আল্লাহকে পুর্ণিমার চাঁদের ন্যায় দেখবে
عَن جَرِيرِ بْنِ عَبْدُ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ عِيَانًا وَفِي رِوَايَةٍ: قَالَ: كُنَّا جُلُوسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ فَقَالَ: إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ
-“হযরত জরীর ইবনে আব্দুল্লাহ (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: অচিরেই তোমরা তোমাদের রবকে স্বচক্ষে দেখতে পাবে। অপর রেওয়ায়েতে আছে, জরীর (رضي الله عنه) বলেন: আমরা রাসূল (ﷺ) এর সাথে বসা ছিলাম, তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন: তোমরা অচিরেই তোমাদের প্রভূকে দেখতে পাবে যেমন এই চাঁদকে দেখছ। ৫৭৪৭৪, মুসনাদে হুমাইদী, হাদিস নং ৮১৭; মেসকাত শরিফ, ৫০০ পৃ: হাদিস নং ৫৬৫৫; মেরকাত শরহে মেসকাত, ১০ম খন্ড, ৩২০ পৃ:; ছহীহ্ বুখারী শরিফ, হা: নং ৫৫৪, ৪৮৫১ ও ৭৪৩৬; ছহীহ্ মুসলীম শরিফ, ১ম জি: ৯৯-১০২ পৃ: হাদিস নং ৬৩৩; তিরমিজি শরিফ, ২৫৫৪ নং হা:; সুনানে আবু দাউদ, হা: নং ৪৭২৯; ইমাম নাসাঈ: সুনানে কুবরা, হাদিস নং ৪৬০; ইমাম ইবনে খুজাইমা: আত তাওহীদ, ২য় খন্ড, ৪১৩ পৃ:; ছহীহ্ ইবনে হিব্বান, হাদিস নং ৭৪৪২; ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ২২২৪; ইমাম বায়হাক্বী: এতেকাদ, ১ম খন্ড, ১২৯ পৃ:; সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৭৭; সুনানে দারেমী শরিফ, ২য় খন্ড, ৪১৯ পৃ:; মুসনাদে আহমদ, হাদিস নং ১৯১৯০; গাউছে পাক: ছেররুল আছরার, ৫৭ পৃ:;
হাদিসটি আরেকটি সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: هَلْ تَرَوْنَ الْقَمَرَ لَيْلَةَ الْبَدْرِ؟ قُلْنَا: نَعَمْ. قَالَ: فَهَلْ تَرَوْنَ الشَّمْسَ فِي يَوْمٍ مُصْحًي؟ قُلْنَا: نَعَمْ. قَالَ: فَإِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَهُمَا
-“হযরত আবু হুরায়রা (رضي الله عنه) বলেন, আমরা রাসূলে করিম (ﷺ) এর সাথে বসা ছিলাম, অত:পর নবীজি (ﷺ) বললেন: তোমরা কি পূর্ণিমার রাতে চাঁদ দেখেছ? আমরা বললাম, হ্যাঁ। পুনরায় বললেন: তোমরা কি পূর্ণ দিনে সূর্য দেখেছ? আমরা বললাম: হ্যাঁ। তোমরা ইহার মতই রব তা’আলাকে দেখতে পাবে।” ৫৭৫৭৫, ইমাম ইবনে আবী আছেম: আস সুন্নাহ, হাদিস নং ৪৪৫; ইমাম নাসাঈ: সুনানে কুবরা, হাদিস নং ৭৭১৫; ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ১৬৯৩;
হাদিসটি ছহীহ্ বুখারীসহ বহু সংখ্যক কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে, তাই ইহার সনদ নিয়ে আলোচনার প্রয়োজন মনে করছি না।