❏ হযরত ইবনে উমর (رضي الله عنه) জানাযার পর দোয়া করতেন
বিশিষ্ট ফকিহ্ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর (رضي الله عنه) জানাযার পরেও দোয়া করতেন বলে সহীহ্ রেওয়ায়েত দ্বারা জানা যায়। যেমন নিচের রেওয়ায়েতটি লক্ষ্য করুন,
ইমাম আব্দুর রাজ্জাক (رحمة الله عليه) বর্ণনা করেছেন,
عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ قَالَ: كَانَ ابْنُ عُمَرَ إِذَا انْتَهَى إِلَى جِنَازَةٍ وَقَدْ صُلِّيَ عَلَيْهَا دَعَا وَانْصَرَفَ وَلَمْ يُعِدِ الصَّلَاةَ
-“হযরত নাফে (رحمة الله عليه) বলেন, যখন আব্দুল্লাহ ইবনে উমর (رضي الله عنه) কোন জানাযার উদ্দেশ্যে বের হতেন, তখন জানাযা না পেলে মৃত ব্যক্তির জন্য দোয়া প্রার্থনা করতেন কিন্তু দ্বিতীয়বার জানাযার নামাজ পড়তেন না।”
(মুছান্নাফু আব্দির রাজ্জাক, হাদিস নং ৬৫৪৫; সনদ সহীহ্।)
এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, জানাযার দোয়া কোন নিষিদ্ধ আমল নয়। কারণ ফকিহ্ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর (رضي الله عنه) জানাযা না পেলে ঐ জানাযার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতেন। তাই জানাযার দোয়া করা মুস্তাহাব-সুন্নাত।