আলিমগণ জান্নাতের চাবী ও নবীর খলিফা
وَقَالَ عَلَيْهِ السَّلَامُ: الْعُلَمَاءُ مَفَاتِيحُ الْجَنَّةِ وَخُلَفَاءُ الْأَنْبِيَاءِ
-“আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন: উলামাগণ বেহেস্থের চাবি ও নবীগণের খলিফা।” ৪১১১১, ইমাম ফখরুদ্দিন রাজী: তাফছিরে কবীর শরীফ, ২য় জি: ১৯০ পৃ:; নজহাতুল মাজালিছ ওয়া মুনতাখাবুন নাফাইছ, ২য় খন্ড, ২১৪ পৃ: কৃত: আব্দুর রহমান ইবনে আব্দুস সালাম আস সাফারী, ওফাত ৮৯৪ হিজরী;
আল্লামা নাবিল সাঈদ উদ্দিন সালিম র্জারাই (رَحْمَةُ الله عليه) তদীয় কিতাবে উল্লেখ করেন,
عن الحسينِ بنِ عليٍّ قالَ: قالَ رسولُ اللهِ صلى الله عليه وسلم: العلماءُ مَفاتيحُ الجنةِ وخُلفاءُ الأنبياءِ.
-“হযরত হুছাইন ইবনে আলী (رضي الله عنه) বলেন, রাসূলে পাক (ﷺ) বলেছেন: আলিমগণই বেহেস্থের চাবি ও নবীগণের খলিফা।” ৪১২১২, আল ঈমাই ইলা জাওয়াইদিল আমালী ওয়াল আজাদী, হাদিস নং ১৫৬৭; তাফছিরে কবীর, ২য় খন্ড, ৪০৯ পৃ:;
ইমাম ছদরুদ্দিন আবু তাহের ছিলাফী ইস্পাহানী (رَحْمَةُ الله عليه) ওফাত ৫৭৬ হিজরী সনদসহ হাদিসটি এভাবে উল্লেখ করেছেন,
أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ رُوزَبَهْ بْنُ مُوسَى بْنِ رُوزَبَهْ بْنِ إِبْرَاهِيمَ الْخُزَاعِيُّ بِمِصْرَ أَنَا أَبُو الْحُسَيْنِ نَصْرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ نُوحٍ الشِّيرَازِيُّ أَنَا أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْقَاسِمِ الْمَحَامِلِيُّ أَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ زِيَادٍ الْمَوْصِلِيُّ الْمُقْرِئُ ثَنَا أَحْمَدُ بْنُ الْعَبَّاسِ الْعَدَدِيُّ الطَّبَرِيُّ ثَنَا إِسْمَاعِيلُ بْنُ سَعِيدٍ الْكَيْسَانِيُّ ثَنَا بَكْرُ بْنُ خِرَاشٍ عَنْ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيِّ عَنْ زَيْدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعُلَمَاءُ مَفَاتِيحُ الْجَنَّةِ وَخُلَفَاءُ الْأَنْبِيَاءِ
-“জায়েদ ইবনে আলী তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন: আলিমগণই বেহেস্থের চাবি ও নবীগণের খলিফা।” ৪১৩১৩, মুজামুছ ছাফর, হাদিস নং ২৬৪; আল ঈমাই ইলা জাওয়াইদিল আমালী ওয়াল আজাদী, হাদিস নং ১৫৬৭;
হাদিসটি ভিন্ন শব্দে আরেকটি সনদে ইমাম ইয়াহইয়া ইবনে হুছাইন ইবনে ইব্রাহিম শাজারী জুরযানী (رَحْمَةُ الله عليه) ওফাত ৪৯৯ হিজরী তদীয় কিতাবে উল্লেখ করেন,
أَخْبَرَنَا الشَّرِيفُ أَبُو عَبْدِ اللَّهُ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَسَنِ الْحَسَنِيُّ، بِقِرَاءَتِي عَلَيْهِ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْحَكَمِ، قِرَاءَةً عَلَيْهِ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلٍ الْهَاشِمِيُّ، قَالَ: حَدَّثَنَا قَاسِمُ بْنُ الضَّحَّاكِ، عَنْ رَجُلٍ قَدْ سَمَّاهُ، عَنِ الْإِمَامِ أَبِي الْحُسَيْنِ زَيْدِ بْنِ عَلِيٍّ عَلَيْهِمُ السَّلَامُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: الْعُلَمَاءُ مَصَابِيحُ الْعِلْمِ وَوَرَثَةُ الْأَنْبِيَاءِ
-“ইমাম আবীল হুছাইন জায়েদ ইবনে আলী (عليه السلام) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলে পাক (ﷺ) বলেছেন: আলিমগণ ইলিমের চেড়াগ এবং নবীগণের ওয়ারিশ।” ৪১৪১৪, তারতিবুল আমালী খামছিয়াতু লিস শাজারী, হাদিস নং ২৮৭; আল ঈমাই ইলা জাওয়াইদিল আমালী ওয়াল আজাদী, হাদিস নং ১৫৬৭;
এই হাদিসের আরেকটি সূত্র পাওয়া যায়, যেমন:-
الْعُلَمَاءُ مَصَابِيحُ الأَرْضِ وَخُلَفَاءُ الأَنْبِيَاءِ وَوَرَثَتِي وَوَرَثَةُ الأَنْبِيَاءِ (عد) عَن عَليّ.
-“আলিমগণ ইলিমের চেড়াগ ও আমার ওয়ারিছ এবং নবীগণের ওয়ারিশ। ইবনে আদী হযরত আলী (رضي الله عنه) থেকে বর্ণনা করেছেন।” ৪১৫১৫, ইমাম ছিয়তী: জামেউল আহাদিস, হাদিস নং ১৪৫০৮; ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ৭৯৯৭; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, ২৮৮৬৭৭; ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, হাদিস নং ৮৩২৪; ইমাম আজলুনী: কাশফুল খাফা, হাদিস নং ১৭৫১;
হাদিসটি ইমাম জালালুদ্দিন ছিয়তী (رَحْمَةُ الله عليه) তদীয় ‘জামেউছ ছাগীর’ গ্রন্থে বর্ণনা করেছেন আর উক্ত গ্রন্থে কোন জাল হাদিস নেই। যেমন ইমাম আজলুনী (رَحْمَةُ الله عليه) বলেন,
لكن أورد السيوطي في الجامع الصغير عن جابر بلفظ ركعتان بعمامة خير من سبعين ركعة من غير عمامة فهو غير موضوع لأن الجامع المذكور جرده مؤلفه عن الموضوع.
-“ইমাম ছিয়তী (رَحْمَةُ الله عليه) তার ‘জামেউস ছাগীর গ্রন্থে এই শব্দে হাদিসটি উল্লেখ করেছেন:- পাগড়ী সহ ২ রাকাত পাগড়ী ব্যতীত ৭০ রাকাতের সমান। এই হাদিস মওজু নয়, কারণ জামেউছ ছাগীর কিতাবে লেখক কোন মওজু হাদিস উল্লেখ করেননি।” ৪১৬১৬, ইমাম আজলুনী: কাশফুল খাফা, হাদিস নং ১৬০৩;
এই হাদিসের আরেকটি সূত্র পাওয়া যায়, যেমন:-
وروى أبو يعلى عن علي: العلماء مصابيح الأرض، وخلفاء الأنبياء، وورثتي، وورثة الأنبياء.
-“আবু ইয়ালা হযরত আলী (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, আলিমগণ জমীনের চেড়াগ ও নবীগণের খলিফা। আমার ও তাঁদের (অন্যান্য নবীগণের) খলিফা।” ৪১৭১৭, ইমাম আজলুনী: কাশফুল খাফা, হাদিস নং ১৭৪৫;
এই হাদিস সম্পর্কে ইমাম আজলুনী (رَحْمَةُ الله عليه) উল্লেখ করেন,
رواه ابن عدي عن علي رضي الله عنه. وهو حديث صحيح كما قال المناوي.
-“ইবনে আদী হযরত আলী (رضي الله عنه) থেকে ইহা বর্ণনা করেছেন। এই হাদিস ছহীহ্ যেমনটি ইমাম মানাভী (رَحْمَةُ الله عليه) বলেছেন।” ৪১৮১৮, ইমাম আজলুনী: কাশফুল খাফা, হাদিস নং ১৭৫১;
আলোচিত হাদিসের সমর্থিত আরেকটি ছহীহ্ রেওয়ায়েত পাওয়া যায়, যেমন:-
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، ح، وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ التَّيْمِيُّ، ثنا أَبُو دَاوُدَ، ثنا عَاصِمُ بْنُ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ دَاوُدَ بْنِ جَمِيلٍ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْعُلَمَاءُ خُلَفَاءُ الأَنْبِيَاءِ .
-“হযরত আবু দারদা (رضي الله عنه) বলেন, রাসূলে পাক (ﷺ) বলেছেন: আলিমগণ নবীগণের খলিফা।” ৪১৯১৯, মুসনাদে বাজ্জার, হাদিস নং ৪১৪৫; কাশফুল আসতার আনিজ জাওয়াইদিল বাজ্জার, হাদিস নং ১৩৬; ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ৫২৩;
এই হাদিস সম্পর্কে ইমাম হায়ছামী (رَحْمَةُ الله عليه) বলেন:
رَوَاهُ الْبَزَّارُ، وَرِجَالُهُ مُوَثَّقُونَ. -“ইমাম বাজ্জার (رَحْمَةُ الله عليه) এই হাদিস বর্ণনা করেছেন এর বর্ণনাকারী সকলেই বিশ্বস্ত।” ৪২০২০, ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ৫২৩;
অনুরূপ আরেকটি রেওয়াতের কথা ইমাম জালালুদ্দিন ছিয়তী (رَحْمَةُ الله عليه) ও ইমাম হিন্দী (رَحْمَةُ الله عليه) স্ব স্ব কিতাবে উল্লেখ করেছেন, যেমন:-
إِذا قَرَأَ الرَّجُلُ القُرْآنَ واحْتَشَى مِنْ أحادِيثِ رَسُولِ الله وَكانَ هُناكَ غَرِيزَةٌ كانَ خَلِيفَةً مِنْ خُلفاءِ الأنْبياءِ (الرَّافِعِيّ فِي تَارِيخه) عَن أبي أُمَامَة.
-“যখন কোন ব্যক্তি কোরআন পাঠ করে ও রাসূল (ﷺ) এর হাদিসের ব্যাপারে ভয় করে তখন তার মধ্যে গাজিজা পয়দা হয়। আর তখন সে নবীগণের খলিফা হয়ে যায়।” ইমাম রাফেয়ী (رَحْمَةُ الله عليه) তাঁর তারিখের কিতাবে হযরত আবু উমামা (رضي الله عنه) থেকে ইহা বর্ণনা করেছেন।” ৪২১২১, ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ১৩৫১; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ২৮৬৯৪;
এর সমর্থিত আরেকটি রেওয়ায়েত সনদ সহকারে রয়েছে, যেমন:-
أَخْبَرَنَا الْقَاضِي أَبُو الْعَبَّاسِ الْبَسْطَامِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ زِيَادٍ العَدلُ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جبلة الْهَرَوِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الْمَدَنِيُّ الزُّهْرِيُّ، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: حَمَلَةُ الْعِلْمِ فِي الدُّنْيَا خُلَفَاءُ الأَنْبِيَاءِ، وَفِي الآخِرَةِ مِنَ الشُّهَدَاءِ.
-“হযরত ইবনে উমর (رضي الله عنه) বর্ণনা করেন, রাসূলে পাক (ﷺ) বলেছেন: পৃথিবীতে ইলিম বহনকারী নবীগণের খলিফা এবং আখেরাতে শহিদদের অন্তর্ভূক্ত হবে।”
৪২২২২, তারিখে বাগদাদ, ৬ষ্ঠ খন্ড, ৩০ পৃ:; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ২৮৮১; ইলালু মুতানাহিয়া ফি আহাদিছিল ওয়াহিয়া, হাদিস নং ৮২;
অতএব, উলামাগণ জমীনের চেড়াগ, জান্নাতের চেড়াগ ও ইলিমের চেড়াগ এবং নবীগণের খলিফা এই কথাগুলো একাধিক সূত্রে বর্ণিত রেওয়ায়েত থেকে প্রমাণিত।