❏ ফরজ নামাজের পর দোয়া নিশ্চিত কবুল হয়


প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করার অন্যতম কারণ হল, মহান আল্লাহ তা’লার পক্ষ থেকে এই সময় দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে। স্বভাবত’ই যে সময় দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা রয়েছে ঐ সময় দোয়া করা প্রত্যেক মুসলমানের জন্য অতীব জরুরী। বিশুদ্ধ হাদিস দ্বারা জানা যায় ফরজ নামাজের পরে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। যেমন:


ইমাম তিরমিজি ও ইমাম নাসাঈ (رحمة الله عليه) বর্ণনা করেছেন,

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الثَّقَفِيُّ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ أَبِي أُمَامَةَ رضى الله عنه، قَالَ: قِيلَ يَا رَسُولَ اللهِ: أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: جَوْفَ اللَّيْلِ الآخِرِ، وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ.    

-“হযরত আবু উমামা বাহেলী (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলে পাক (ﷺ) কে জিজ্ঞাসা করা হল যে, কোন দোয়া তাড়াতাড়ি কবুল হয়? প্রিয় নবীজি (ﷺ) বললেন: নিশির শেষ ভাগে এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া তাড়াতাড়ি কবুল হয়।”

(তিরমিজি শরীফ, হাদিস নং ৩৪৯৯; ইমাম নাসাঈ: সুনানে কুবরা, হাদিস নং ৯৮৫৬; মেসকাত শরীফ, ৮৯ পৃঃ; ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ৩য় খন্ড, ৪৩ পৃঃ; ইমাম কাস্তালানী: মাওয়াহেবুল্লাদুন্নিয়া, ৪র্থ খন্ড, ১৫৬ পৃঃ; ইমাম মুনজেরী: আত্তারগীব ওয়াত্তারহীব, হাদিস নং ২৫৫০; ইমাম মুগলতাঈ: শরহে ইবনে মাজাহ, ইবনে রাজব হাম্বলী: জামেউল উলুম ওয়াল হিকাম, ২য় খন্ড, ১৪৩ পৃঃ; ইবনে রাজব: ফাতহুল বারী, ১১তম খন্ড, ১৩৪ পৃঃ; ইমাম নববী: আল-আজকার, হাদিস নং ১৮০; রিয়াদুস ছালেহীন, হাদিস নং ১৫০০; ইবনে তাইমিয়া: ফাতওয়ায়ে কুবরা, ২য় খন্ড, ২০৫ পৃঃ; ইবনে তাইমিয়া: মজমুয়ায়ে ফাতওয়া, ২২তম খন্ড, ৪৯২ পৃঃ; মুবারকপুরী: তুহফাতুল আহওয়াজী, ৩০০ নং হাদিসের ব্যাখ্যায়; শাওকানী: নাইলুল আওতার, হাদিস নং ৮০৯; সহীহ্ হাদিস।)


এই হাদিস সম্পর্কে হাফিজুল হাদিস, ইমাম ইবনু হাজার আসকালানী (رحمة الله عليه) ও আল্লামা ইমাম মোল্লা আলী ক্বারী হানাফী (رحمة الله عليه) বলেন,

 أَنَّهُ صَحِيحٌ لِغَيْرِهِ. 

-“নিশ্চয় এই হাদিস সহীহ্ লি’গাইরিহী।” 

(ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ৩য় খন্ড, ৪৩ পৃঃ;) 


এই হাদিস উল্লেখ করে ইমাম তিরমিজি (رحمة الله عليه) বলেন: هَذَا حَدِيثٌ حَسَنٌ -“এই হাদিস হাছান।”(তিরমিজি, হাদিস নং ৩৪৯৯;) 

নাছিরুদ্দিন আলবানী হাদিসটিকে صحيح لغيره (সহীহ্ লি’গারিহী) বলেছেন।(সহীহ্ তারগীব ওয়া তারহীব, হাদিস নং ১৬৪৮;)

এই হাদিসে الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ (আছ ছালাতিল মাকতুবাত) শব্দদ্বয় বহুবচনের আনা হয়েছে। এখানে الصَّلَوَاتِ হল সকল ফরজ সালাত সমূহ। যেহেতু শব্দটি বহুবচন সেহেতু প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কবুল হওয়ার গ্যারান্টি বা নিশ্চয়তা রয়েছে। বলুন! যে সময় দোয়া করলে দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আছে সে সময় দোয়া করা মুসলমানদের উচিৎ নয় কি? অবশ্যই উচিৎ।

Top