❏ জানাযার পর দোয়া বিষয়ে ইমামগণের ভাষ্য
দাফনের পূর্বে তথা জানাযার পূর্বে বা পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করার বিষয়ে ইমাম আজ আবু হানিফা (رضي الله عنه) ও ইমাম সুফিয়ান ছাওরী (رضي الله عنه) এর ফাতওয়া,
قال ابو حنيفة والثورى ان التعزية سنة قبل الدفن لا بعده لان شدة الحزن تكون قبل الدفن فيعزى ويدعوا له
-“ইমাম আবু হানিফা (رضي الله عنه) ও ইমাম সূফিয়ান ছাওরী (رضي الله عنه) বলেন: দাফনের পূর্বে শোক প্রকাশ করা সুন্নাত, পরে নয়। কেননা দাফনের পূর্বেই পেরেশানী থাকে। সুতরাং দাফনের আগে শোক প্রকাশ করবেন ও মায়্যেতের জন্য দোয়া করবেন।” (ইমাম শারানী: মিযানুল কোবরা ১ম খন্ড, ১৫৩ পৃঃ;)
উক্ত এবারতে ইমাম আজম আবু হানিফা (رحمة الله عليه) ও ইমাম সুফিয়ান ছাওরী (رحمة الله عليه) জানাযার পূর্বে অথবা পরে দাফনের পূর্বে মৃত ব্যক্তির জন্য দোয়া করার অনুমতি প্রদান করেছেন। এমনকি হানাফী মাজহাবের প্রখ্যাত ফকিহ্ ও ইমাম, ইমামুল জালিল আল্লামা ফাদ্বলী (رحمة الله عليه) যার সম্পূর্ণ নাম হল:
عثمان بْن إبراهيم بْن محمد بْن أحمد بْن محمد بْن الْفَضْلُ، الحنفي، الفضْليّ، الْبُخَارِيّ. যিনি ৫০৮ হিজরীতে ইন্তেকাল করেছেন। তিনি একাধারে শায়েখ, ছালেহ, আলিম ও বুখারার ক্বাজী ছিলেন। (ইমাম যাহাবী: তারিখুল ইসলাম, রাবী নং ২৩৪;) তিনি জানাযার পর দোয়া করা অসুবিধা নেই বলে ফাতওয়া প্রদান করেছেন। যেমন লক্ষ্য করুন,
لِأَنَّهُ لَا يَدْعُو بَعْدَ التَّسْلِيمِ كَمَا فِي الْخُلَاصَةِ وَعَنْ الْفَضْلِيِّ لَا بَأْسَ بِهِ،
-“কেননা (জানাযার) সালামের পরে দোয়া করবেনা যেমনটা খুলাছার মধ্যে রয়েছে।(বিশেষ কারণে জানাযার পরে দোয়া না করার ফাতওয়া এসেছে, আর তা হল: জানাযার মত কাতারবন্দী হয়ে দোয়া করা মূল নামাজের সাথে সাদৃশ্যতা। যার বিস্তারিত ব্যাখ্যা প্রশ্ন-উত্তর পর্বে দিয়েছি।) ইমাম ফাদ্বলী (رحمة الله عليه) হতে বর্ণিত রয়েছে, (জানাযার পর দোয়া করা) কোন অসুবিধা নেই।”(ফাতওয়া বাহরুর রায়েক্ব, ২য় খন্ড, ১৯৭ পৃঃ দারুল কুতুব ইসলামী;)
এখানে ইমামুল জালিল আল-ফাদ্বলী হানাফী (والإمام الجليل الفضلي) (رحمة الله عليه) পরিস্কার জানাযার পর দোয়া করা জায়েয বলেছেন।
❏ দেওবন্দীদের কিতাবে রয়েছে
প্রশ্ন: জানাযা নামাজের পর সূরা ফাতেহা ১বার ও সূরা এখলাছ ৩বার পড়ে দোয়া করা কিরুপ?
উত্তর: এতে কোন অসুবিধা নেই। (ফাতওয়ায়ে দারুল উলুম, ৫ম খন্ড, ৪১৮ পৃ:)
এই দলিল দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে যায়, দেওবন্দী উলামাগণ জানাযার পর দোয়ার পক্ষে ছিলেন।
বায়তুল মোর্কারম এর সাবেক খতিব, ঢাকা আলিয়ার সাবেক প্রিন্সিপ্যাল, মুফতীয়ে আজম, আল্লামা আমিমুল ইহ্ছান মোজাদ্দেদী আল বারকতী (رحمة الله عليه) বলেন: জানাযার পর দোয়া একটি বিরাট উত্তম কাজ। (হাদিয়াতুল মোছাল্লিন)