বদনজর ও রোগব্যাধি থেকে হিফাজতের জন্য কিছু সহিহ দোয়া:


১. সূরা ফালাক ও সূরা নাস

উচ্চারণ:
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ... (সূরা ফালাক)
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ... (সূরা নাস)

অর্থ:
বলুন, ‘আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের রবের কাছে...’ (সূরা ফালাক ১-৫)
বলুন, ‘আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের রবের কাছে...’ (সূরা নাস ১-৬)

উপকারিতা: বদনজর, জাদু ও সকল অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুই সূরা সকাল-সন্ধ্যায় তিনবার করে পড়া উত্তম।


২. আয়াতুল কুরসি (সূরা বাকারা: ২৫৫)

উচ্চারণ:
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ...

অর্থ:
আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, পরম-প্রতিপালক...

উপকারিতা:

  • এই আয়াত পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা পাওয়া যায়।

  • বদনজর, শয়তানের কুমন্ত্রণ ও রোগব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়।


৩. নবী (ﷺ.) প্রদত্ত বিশেষ দোয়া

উচ্চারণ:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ:
আউযু বিকালিমাতিল্লাহিত্তা-ম্মাতি মিন শাররি মা খালাক।

অর্থ:
আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ বাক্যের দ্বারা তাঁর সৃষ্টি করা সকল অনিষ্ট থেকে।

উপকারিতা: নবী (ﷺ.) রাতে ঘুমানোর আগে এই দোয়া তিনবার পাঠ করতে বলেছেন, এতে যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়।


৪. বদনজর দূর করার দোয়া

নবী (ﷺ.) বদনজরে আক্রান্ত ব্যক্তির জন্য এই দোয়া পড়তে বলেছেন:

উচ্চারণ:
اللَّهُمَّ أَذْهِبْ حَرَّهَا وَبَرْدَهَا وَوَصَبَهَا

অর্থ:
হে আল্লাহ! তুমি এর তাপ, ঠাণ্ডা এবং যন্ত্রণা দূর করে দাও।

উপকারিতা: বদনজর থেকে আক্রান্ত ব্যক্তির জন্য এই দোয়া পড়লে উপকার পাওয়া যায়।

বদনজর ও রোগব্যাধি থেকে হিফাজতের দোয়া

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

উচ্চারণ: আ‘উযু বিকালিমাতিল্লাহিত্তা-ম্মাতি মিন কুল্লি শাইত্বা-নিন ওয়া হাম্মাতিন, ওয়া মিন কুল্লি ‘আইনিল লা-ম্মাহ।

অর্থ: আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ বাক্যমালার, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে। (রেফারেন্স: সহিহ বুখারি ৩৩৭১)


পরামর্শ:

  • সকালে ও সন্ধ্যায় তিনবার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়া ভালো।

  • ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে শয়তান ও বদনজর থেকে সুরক্ষা পাওয়া যায়।

  • নবী (সা.) ছোট শিশুদের জন্য বিশেষ করে এই দোয়া পড়তেন: أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

এগুলো নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমতে বদনজর ও রোগব্যাধি থেকে নিরাপদ থাকা যাবে।


Next
This is the most recent post.
Previous
পুরাতন পোস্ট
Top