মদীনা থেকে কা’বা দেখা


❏ আখবারে মদীনা নামক গ্রন্থে যুবাইর ইবনে বাক্কার (رحمة الله) হযরত নাফে ইবনে জুবাইর ইবনে মুতআম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, আমার কাছে হাদিস পৌঁছেছে যে, নবী করিম (ﷺ) এরশাদ করেন, আমি আমার এই মসজিদের কিবলা নির্ণয় করেছি বায়তুল্লাহকে দেখে দেখে। অর্থাৎ বায়তুল্লাহকে আমার সামনে আনা হয়েছে আর আমি বায়তুল্লাহ’র বরাবরে মসজিদের কিবলা নির্ণয় করেছি। 

❏ যুবাইর ইবনে বাক্কার (رحمة الله) আখবারে মদীনা নামক গ্রন্থে হযরত দাউদ ইবনে কায়স (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, নবী করিম আর যখন মসজিদে নববী শরীফ নির্মাণ করতেছিলেন, তখন হযরত জিব্রাঈল (عليه السلام) দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে আছেন। তখন 
মসজিদে নববী ও কা’বার মধ্যবর্তী যেসব প্রতিবন্ধক ছিল তা তুলে দিল। অর্থাৎ নবী করিম (ﷺ) মদীনা শরীফ থেকে বায়তুল্লাহ স্বচক্ষে দেখতে পান। ●৪১৪
_____________________________
৪১৪.[সুয়ূতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:৩২১]

❏ ইমাম হকেম (رحمة الله) হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) এরশাদ করেন, আমি জান্নাতে প্রবেশ করলাম এবং দেখলাম হযরত জাফর (رضي الله عنه) ফেরেস্তাদের সাথে উড়ে বেড়াচ্ছে আর হযরত হামযা (رضي الله عنه) খাটে হেলান দিয়ে বসে আছে। ●৪১৫
_____________________________
৪১৫. [সুয়ুতী, জালাল উদ্দিন সুয়ূতী (رحمة الله) (৯১১হি.), খাসায়েসুল কুবরা, আরবী, বৈরুত, খণ্ড:১ম পৃ:৪৩৩]

পিছন দিক থেকেও দেখা


❏ হযরত আবু হুরাইরা (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) এরশাদ করেন, তােমরা কি মনে কর যে, আমার কিবলা শুধুমাত্র এদিকে? আল্লাহর শপথ! তােমাদের রুকু, তােমাদের খুশু (নামায বিনম্র হওয়া) কোন কিছুই আমার কাছে গােপন থাকেনা। আর নিঃসন্দেহে আমি তােমাদের দেখি আমার পিছন দিক থেকেও। ●৪১৬
_____________________________
৪১৬. [ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল (رحمة الله), সহীহ বুখারী শরীফ, আরবী, ইউপি, ইন্ডিয়া, পৃ:২০১]
Top