কুরআন সুন্নাহ’র দৃষ্টিতে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া ও জানাযার পর দোয়া
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
গ্রন্থনা ও সংকলনে
মুফতী মুহাম্মাদ আলাউদ্দিন জেহাদী
কুরআন সুন্নাহ’র দৃষ্টিতে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া ও জানাযার পর দোয়া
গ্রন্থনা ও সংকলনে
মুফতী মুহাম্মাদ আলাউদ্দিন জেহাদী
কুরআন সুন্নাহ’র দৃষ্টিতে
ফরজ নামাজের পর হাত তুলে দোয়া ও জানাযার পর দোয়া
গ্রন্থনা ও সংকলন
মুফ্তী মাওলানা আলাউদ্দিন জিহাদী, সুন্নী, আল-হানাফী।
মোবাইল : +৮৮০ ১৭২৩৫১১২৫৩
সম্পাদনা পরিষদ
সুলতানুল মুনাজেরীন, আল্লামা মুফ্তী আবু নাছের জেহাদী ছাহেব, কুমিল্লা
আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরী ছাহেব, চাঁদপুর
মুফতী মাওলানা জহিরুল ইসলাম ফরিদী, ফরিদপুর
বিশিষ্ট লেখক ও গবেষক, মুফ্তী মাওলানা শহিদুল্লাহ বাহাদুর, কুমিল্লা
নামকরণে: মুফ্তী মাওলানা আসাদুজ্জামান ঝিনাইদহ, মাওলানা জাহিদ হোসাইন জাকির ও মাওলানা মনিরুজ্জামান, বি-বাড়িয়া।
কৃতজ্ঞতায়: মাও: আল-আমিন জেহাদী, মাও: মুরসালিন ইসলাম, মাও: আব্দুল্লাহ আল-মামুন, মাও: আব্দুল আওয়াল ও মাও: মাহবুবুর রহমান মাওয়া।
গ্রন্থস্বত্ব : লেখক কর্তৃক সংরক্ষিত
প্রথম প্রকাশ : ১ নভেম্বর ২০১৫ খ্রিষ্টাব্দ
দ্বিতীয় প্রকাশ : ১ মে ২০২১ খ্রিষ্টাব্দ
প্রচ্ছদ: শেখ সরোয়ার হোসেন শামীম, ঢাকা প্রিন্টার্স, নীলক্ষেত, ঢাকা
পরিবেশনায়: জিহাদী সাইবার টিম, বাংলাদেশ (একট মানবিক সংগঠন)।
শুভেচ্ছা হাদিয়া ১৫০/- টাকা
যোগাযোগ: দেশ-বিদেশের যে কোনো স্থানে বিভিন্ন সার্ভিসের মাধ্যমে কিতাবটি সংগ্রহ করতে মোবাইল: ০১৭২৩-৫১১২৫৩ (কল করুন অথবা ম্যাসেজ করুন)
❏ ভূমিকা
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
সকল প্রসংশা মহান আল্লাহ পাকের, যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক ও মহান শ্রষ্টা। সালাত ও সালাম প্রিয় নবীজি রাসূলে আকরাম (ﷺ) এর প্রতি, যিনি মহান আল্লাহ তা’আলার একান্ত বন্ধু এবং সমগ্র সৃষ্টি জগতের রহমত ও সর্বশেষ নবী এবং তাঁর সাহাবায়ে কেরাম, আহলে বাইত, খোলাফায়ে রাশেদীন, উম্মাহাতুল মু’মেনীন, শোহাদায়ে কেরাম তামামের প্রতিও।
প্রিয় মুসলীম ভাই ও বোনেরা! ইসলামের অগ্রযাত্রা ও মর্যাদাকে প্রতিহত ও ক্ষুন্ন করার ষড়যন্ত্র সূচনালগ্ন থেকেই চলমান রয়েছে। কিন্তু এই ষড়যন্ত্রের মাত্রা অতীতের সকল রেকর্ড ভেঙ্গে ফেলেছে এবং ইহা ভয়াবহ ফেতনা হিসেবে প্রকাশ পেয়েছে। এই মারাত্বক ফেতনার মূল উদ্দেশ্যই হল মুসলমানদের মাঝে আকিদা ও আমল সমূহ নিয়ে মতানৈক্য তৈরী করে মুসলমানদের ঈমান-আমল নস্ট করে দেওয়া। এমনকি এসব বিষয় নিয়ে মুসলমানদের মাঝে বিভ্রান্তি ও ভাতৃঘাতি সংঘাতে লিপ্ত করে দেওয়া হয়। যার ফল স্বরূপ বর্তমানে দেখতে পাচ্ছি, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া ও জানাযার পর দোয়ার বিষয়েও ফেতনা তৈরী করা হচ্ছে। অথচ মহান আল্লাহর সাথে বান্দার একান্ত কথোপকথনের অন্যতম মাধ্যম হল দোয়া বা মুনাজাত। আজ সেটাকেই বন্ধ করে দেওয়া হচ্ছে। ইহা নাজায়েয প্রমাণের জন্য তাদের কাছে একটি দ্বায়িফ হাদিসও নেই অথচ পাইকারীভাবে ইহাকে বিদয়াত নাজায়েয বলে বেড়াচ্ছে। প্রথমে বলে ফরজ নামাজের পরে কোন দোয়াই নাই। পরে নামাজের দোয়ার দলিল বললেই বলে থাকে দোয়া আছে কিন্তু হাত তুলে দোয়া নেই। আবার যখন হাত তুলে দোয়ার দলিল বলা হয় তখন বলে সম্মিলিকভাবে দোয়া করা যাবেনা। যখন সম্মিলিতভাবে দোয়া দলিল দেওয়া হয় তখন বলে সৌদি আরবে মুনাজাত নাই! ইত্যাদি ইত্যাদি। অনেক সময় বলে থাকে, ফরজ নামাজ কিংবা জানাযার নামাজই দোয়া, ইহার পরে আর দোয়া লাগেনা! কতটা হাস্যকর!! এগুলো মূলত তাদের বাহানা মাত্র। এসব খোড়া যুক্তি দিয়ে মুসলমানদের আমল নস্ট করাই তাদের মূল লক্ষ্য।
তাই সরলমনা সুন্নী মুসলমানদের ঈমান ও আমল রক্ষার সহযোগী হিসেবে এই অধম অত্র কিতাবে উল্লেখিত বিষয়ে সহীহ্, হাছান ও দ্বায়িফ হাদিস সাথে পূর্বসূরী আইম্মায়ে কেরাম ও মুহাদ্দিছিনে কেরামগণের অভিমতসহকারে উল্লেখ করেছি। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া ও জানাযার পর দোয়ার বিষয়টি দলিলসহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কিতাবটির নাম রেখেছি ‘কুরআন সুন্নাহ’র দৃষ্টিতে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া ও জানাযার পর দোয়া’। ছাপা, খন্ড, হাদিস নাম্বার ও পৃষ্টা নাম্বারের সহযোগীতার জন্য সংকলকের সাথে যোগাযোগ করা অনুরুধ রইল। অনুবাদের ক্ষেত্রে বেশীরভাব ভাবার্থকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
মুদ্রণের ক্ষেত্রে যতটুকু সম্ভব নির্ভুল করার চেষ্টা করেছি। এরপরও ভুল থাকাটা স্বাভাবিক। ভুল-ত্রূটিযা রয়েছে তা মুদ্রণজনিত ও অনিচ্ছাকৃত। মহৎ পাঠকগণ ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইহাই আশা করি। কোন ভুল-ত্রূটিকারো দৃষ্টি গোচর হলে আমাকে জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করব ইনশা আল্লাহ। সকলের দোয় কামনায়, ইতি:-
মুফ্তী মুহাম্মাদ আলাউদ্দিন জেহাদী
মোবা: ০১৭২৩৫১১২৫৩
❏ উৎসর্গ
ইমামে রাব্বানী, গাউছে ছামদানী, কাইয়ূমে জামানী, মাহবুবে ছোবহানী, হযরত শায়েখ আহমাদ ছেরহেন্দী মুজাদ্দিদ আল্ফেছানী আল-ফারুকী (رضي الله عنه) ছাহেবের-পবিত্র দন্ত মোবারকে।
❏ সূচীপত্র
প্রথম অধ্যায়
ফরজ নামাজের পর দোয়া
পবিত্র কুরআনের আলোকে ফরজ নামাজের পর দোয়া
ফরজ নামাজের পর দোয়া নিশ্চিত কবুল হয়
ফরজ নামাজের পর প্রিয় নবীজি (ﷺ) দোয়া করেছেন
নামাজের পর ইমাম সকলের জন্য দোয়া করতে হবে
ফরজ নামাজের পর ইস্তেগফার করা সুন্নাত
ফরজ নামাজের পর উচ্চস্বরে দোয়া করা
ফরজ ও সুন্নাতের মাঝে দোয়া দ্বারা পার্থক্য করতে হবে
ফরজ নামাজের পর ১০০ বার তাসবীহ পাঠ
ফরজ নামাজের পর সূরা ফালাক্ব ও সূরা নাছ পাঠ
ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ
নামাজের পর দোয়ায় হাত তোলা
ইস্তেস্কার সালাত ছাড়া অন্যান্য দোয়ায় হাত তোলা
ফোকাহাদের দৃষ্টিতে ইস্তেস্কা ছাড়াও অন্যান্য দোয়ায় হাত তোলা
দলবদ্ধভাবে দোয়া করার দলিল
একটি খোড়া-যুক্তি ও তার জবাব
নামাজের পর দোয়া করার কারণ
ফোকাহায়ে কেরামের দৃষ্টিতে নামাজের পর দোয়া
দেওবন্দী আলিমগণের দৃষ্টিতে ফরজ নামাজের পর দোয়া
দোয়া শেষে মুখমন্ডল মাসেহ করা
দ্বিতীয় অধ্যায়
জানাযার পরে দোয়া
প্রিয় নবীজি (ﷺ)’র জানাযার পর দোয়া
প্রিয় রাসূল (ﷺ) নিজেই জানাযার পর দোয়া করেছেন
প্রিয় রাসূল (ﷺ) জানাযার পর দোয়া নির্দেশ দিয়েছেন
জানাযার পর দোয়া ও এস্তগফারের অনুমতি
জানাযার পর হযরত আবু হুরায়রা (رضي الله عنه) দোয়া করেছেন
হযরত ইবনে উমর (رضي الله عنه) জানাযার পর দোয়া করতেন
হযরত উমর (رضي الله عنه) এর জানাযার পর দোয়া
হযরত আলী (رضي الله عنه) জানাযার পর দোয়া করতেন
আব্দুর রহমান ইবনু আবী আওফ (رضي الله عنه) জানাযার পর দোয়া করতেন
হযরত আবু মূসা আশয়ারী (رضي الله عنه) জানাযার পর দোয়া করেছেন
হযরত ইবনে উমর ও ইবনে আব্বাস (رضي الله عنه) জানাযার পরে ইস্তেগফার করতেন
জানাযার পরে দোয়া করার কিছু কারণ
জানাযার পর দোয়া বিষয়ে ইমামগণের ভাষ্য
প্রশ্ন-উত্তর পর্ব
জানাযাই দোয়া, তাহলে দোয়ার পরে আবার কেন দোয়া করব?
আপনাদের উল্লিখিত হাদিস গুলো দ্বায়িফ
হানাফী মাজহাবে জানাযার পরে দোয়া করা নিষেধ
আমাদের কিছু প্রশ্ন