জিকির করা স্বর্ণ-রোপাদান এমনকি জেহাদের চেয়েও উত্তম
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ زِيَادِ بْنِ أَبِي زِيَادٍ، مَوْلَى ابْنِ عَيَّاشٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ، وَأَرْفَعِهَا لِدَرَجَاتِكُمْ، وَخَيْرٍ لَكُمْ مِنْ إِعْطَاءِ الذَّهَبِ وَالْوَرِقِ، وَخَيْرٍ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا رِقَابَهُمْ وَيَضْرِبُونَ رِقَابَكُمْ؟ ذِكْرُ اللَّهِ عَزَّ وَجَلََ
-“হযরত আবু দারদা (رضي الله عنه) বলেন, রাসূলে পাক (ﷺ) বলেছেন: আমি কি তোমাদেরকে ঐ আমলের সংবাদ দিবনা যে আমল সর্বোত্তম, তোমাদের প্রভূর নিকট পবিত্রতম, তোমাদের মর্যাদা উন্নতকরণে উচ্চতম, স্বর্ণ-রোপ্য দানের চেয়েও শ্রেষ্ট এবং শত্রæর মোকাবিলা করত: তোমরা তাদের গর্দানে আঘাত করা এবং তারা তোমাদের গর্দানে আঘাত করার চেয়েও শ্রেষ্ট- সে আমল সম্পর্কে তোমাদের অবহিত করব কি? সাহাবীগণ বললেন: হ্যা ইয়া রাসূলাল্লাহ! নবীজি বললেন: সে আমল হল আল্লাহর জিকির।”
হাদিসটি হযরত আবু দারদা (رضي الله عنه) থেকে বর্ণিত, এরূপ আরো বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে ছাঈদ (رضي الله عنه) থেকে বর্ণিত রয়েছে। ৫৫৩৫৩, সুনানে ইবনে মাজাহ, কিতাবুল আদাব, ২৬৮ পৃ: হাদিস নং ৩৭৯০; তিরমিজি শরিফ, ২য় জি: ১৭৫ পৃ: হাদিস নং ৩৩৭৭; মুসনাদে আহমদ, ৬ষ্ঠ খন্ড, ৪৪৭০ পৃ: হাদিস নং ২৭৫২৫; ইমাম ছিয়তী: জামেউল আহাদিছ, ৩য় খন্ড, ৩৩৯ পৃ:; মেসকাত শরীফ, ১৯৮ পৃ:; মুস্তাদরাকে হাকেম, ১ম খন্ড, ৪৯৬ পৃ: হাদিস নং ১৮২৫; ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, ১ম খন্ড, ৩৩৯ পৃ: হাদিস নং ৫১৫ ইবনে উমর রা: হতে; তাফছিরে মাজহারী, ৩য় খন্ড, ৩৪৩ পৃ:; ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ৫ম খন্ড, ১৫২ পৃ:; মুয়াত্তায়ে মালেক শরীফ, ৭৩ পৃ:; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, ১ম জি: ২১৩ পৃ:; ইমাম গাজ্জালী: এহইয়াই উলুমুদ্দিন, ১ম খন্ড, ৩৮৮ পৃ:;
এই হাদিস সম্পর্কে ইমাম হাকেম নিছাপুরী (র:) বলেন,
هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ-“এই হাদিসের সনদ বিশুদ্ধ।” ৫৫৪৫৪, হাকেম, ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, ১ম খন্ড, ৩৪০ পৃ: হাশিয়া;
তিরমিজি শরীফের তাহকিকে লা-মাজহাবী নাছিরুদ্দিন আলবানী হাদিসটিকে صَحِيحُ ছহীহ্ বলেছেন। সুতরাং হাদিসখানা বিশুদ্ধ সনদের ।