❏ হযরত ইবনে উমর ও ইবনে আব্বাস (رضي الله عنه) জানাযার পরে ইস্তেগফার করতেন
ফকিহ্ তবকার সাহাবী হযরত ইবনে উমর ও ইবনে আব্বাস (رضي الله عنه) জানাযার পওের মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার পাঠ করতেন। যেমন এ বিষয়ে অপর হাদিসে আছে, মালাকুল উলামা ইমাম আলাউদ্দিন কাছানী ও ইমাম ছারাখছী (رحمة الله عليه) উল্লেখ করেছেন,
وَرُوِيَ أَنَّ ابْنَ عَبَّاسٍ وَابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمْ فَاتَتْهُمَا صَلَاةٌ عَلَى جِنَازَةٍ فَلَمَّا حَضَرَا مَا زَادَا عَلَى الِاسْتِغْفَارِ لَهُ -
-“হযরত ইবনে আব্বাস ও ইবনে উমর (رضي الله عنه)’র এক জানাযার নামাজ ফউত বা ছুটে যায়। যখন তাঁরা সেখানে উপস্থিত হলো তখন অতিরিক্ত দোয়া-ইস্তেগফার ছাড়া কিছুই করলেন না।” (ইমাম কাছানী: কিতাবুল বাদাউছ ছানায়ে, ২য় খন্ড, ৪৮ পৃঃ; ইমাম ছারাখছী: আল-মাবছুত, ২য় খন্ড, ৬৭ পৃঃ;)
এই হাদিস দ্বারা বুঝা যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আব্দুল্লাহ ইবনে উমর (رضي الله عنه)’র জামানায় অন্যান্য সাহাবীগণ জানাযার পরে দোয়া করতেন। এমনকি হযরত ইবনে উমর ও ইবনে আব্বাস (رضي الله عنه) তাঁরা দু’জনেই জানাযার পরে দোয়া করেছেন। জেনে রাখা প্রয়োজন যে, হযরত ইবনে উমর এবং হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) উভয়ই সাহাবীগণের মধ্যে ফকিহ্ ছিলেন।