তিনি হলেন আফ্রিকার মহান ওয়ালি, শাইখ আবুল গাইস (রহমাতুল্লাহি আলাইহি)।

আবুল গাইস (রহমাতুল্লাহি আলাইহি) কুরআন পড়তে অক্ষম ছিলেন। তিনি এক বছর মদিনাতে অবস্থান করেন এবং কুরআন তেলাওয়াত করার সক্ষমতার জন্য আল্লাহ তা'আলার কাছে প্রার্থনা করতে থাকেন। তিনি বলেন: “আমি মসজিদে ঘুমাতে গেলাম এবং রাসূলে পাক (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে স্বপ্নে দেখলাম, যিনি বলেছেন: 'আল্লাহ তোমার দু'আ কবুল করেছেন, কুরআন খুলে তেলাওয়াত শুরু করো।”

যখন তিনি জেগে উঠলেন, কুরআন খুললেন এবং পড়তে সক্ষম হলেন।

তাকেও সাইয়্যিদুনা সাফিনার মতো একই কারামাত দেওয়া হয়েছিল। একদিন, তার গাধাকে একটি সিংহ হত্যা করে ফেলে। তারপর এটি শাইখ আবুল গাইস (রহমাতুল্লাহি আলাইহি)-এর উপর আক্রমণ করতে যাচ্ছিল, তিনি বলেছিলেন: “আমি রসূলুল্লাহ (সল্লাল্লাহু সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর গোলাম!” একথা শুনে হিং-স্র সিংহটি নম্র হয়ে গেল।

যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও নবীজী (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করে সমগ্র সৃষ্টিজগৎ তাকে সম্মান করে।
Top