রোজাদারের জন্য রাইয়্যান দরজা
حدثنا سعيد بن أبي مريم، حدثنا محمد بن مطرف، قال: حدثني أبو حازم، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي الْجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ، بَابٌ مِنْهَا يُسَمَّى الرَّيَّانَ، لَا يُدْخُلُهُ إِلَّا الصَّائِمُونَ
-“হযরত ছাহল ইবনে সাদ (رضي الله عنه) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন: জান্নাতে ৮টি দরজা রয়েছে। তন্মেধ্যে একটি দরজার নাম ‘রাইয়্যান’। রোজাদার ব্যতীত ঐ দরজা দিয়ে আর কেহই প্রবেশ করতে পারবেন না।”
৫৮১৮১, ছহীহ্ বুখারী শরিফ, ১ম জি: ২৫৪ পৃ:, হা: নং ৩২৫৭; ছহীহ্ মুসলীম, ১ম জি: ৩৬৪ পৃ:; মেসকাত শরিফ, ১৭৩ পৃ:; ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ৪র্থ খন্ড, ৩৮৭ পৃ:; সুনানে ইবনে মাজাহ, হা: নং ১৬৪০; ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ৫৭৯৫; ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ৩৩১১;
হাদিসটি ছহীহ্ বুখারীসহ বহু সংখ্যক কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে, তাই ইহার সনদ নিয়ে আলোচনার প্রয়োজন মনে করছি না।