হযরত ঈসা (عليه السلام) শৈশবে কথা বলা

❏ মুজাহিদ (رحمة الله) থেকে তাফসীরে খাযেন ও তাফসীরে রূহুল বয়ান’র উদ্ধৃতি দিয়ে মুফতি আহমদ ইয়ার খান নঈমী (رحمة الله) বলেন- হযরত ঈসা (عليه السلام) জন্মের পর লােকের সাথে স্পষ্ট ও বিশুদ্ধ ভাষায় কথা বলেন। তবে তিনি মাতৃগর্ভে থাকাকালীন সময়ে তাওরাত শরীফ পাঠ করতেন যা তাঁর মা হযরত মরয়ম (عليه السلام) শুনতেন।” ৪০১
_____________________________
৪০১.[ তাফসীরে নঈমী, উর্দু, পৃ:৪৯৯]

❏ এ প্রসঙ্গে আল্লাহ পাক এরশাদ করেন, 
অর্থ: তিনি (ঈসা) মানুষের সাথে কথা বলবেন শৈশবে মায়ের কোলে থাকাকালীন এবং পূর্ণ বয়স্ক তিনি সকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। 
[সূরা আলে ইমরান, পারা:৩য়, আয়াত নং ৪৬]
Top