অহংকার আল্লাহর চাদর

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ الْأَزْدِيُّ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الْأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ أَبِي مُسْلِمٍ الْأَغَرِّ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَقُولُ اللَّهُ تَعَالَى: الْكِبْرِيَاءُ رِدَائِي وَالْعَظَمَةُ إِزَارِي فَمَنْ نَازَعَنِي وَاحِدًا مِنْهُمَا أَدْخَلْتُهُ النَّارَ

-“হযরত আবু সাঈদ খুদরী (رضي الله عنه) ও আবু হুরায়রা (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: আল্লাহ তা’আলা বলেন: অহংকার আমার চাদর এবং শ্রেষ্টত্ব আমার ইযার। সুতরাং যে ইহার যে কোন একটি নিয়ে টানটানি করবে, আমি তাকে জাহান্নামে ঢুকাব। অপর এক বর্ণনায় আছে: আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব।”  

৬৩৫৩৫,  ছহীহ্ মুসলীম শরিফ, হাদিস নং ২৬২০; মেসকাত শরীফ, ৪৩৩ পৃ: হাদিস নং ৫১১০; ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ৯ম খন্ড, ২৯৭ পৃ:; সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪১৭৪; মুসনাদে আহমদ, ২য় খন্ড, ৪১৪ পৃ:, হাদিস নং ৮৮৯৪; সুনানে আবী দাউদ, হাদিস নং ৪০৯০; মুসনাদে বাজ্জার, হাদিস নং ৫১০৬; ছহীহ্ ইবনে হিব্বান, হাদিস নং ৩২৮; ইমাম গাজ্জালী: মুকাশাফাতুল কুলুব, ১ম খন্ড;

হাদিসটি ছহীহ্ মুসলীমসহ বহু সংখ্যক কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়ে, তাই ইহার সনদ নিয়ে আলোচনা করা প্রয়োজন মনে করছি না।
Top