❏ মৃতদের জন্য ফেরেস্তাদের তাসবীহ পাঠের মাধ্যমে উপকার লাভ


মৃতদের জন্য ফেরেস্তাদের তাসবীহ পাঠ করে ইহার সওয়াব রেছানী করলে ইহার দ্বারা মৃত ব্যক্তিরা কবরে উপকৃত হয়। 


❍ যেমন হাদিস শরীফ বর্ণিত আছে,


حَدَّثَنَا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الْغِطْرِيفِيُّ ثنا الْقَاسِمُ بْنُ يَحْيَى بْنِ نَصْرٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، ثنا أَبُو بَكْرِ بْنُ مَعْدَانَ، قَالَا: ثنا سَعْدَانُ بْنُ نَصْرٍ، ثنا إِسْمَاعِيلُ بْنُ يَحْيَى، ثنا مِسْعَرٌ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِذَا قَبَضَ اللهُ رَوْحَ عَبْدِهِ الْمُؤْمِنِ صَعِدَ مَلَكَاهُ إِلَى السَّمَاءِ فَقَالَا: يَا رَبَّنَا وَكَّلْتَنَا بعَبْدِكَ الْمُؤْمِنِ نَكْتُبُ عَمَلَهُ وَقَدْ قَبْضَتَهُ إِلَيْكَ فَائْذَنْ لَنَا نَسْكُنَ السَّمَاءَ فَقَالَ: سَمَائِي مَمْلُوءَةٌ مِنْ مَلَائِكَتِي يُسَبِّحُونَنِي فَيَقُولَانِ: فَائْذَنْ لَنَا نَسْكُنَ الْأَرْضَ فَيَقُولُ: أَرْضِي مَمْلُوءَةٌ مِنْ خَلْقِي يُسَبِّحُونَنِي وَلَكِنْ قُومَا عَلَى قَبْرِ عَبْدِي فَسَبِّحَانِي وَهَلِّلَانِي وَكَبِّرَانِي إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَاكْتُبَاهُ لِعَبْدِي 


“হযরত আবূ সাঈদ খুদরী (رضي الله عنه)  বলেন, আমি রাসূলে পাক (ﷺ)  কে বলতে শুনেছি: আল্লাহ তা’লা যখন তাঁর মুমিন বান্দার রুহ কবজ করেন তখন দু’জন ফেরেস্থা ইহা নিয়ে আসমানে আরোহণ করেন এবং আল্লাহ তা’লার নিকট আবেদন করেন, হে আমাদের রব! আপনি আমাদেরকে মুমিন বান্দার আমল লিপিবদ্ধ করার জন্য দায়িত্ব প্রদান করেছিলেন। এখন আপনি তাকে আপনার কাছে নিয়ে এসেছেন। অতএব আপনি আমাদেরকে পৃথিবীতে বসবাস করার অনুমতি প্রদান করুন। তখন আল্লাহ তা’লা বললেন: পৃথিবীত আমার মাখলুখ দ্বারা পরিপূর্ণ, যারা আমার পবিত্রতা ঘোষণা করে। তোমরা দু’জন বরং তার কবরের নিকট অবস্থান কর এবং কিয়ামত পর্যন্ত পাঠ করতে থাক ‘সুবহানাল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ও ‘আল্লাহু আকবার’। অত:পর তার সওয়াব আমার ঐ বান্দার আমল নামায় লিখতে থাক। 


তথ্যসূত্রঃ

・ইমাম আবু নুয়াইম: হিলিয়াতুল আউলিয়া, ৭ম খন্ড, ২৫৩ পৃ: 

・তাফছিরে মাজহারী, ৯ম খন্ড, ১০৩ পৃ:


দেখুন! ফেরেস্তাদের আমলের সওয়াব মুমিন বান্দার আমল নামায় যোগ হচ্ছে (সুবহানাল্লাহ)। ফেরেস্তাদের তাসবীহ দ্বারা যদি উপকার লাভ করা সম্ভব হয় তাহলে জিবীতদের তাসবীহ পাঠ দ্বারাও উপকার লাভ সম্ভব। এই হাদিস দ্বারা প্রমাণ হয়, স্বয়ং আল্লাহ তা’লা নিজেই ঈসালে সওয়াবের পক্ষে।

Top