ে ৫০টি নেকী লাভ করবে,
▪ নামাজের বাইরে অজু সহকারে যে কোরআন তেলাওয়াত করবে সে প্রতি হরফের বিনিময়ে ২৫টি নেকী লাভ করবে,
▪ আর নামাজের বাইরে অজু ছাড়া যে কুরআন তেলাওয়াত করবে সে প্রতি হরফের বিনিময়ে ১০টি নেকী লাভ করবে।
হাদিস বর্ণনা করেছেনঃ
🌱 হযরত আলী (রা.),🌱 ইবনে মাসউদ (রা.) [তিরমীজি, দারেমী, ইমাম গাজ্জালিঃ এহইয়াউল উলুম]
পরিশেষেঃ
যত বেশি পড়বেন তত বেশি সওয়াব। আপনার উসীলায় অন্য কেউ আমল করলে আপনেও সওয়াবের ভাগিদার হবেন।
🕋"যে ব্যক্তি কল্যাণ ও সৎকাজের সুপারিশ করবে, সে তা থেকে অংশ পাবে (সুরা নিসা : ৮৫)