❏ কবর যিয়ারতের সময় হাঁত উঠিয়ে দোয়া
আমাদের সমাজে কিছু লোকের ধারণা হচ্ছে, কবর যিয়ারত করা যাবে শুধু সালামের মাধ্যমে কোন হাঁত উঠিয়ে দোয়া করা যাবেনা। তাই এ বিষয়টি আমি একটু আলোচনা করব। রাসূলে পাক (ﷺ) কবর যিয়ারতের সময় কি হাঁত মোবারক উঠিয়ে দোয়া করেছেন নাকি করেননি।
❍ নিচের হাদিসটি লক্ষ্য করুন:-
قالت عائشة: ألا أحدثكم عني وعن رسول الله صلى الله عليه وسلم قلنا: بلى، قَالَ قَالَتْ: لَمَّا كَانَتْ لَيْلَتِي الَّتِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا عِنْدِي، انْقَلَبَ فَوَضَعَ رِدَاءَهُ، وَخَلَعَ نَعْلَيْهِ،.... حَتَّى جَاءَ الْبَقِيعَ فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَفَعَ يَدَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ انْحَرَفَ فانحرفت،
“হযরত আয়েশা (رضي الله عنه) বলেন, আমি কি তোমাদেরকে রাসূল (ﷺ) থেকে হাদিস শুনাব? সাহাবীরা বলল: হ্যাঁ। রাবী বলেন, মা আয়েশা (رضي الله عنه) বলেন: সেই রাত যেই রাতে প্রিয় নবীজি (ﷺ) আমার কাছে ছিলেন, রাতে তিনি ঘর থেকে বের হলেন ও পায়ের জুতা মোবারক খুললেন।...... এমনকি জান্নাতুল বাক্বী কবরস্থানে আসলেন এবং দাঁড়ালেন। অত:পর তাঁর দুই হাঁত মোবারক উঠিয়ে দোয়া করলেন তিন বার। অত:পর তিনি ফিরে আসলেন এবং আমিও ফিরে আসলাম।”
তথ্যসূত্রঃ
・ছহীহ্ মুসলীম, হাদিস নং ৯৭৪
・মুসনাদে আহমদ, হাদিস নং ২৫৮৫৫
・সুনানে কুবরা লিন-নাসাঈ, হাদিস নং ৮৮৬১
・নাসাঈ শরীফ, হাদিস নং ২০৩৭ ও ৩৯৬৩
・ছহীহ্ ইবনে হিব্বান, হাদিস নং ৭১১০
・আদ্-দোয়া লিত তাবারানী, হাদিস নং ১২৪৬
・জামেউল উছুল, হাদিস নং ৮৬৭০
・জামেউল ফাওয়াইদ, হাদিস নং ২৬৬০
・মুসনাদে জামে, হাদিস নং ১৬৩৯৫
・আলবানী: আহকামুজ জানাইজ, ১ম খন্ড, ১৮২ পৃ:
লক্ষ্য করুন! আল্লাহর রাসূল (ﷺ) কবর যিয়ারত করার সময় হাঁত উঠিয়ে দোয়া করেছেন। তাই কবর যিয়ারতের সময় মৃত ব্যক্তির জন্য হাঁত উঠিয়ে দোয়া করা স্বয়ং রাসূলে করিম (ﷺ) এর সুন্নাত। ইহা ছহীহ্ মুসলীমের রেওয়ায়েত যা সকল উলামায়ে কেরামের দৃষ্টিতে ছহীহ্। তাই এ বিষয়ে আর দলিল উল্লেখ করার প্রয়োজন মনে করছিনা।