🕋 আল ফাতিহা  আয়াত নং : ১

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾


📗কানযুল ঈমান


১. আল্লাহ্‌র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)


📕ইরফানুল কুরআন


১. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।


🕋 আল ফাতিহা  আয়াত নং : ২

اَلۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ۙ﴿۲﴾ 


📗কানযুল ঈমান


২. সমস্ত প্রশংসা আল্লাহর প্রতি, যিনি মালিক সমস্ত জগদ্বাসীর; (২)


📕ইরফানুল কুরআন


২. সমস্ত প্রশংসা আল্লাহ্‌রই তরে, যিনি সমস্ত জগতের প্রতিপালনকারী,


🕋 আল ফাতিহা  আয়াত নং : ৩

الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ۙ﴿۳﴾


📗কানযুল ঈমান


৩. পরম দয়ালু, করুণাময়;


📕ইরফানুল কুরআন


৩. পরম করুণাময়, অসীম দয়ালু,


🕋 আল ফাতিহা  আয়াত নং : ৪

مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ ؕ﴿۴﴾


📗কানযুল ঈমান


৪. প্রতিদান দিবসের মালিক।


📕ইরফানুল কুরআন


৪. অধিপতি প্রতিদান দিবসের।


🕋 আল ফাতিহা  আয়াত নং : ৫

اِیَّاکَ نَعۡبُدُ وَ اِیَّاکَ نَسۡتَعِیۡنُ ؕ﴿۵﴾


📗কানযুল ঈমান


৫. আমরা (যেন) তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি! (৩)


📕ইরফানুল কুরআন


৫. (হে আল্লাহ্!) আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি।


🕋 আল ফাতিহা  আয়াত নং : ৬

اِہۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ۙ﴿۶﴾


📗কানযুল ঈমান


৬. আমাদেরকে সোজা পথে পরিচালিত করো! (৪)


📕ইরফানুল কুরআন


৬. আমাদেরকে প্রদর্শন করো সরল পথ,


🕋 আল ফাতিহা  আয়াত নং : ৭

صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۬ۙ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ ﴿۷﴾


📗কানযুল ঈমান


৭. তাঁদেরই পথে, যাঁদের উপর তুমি অনুগ্রহ করেছো;  তাদের পথে নয়, যাদের উপর গযব নিপতিত হয়েছে এবং পথভ্রষ্টদের পথেও নয়। (৫)


📕ইরফানুল কুরআন


৭. তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ নয়, যারা তোমার ক্রোধের শিকার হয়েছে এবং তাদের পথও নয় যারা গোমরাহ্ বা পথভ্রষ্ট।


Top