❏ হযরত ইবনে উমর ও ইবনে আব্বাস (رضي الله عنه) জানাযার পরে ইস্তেগফার করতেন


ফকিহ্ তবকার সাহাবী হযরত ইবনে উমর ও ইবনে আব্বাস (رضي الله عنه) জানাযার পওের মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার পাঠ করতেন। যেমন এ বিষয়ে অপর হাদিসে আছে, মালাকুল উলামা ইমাম আলাউদ্দিন কাছানী ও ইমাম ছারাখছী (رحمة الله عليه) উল্লেখ করেছেন,

وَرُوِيَ أَنَّ ابْنَ عَبَّاسٍ وَابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمْ فَاتَتْهُمَا صَلَاةٌ عَلَى جِنَازَةٍ فَلَمَّا حَضَرَا مَا زَادَا عَلَى الِاسْتِغْفَارِ لَهُ   -

-“হযরত ইবনে আব্বাস ও ইবনে উমর (رضي الله عنه)’র এক জানাযার নামাজ ফউত বা ছুটে যায়। যখন তাঁরা সেখানে উপস্থিত হলো তখন অতিরিক্ত দোয়া-ইস্তেগফার ছাড়া কিছুই করলেন না।” (ইমাম কাছানী: কিতাবুল বাদাউছ ছানায়ে, ২য় খন্ড, ৪৮ পৃঃ; ইমাম ছারাখছী: আল-মাবছুত, ২য় খন্ড, ৬৭ পৃঃ;)


এই হাদিস দ্বারা বুঝা যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আব্দুল্লাহ ইবনে উমর (رضي الله عنه)’র জামানায় অন্যান্য সাহাবীগণ জানাযার পরে দোয়া করতেন। এমনকি হযরত ইবনে উমর ও ইবনে আব্বাস (رضي الله عنه) তাঁরা দু’জনেই জানাযার পরে দোয়া করেছেন। জেনে রাখা প্রয়োজন যে, হযরত ইবনে উমর এবং হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) উভয়ই সাহাবীগণের মধ্যে ফকিহ্ ছিলেন।

Top