❏ ইবরাহীম (عليه السلام)-এর সন্তান-সন্ততি

ইতিপূর্বে আমরা হযরত ইবরাহীম (عليه السلام) ও তাঁর সম্প্রদায়ের সাথে সংশ্লিষ্ট বিষয়াদি ও ঘটনাপঞ্জি বর্ণনা করেছি। এরপর তার সময়কালে সংঘটিত লূত (عليه السلام)-এর সম্প্রদায়ের ঘটনা উল্লেখ করেছি। অতঃপর কওমে শু‘আয়ব অর্থাৎ মাদয়ানবাসীদের ঘটনা বর্ণনা করেছি। কারণ কুরআন মজীদের বহু স্থানে এ উভয় ঘটনাগুলো পাশাপাশি বর্ণিত হয়েছে। আল্লাহ তা’আলা লুত (عليه السلام)-এর সম্প্রদায়ের ঘটনা বর্ণনার পরেই মাদয়ান বা আয়কাবাসীদের ঘটনা বর্ণনা করেছেন। কুরআনের অনুকরণে আমরা লূত (عليه السلام)-এর পরে শু‘আয়ব (عليه السلام)-এর ঘটনা বর্ণনা করেছি। এখন আমরা হযরত ইবরাহীম (عليه السلام)-এর সন্তান-সন্ততি ও বংশধরদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেননা তার বংশধরদের মধ্যেই আল্লাহ নবী ও কিতাব প্রেরণ সীমাবদ্ধ রাখেন। সুতরাং ইবরাহীম (عليه السلام)-এর পরে আগত প্রত্যেক নবীই তাঁর অধঃস্তন বংশধর।
Top