বেলাদত রজনী ক্বদর রজনীর চেয়েও শ্রেষ্টতম
📚কিতাবঃ আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)
🖋️মূলঃ ইমাম সুলতান মোল্লা আলী কারী (رحمة الله)
ইমাম কাস্তালানী (رضي الله عنه) বলেন: তিনটি কারনে রাসূলুল্লাহ (ﷺ) এর বেলাদত শরীফের রজনী শবে ক্বদরের চেয়েও হাজার গুনে বেশি। যেমন : তাঁর ভাষায়-
وقال ليلة مولده عليه سلم افضل من ليلة القدر من وجوه ثلاثة- ذكرها حيث لايفيد ألاطلاق- مع ان الافضلية ليست ألالكون العبادة فيها- افضل بتهادة النص القرانى-
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ حنة ولاتعرف هذه الفضيلة لليلة مولده صلى الله عليه وسلم ومن الكتاب ولامن السنة ولا من احر من علما الآئمة-
অর্থাৎ- তিনি বলেন তিনটি বিশেষ কারনে শবে বেলাদত শবে ক্বদরের চেয়েও হাজ্জারগুনে বেশি। অথচ একথা স্পষ্ট যে, ইবাদত বিহীন আমল শ্রেষ্টত্ব লাভ করতে পারেনা যার চাক্ষুসিক প্রমাণ কোরানে পাকের আয়াত لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ দ্বারা সাব্যস্ত যে, ক্বদরের রজনী হাজার মাসের ইবাদতের চেয়ে ও উত্তম। অথচ হুযূরে পাকের বেলাদত রজনীর ফযিলত সীমাহীন, অনির্দিষ্ট, যার সত্যতা কোরানেও নেই, হাদীসে ও নেই, আবার উলামায়ে কেরামগনের বক্তব্য দ্বারা পাওয়া যায়নি। উক্ত গ্রন্থের ১নং হাসিয়াতে এসেছে, হুযূরে পাকের বেলাদতের রজনী সহস্র ক্বদরের রজনীর চেয়েও শ্রেষ্টতম। কেননা লাইলাতুল ক্বদরের মর্যাদা বৃদ্ধি পেয়েছে কেবল কোরানে পাকের অবতরন হওয়ার দ্বরুন এবং শবে বেলাদতের মর্যাদা বৃদ্ধি পেয়েছে স্বয়ং রাহমাতুললিল আলামীনের আগমনের কারনে। এজন্য শবে বেলাদত শবে ক্বদরের চেয়ে সহশ্রগুনে বৃদ্ধি পেয়েছে।