ক্বাল্বের সাবান আল্লাহর জিকির
أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ الْأَصْبَهَانِيُّ، حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنِي أَبُو الزَّاهِرِيَّةِ، عَنْ أَبِي شَجَرَةَ وَاسْمُهُ كَثِيرُ بْنُ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ: لِكُلِّ شَيْءٍ صِقَالَةٌ وَصِقَالَةُ الْقُلُوبِ ذِكْرُ اللَّهِ
-“হযরত আব্দুল্লাহ ইবনে উমর (رضي الله عنه) নবী পাক (ﷺ) থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন: প্রত্যেক জিনিসের পরিস্কারক আছে, ক্বাল্বের পরিস্কারক হল আল্লাহর জিকির।” ৪৯২৯২, ইমাম বায়হাক্বী: দাওয়াতুল কাবির, হাদিস নং ১৯; মেসকাত শরীফ, ১৯৯ পৃ: হাদিস নং ২২৮৬; ইমাম মুনজেরী: আত্তারগীব ওয়াত্তারহীব, ১ম খন্ড, ৫৯৯ পৃ: হাদিস নং ২২৯৫; তাফছিরে মাজহারী, ৪র্থ খন্ড, ৩৪৭ পৃ:; ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ৫ম খন্ড, ১৬৫ পৃ:; ইমাম ছিয়তী: জামেউল আহাদিছ, ২য় খন্ড, ৩৭৫ পৃ:; তাফছিরে রুহুল বয়ান, ৬ষ্ঠ খন্ড, ৫৪ পৃ:; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, ১ম খন্ড, ২১৪ পৃ: হাদিস নং ১৭৭৭; ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, ১ম খন্ড, ৩৪০ পৃ: হাদিস নং ৫১৯;
এই হাদিসের সনদ সম্পর্কে লা-মাজহাবী উবাইদুল্লাহ মুবারকপুরী উল্লেখ করেন,
قال المنذري: رواه ابن أبي الدنيا والبيهقي من رواية سعيد بن سنان واللفظ له. وقال العزيزي قال الشيخ: حديث صحيح.
-“ইমাম মুনজেরী (رَحْمَةُ الله عليه) বলেন: ইবনে আবীদ দুনিয়া (رَحْمَةُ الله عليه) ও বায়হাক্বী (رَحْمَةُ الله عليه) এই হাদিস ‘সাঈদ ইবনে সিনান’ থেকে বর্ণনা করেছেন। এই শব্দ গুলো তারই। আল্লামা আযিযী (رَحْمَةُ الله عليه) বলেন: আমার শায়েখ বলেছেন: এই হাদিস ছহীহ্।” ৪৯৩৯৩, মেরআত শরহে মেসকাত, ২৩০৮ নং হাদিসের ব্যাখ্যায়।