❏ মৃত ব্যক্তির প্রশংসার দ্বারা উপকার
জানাযার পূর্বে অথবা পরে মৃত ব্যক্তির ভাল গুণ গুলো আলোচনা করা তথা মৃত ব্যক্তির প্রশংসা করা উচিৎ। এতে মৃত ব্যক্তির অনেক উপকার সাধিত হয়।যেমনঃ
❍ ছহীহ্ হাদিসে আছে:
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ قَالَ: مُرَّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجَنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَجَبَتْ
-“হযরত আনাস (رضي الله عنه) বর্ণনা করেন, তিনি বলেন: রাসূল (ﷺ) এর কাছ দিয়ে এক জানাযা (লাশ) নিয়ে যাওয়া হচ্ছিল। লোকেরা তাঁর ভাল গুণের প্রশংসা করছিল। তখন রাসূল (ﷺ) বললেন: তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এরপর তিনি বললেন: তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী।”
তথ্যসূত্রঃ
・ছহীহ্ বুখারী, ১ম জি: হাদিস নং ২৬৪২
・তিরমিজি শরীফ, ১ম জি: হাদিস নং ১০৫৮
𓈃 এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি (رحمة الله) বলেছেন:
حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ-
“হযরত আনাস (رضي الله عنه) এর বর্ণিত হাদিস হাছান-ছহীহ্।”
❍ এ বিষয়ে হযরত উমর (رضي الله عنه), কাব ইবনে উজরা (رضي الله عنه) ও আবু হুরায়রা (رضي الله عنه) থেকেও হাদিস বর্ণিত আছে। হযরত উমর (رضي الله عنه) বর্ণিত অপর একটি ছহীহ্ হাদিসে আছে:
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ البَزَّازُ، قَالَا: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الفُرَاتِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدِّيلِيِّ، قَالَ: قَدِمْتُ المَدِينَةَ فَجَلَسْتُ إِلَى عُمَرَ بْنِ الخَطَّابِ، فَمَرُّوا بِجَنَازَةٍ، فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، فَقُلْتُ لِعُمَرَ وَمَا وَجَبَتْ؟ قَالَ: أَقُولُ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا مِنْ مُسْلِمٍ يَشْهَدُ لَهُ ثَلَاثَةٌ إِلَّا وَجَبَتْ لَهُ الجَنَّةُ، قَالَ: قُلْنَا: وَاثْنَانِ؟ قَالَ: وَاثْنَانِ، قَالَ: وَلَمْ نَسْأَلْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الوَاحِدِ
“আবীল আসওয়াদ দাইলী বলেন, আমি মদিনায় উমর ইবনুল খাত্তাব (رضي الله عنه) এর কাছে গেলাম, তখন তিনারা এক জানাযার কাছ দিয়ে যাচ্ছিলেন ও মৃত ব্যক্তির প্রশংসা করছিলেন। তখন হযরত উমর (رضي الله عنه) বললেন: তার জন্য জান্নাত আবশ্যক হয়ে গেছে। আমি বললাম কি আবশ্যক হয়েছে? তিনি বললেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন: কোন মুসলীম সম্পর্কে যদি ৩ জনও ভাল সাক্ষ্য দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হযরত উমর (رضي الله عنه) বলেন: আমরা জিজ্ঞাসা করলাম: যদি দুই জনে সাক্ষ্য দেয়? প্রিয় নবীজি বললেন: দুই জন সাক্ষ্য দিলেও। হযরত উমর (رضي الله عنه) বলেন: আমরা রাসূল (ﷺ) কে একজন সাক্ষ্য দেওয়ার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করিনি।”
তথ্যসূত্রঃ
・তিরমিজি শরীফ, ১ম জি: হাদিস নং ১০৫৯
・ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ১০৯১৯
・ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ৪২৭১০
𓈃 ইমাম আবু ঈসা তিরমিজি (رحمة الله) হাদিসটিকে حَسَنٌ صَحِيحٌ হাছান-ছহীহ্ বলেছেন। (তিরমিজি শরীফ, ১ম জি: হাদিস নং ১০৫৯)
𓈃 নাছিরুদ্দিন আলবানী তার ছহীহ্ জামেউছ ছাগীর ওয়া যিয়াদা গ্রন্থের ৫৭৫৯ নং হাদিসের তাহকিকে ইহাকে صَحِيحٌ ছহীহ্ বলেছেন।
❍ এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত লক্ষ্য করুন,
حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، صَاحِبُ الزِّيَادِيِّ، عَنْ شَيْخٍ مِنْ أَهْلِ الْبَصْرَةِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَرْوِيهِ عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ، قَالَ مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَمُوتُ، يَشْهَدُ لَهُ ثَلَاثَةُ أَبْيَاتٍ مِنْ جِيرَانِهِ الْأَدْنَيْنَ بِخَيْرٍ، إِلَّا قَالَ اللهُ عَزَّ وَجَلَّ: قَدْ قَبِلْتُ شَهَادَةَ عِبَادِي عَلَى مَا عَلِمُوا، وَغَفَرْتُ لَهُ مَا أَعْلَمُ
-“হযরত আবু হুরায়রা (رضي الله عنه) নবী করিম (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি আল্লাহ তা’লার পক্ষ থেকে বর্ণনা করেন, আল্লাহ পাক বলেছেন: যখন কোন মুসলমান মারা যায় এবং ৩ জন লোক তার ভাল হওয়ার ব্যাপারে সাক্ষী দেয় তখন স্বয়ং আল্লাহ বলেন, আমি তাদের সাক্ষী গ্রহণ করি যা তারা আমল করেছে এবং আমি মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেই যা আমি জানি।”
তথ্যসূত্রঃ
・মুসনাদে আহমদ, হাদিস নং ৮৯৮৯
・ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ৪২৭৪৫
❍ এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত লক্ষ্য করুন,
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَالِكٌ بِسُوءٍ فَقَالَ: لَا تَذْكُرُوا هَلْكَاكُمْ إِلَّا بِخَيْرٍ
“হযরত আয়েশা (رضي الله عنه) বর্ণনা করেন, তিনি বলেন: নবী পাক (ﷺ) এর সামনে এক মৃত ব্যক্তি সম্পর্কে মন্দ মন্তব্য করা হলে তিনি বললেন: তোমরা মৃত ব্যক্তিদের সম্পর্কে ভাল মন্তব্য ছাড়া মন্দ মন্তব্য করবে না।”
তথ্যসূত্রঃ
・নাসাঈ শরীফ, ১ম জি: হাদিস নং ১৯৩৫
・ইমাম নাসাঈ: সুনানে কুবরা, হাদিস নং ২০৭৩
・ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ১৩৪০৫
𓈃 ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ছিলাহ (رحمة الله) তদীয় কিতাবে এই হাদিস সম্পর্কে উল্লেখ করেন,
وقال الحافظ العراقي: إسناده جيد.
“হাফিজ ইরাকী (رحمة الله) বলেছেন: ইহার সনদ অতি-উত্তম।”
(আত তানভীর শারহে জাইেছ ছাগির, ৯৭৪৬)
𓈃 লা-মাজহাবী নাছিরুদ্দিন আলবানী তার ‘ছহীহ্ জামেউছ ছাগীর ওয়া যিয়াদা’ গ্রন্থের ৭২৭১ নং হাদিসের তাহকিকে হাদিসটিকে صَحِيحٌ ছহীহ্ বলেছেন।
❍ এর সমর্থনে আরেকটি রেওয়ায়েতে আছে:
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَنَسٍ المَكِّيِّ، عَنْ عَطَاءٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اذْكُرُوا مَحَاسِنَ مَوْتَاكُمْ، وَكُفُّوا عَنْ مَسَاوِئِهِمْ
“হযরত ইবনে উমর (رضي الله عنه) বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলে পাক (ﷺ) বলেছেন: তোমরা তোমাদের মৃতদের ভাল দিক গুলো আলোচনা করবে এবং মন্দ আলোচনা থেকে দূরে থাকবে।”
তথ্যসূত্রঃ
・সুনানে আবী দাউদ, হাদিসনং ৪৯০০
・তিরমিজি শরীফ, হাদিস নং ১০১৯
・মেসকাত শরীফ, হাদিস নং ১৬৭৮
𓈃 এই হাদিসের রাবী عِمْرَان بْن أَنَسٍ المَكِّيِّ (ইমরান ইবনে আনাস মক্কী) সম্পর্কে ইমাম বুখারী ও উকাইলী (رحمة الله) মুনকার বলেছেন, অপরদিকে ইমাম ইবনে হিব্বান (رحمة الله) তাকে الثقات বিশ্বস্তদের অন্তর্ভূক্ত করেছেন। দেখুন: তাহজিবুত তাহজিব, রাবী নং ২১৪।
𓈃 আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ছালেহ ছানআনী (رحمة الله) তদীয় কিতাবে হাদিসটিকে صح ছহীহ্ বলেছেন। (আত তানভীর শরহে জামেউছ ছাগীর, হাদিস নং ৮৯৯)
কেননা একাধিক ছহীহ রেওয়ায়েত দ্বারা এর শাওয়াহিদ বা সমর্থন পাওয়া যায় বিধায় এই রেওয়ায়েত ছহীহ্ লি’গাইরিহী হবে। যেমনঃ
❍ এ বিষয়ে অন্য রেওয়ায়েতে আছে,
حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورِ بْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: لَا تَذْكُرُوا مَوْتَاكُمْ إِلَّا بِخَيْرِ
-“হযরত আয়েশা (رضي الله عنه) বলেন, তোমরা তোমাদের মৃতদের ভাল দিক ছাড়া অন্য বিষয়ে আলোচনা করোনা।”
তথ্যসূত্রঃ
・মুছান্নাফু ইবনে আবী শায়বাহ, হাদিস নং ১১৯৮৯
・মুছাবীউল আখলাক লিল খারাইতী, হাদিস নং ৯০
・ইমাম তাবারানী: আদ দোয়া, হাদিস নং ২০৬৫ মারফূ রূপে
・মুসনাদে আবী দাউদ ত্বায়ালিছী, হাদিস নং ১৫৯৭ মারফূ সূত্রে
・মুছান্নাফু আব্দির রাজ্জাক, হাদিস নং ৬০৪২)
𓈃 এই হাদিসের সনদ সম্পর্কে হাফিজ ইরাকী (رحمة الله) বলেন:
وَإِسْنَاده جيد. -“এই হাদিসের সনদ অতি উত্তম।” (তাখরিজু আহাদিছিল এহইয়া, হাদিস নং ৬)
সুতরাং কোন মুসলমান মারা গেলে তার ভাল দিক গুলো আলোচনা করা উচিৎ, মন্দ গুলো নয়। এতে মৃত ব্যক্তির অনেক ফায়দা হয় ও তার গুনাহ মাফ হয়। তাই জানাযার পূর্বে অথবা পরে সকল মুসল্লী কর্তৃক মৃত ব্যক্তি সম্পর্কে ভাল মন্তব্য করা অতীব উত্তম কাজ এবং ছহীহ্ হাদিস দ্বারা স্বীকৃত। তাই জিবীতদের প্রশংসার দ্বারা মৃতরা উপকৃত হয়, এটাই এই হাদিস গুলোর সারমর্ম।