মুখের দুর্গন্ধ দূরীভূত হওয়া
❏ তাবরানী (رحمة الله) হযরত উমাইরাহ বিনতে মসউদ (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি এবং তাঁর বােনেরা নবী করিম (ﷺ) এর কাছে বাইয়াতের উদ্দেশ্যে গমন করেন। তাঁরা সংখ্যায় ছিল পাঁচজন। তাঁরা প্রবেশ করে দেখেন যে, তিনি মাংস আহার করতেছেন। তিনি তাদেরকে মাংস স্বীয় দাঁতে ছিড়ে ছিড়ে দিলেন এবং সকলেই এক টুকরা এক টুকরা খেলেন। অতঃপর ঐ সব মহিলাদের মুখে মৃত্যু পর্যন্ত কখনাে দুর্গন্ধ হয়নি। ●৪২২
_____________________________
[আবু নঈম ইস্পাহানী (رحمة الله) (৪৩০হি.) দালায়েলুন নবুয়ত, উর্দু, পৃ:৪২২]