❏ হযরত ঈসা (عليه السلام) ছােট বেলায় একদা মাতা হযরত মরিয়ম (عليه السلام)'র সাথে এক শহর দিয়ে যাওয়ার সময় দেখতে পান যে, লােকেরা তাদের বাদশা’র দরজায় ভীড় করতেছে। ঈসা (عليه السلام) এর কারণ জিজ্ঞেস করে জানতে পারেন যে, বাদশা’র স্ত্রী প্রসব ব্যাথায় ভীষণ কষ্ট পাচ্ছেন কিন্তু বাচ্চা জন্ম হচ্ছেনা। এরা তাদের মুর্তিদের নিকট প্রার্থনা করতে একত্রিত হয়েছে। তিনি তাদেরকে বললেন, বাদশার স্ত্রীর পেটে আমার হাত রাখলেই তাৎক্ষনিক বাচ্চা জন্মলাভ করবে। তারা তাঁর কথা শুনে তাঁকে বাদশার নিকট নিয়ে গেল। তিনি বাদশাকে বললেন, আমি এটাও বলতে পারি যে, পেটে ছেলে নাকি মেয়ে। আমি যদি এসব বলে দেই তবে কি আপনি ঈমান আনবেন? বাদাশা হাঁ বাচক উত্তর দিলে ঈসা (عليه السلام) বললেন, তার গর্ভে পুত্র সন্তান, তার গালে কাল তিল আর পেটে সাদা তিল আছে। এরপর তিনি গর্ভের সন্তানকে সম্মােধন করে বলেন, হে বাচ্চা! আমি তােমাকে সেই সত্তার শপথ দিচ্ছি যিনি সব মাখলুকের সৃষ্টিকর্তা, তুমি দ্রুত পেট থেকে বেরিয়ে এসাে। সাথে সাথে বাচ্চা জন্মগ্রহণ করল এবং তার অগ্রীম সংবাদ সত্য প্রমাণিত হল। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী বাদশা ঈমান আনতে চাইলে সম্প্রদায়ের লােকেরা বলল, এটা তাঁর যাদুকরী কাজ এই বলে তাকে ঈমান আনা থেকে বিরত রাখল। ●৪০২
_____________________________
৪০২.[মাওলানা আবুন নুর মুহাম্মদ বশীর, সাচ্ছি হেকায়াত, উর্দু, খণ্ড:১ম, পৃ:১১৭, সূত্র: নুজহাতুল মাজালীস, ২য় খণ্ড ৪০৩]