بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পিতা-মাতার জন্য সন্তানের এবং সন্তানের জন্য পিতা-মাতার দোয়া
দোয়ার মাধ্যমে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পায়। একজন মুসলিমের জীবনের অন্যতম কর্তব্য হলো পিতা-মাতার জন্য দোয়া করা।
পিতা-মাতার জন্য আল্লাহ আমাদের শিখানো দোয়া:
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
উচ্চারণ: রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।
অর্থ: হে আমার প্রতিপালক! তুমি তাদের প্রতি দয়া করো, যেমনিভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন। (সূরা আল-ইসরা: ২৪)
পিতা-মাতার সঠিক দোয়া করলে আল্লাহ সন্তুষ্ট হন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ হয়।
নবীগণ যেভাবে দোয়া করেছেন
(১) হযরত ইব্রাহিম (عليه السلام) বৃদ্ধ বয়সে দোয়া করেছেন:
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ: রব্বি হাবলি মিনাস সালিহীন।
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। (সূরা আস-সাফফাত: ১০০)
(২) হযরত জাকারিয়া (عليه السلام) সন্তান প্রার্থনায় দোয়া করেছেন:
رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَاءِ
উচ্চারণ: রব্বি হাবলি মিল্লাদুনকা জরিয়্যাতান তইয়িবাতান ইন্নাকা সামি’উদ দু’আ।
অর্থ: হে আমার প্রতিপালক! তুমি আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী। (সূরা আলে ইমরান: ৩৮)
(৩) সন্তানদের জন্য পিতা-মাতার শিখানো দোয়া:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়্যাতিনা কুররাতা আ’ইউনিঁ ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা।
অর্থ: হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের স্ত্রীদের ও সন্তানদের আমাদের চোখের শীতলতা করো এবং আমাদের মুত্তাকীদের জন্য নেতা বানাও। (সূরা আল-ফুরকান: ৭৪)
আল্লাহ আমাদের সকলকে পিতা-মাতার প্রতি দোয়া করার তাওফিক দান করুন। আমিন।
প্রচার: আলহাজ্ব মাওলানা ছারোয়ার পাটওয়ারী