❏ ফরজ নামাজের পর ইস্তেগফার করা সুন্নাত
আল্লাহর হাবীব আমাদের প্রিয় রাসূল (ﷺ) ফরজ নামাজের পরে মহান আল্লাহর শাহী দরবারে উম্মতের জন্য ইস্তেগফার করতেন। যেমন:
সহীহ্ হাদিসে আছে, ইমাম মুসলীম, ইমাম নাসাঈ, ইমাম দারেমী, ইমাম তাবারানী (رحمة الله عليه) প্রমূখ বর্ণনা করেছেন,
حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ أَبِي عَمَّارٍ، اسْمُهُ شَدَّادُ بْنُ عَبْدِ اللهِ، عَنْ أَبِي أَسْمَاءَ، عَنْ ثَوْبَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا وَقَالَ: اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجلَال وَالْإِكْرَام
-“হযরত ছাওবান (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল (ﷺ) যখন তাঁর সালাত থেকে বের হতেন তখন ৩ বার ইস্তেগফার করতেন এবং বলতেন: “আল্লাহুম্মা আন্তাছ ছালাম ওয়া মিনকাছ ছালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম।”
(সহীহ্ মুসলীম, ১ম খন্ড, ২১৮ পৃঃ হাদিস নং ৫৯১; ইমাম নাসাঈ: সুনানে কুবরা, হাদিস নং ১২৬১; সুনানে নাসাঈ, হাদিস নং ১৩৩৭; সুনানে দারেমী শরীফ, ১ম খন্ড, ৩৫৮ পৃঃ; মুসনাদে আহমদ, ৫ম খন্ড, ২৭৫ পৃঃ; ইমাম তাবারানী: আদ-দোয়া, হাদিস নং ৬৪৯; মেসকাত শরীফ, ৮৮ পৃঃ হাদিস নং ৯৬১; ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ৩য় খন্ড, ৩৫ পৃঃ;)
এই হাদিস দ্বারা সারাসরি প্রমাণিত হয় যে, আল্লাহর হাবীব (ﷺ) ফরজ নামাজের ছালাম ফিরানোর পর ৩ বার ইস্তেগফার করতেন ও সংক্ষিপ্ত দোয়া করতেন। সুতরাং ফরজ নামাজের পর দোয়া নেই এরূপ বলার আর কোন অবকাশ রইল না।