ইলিম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ

حدثنا هشام بن عمار قال: حدثنا حفص بن سليمان، حَدَّثنا كَثِيرُ بْنُ شِنْظِيرٍ، عَن ابْنِ سِيرِينَ، عَن أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ.

-“হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।” ৩৫৯ ৫৯,  ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, ২য় খন্ড, ৭২৪ পৃ: হযরত আনাছ (رضي الله عنه) থেকে ৬ টি সনদে উল্লেখ আছে; মুসনাদে আবী ইয়ালা, হাদিস নং ২৮৪৭; ইমাম তাবারানী তাঁর ‘আওছাতে’ আনাস (رضي الله عنه) থেকে, ২য় খন্ড, ৪৮ পৃ: ও ৬ষ্ঠ খন্ড, ২১৯, ২৯৮ ও ২৩১ পৃ:; খতিবে বোগদাদী তাঁর তারিখে, ১ম খন্ড, ৪০৭ পৃ:; সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২২৪; মুসনাদে বাজ্জার, হাদিস নং ৬৭৪৬; মেসকাত শরীফ ইলিম অধ্যায়ে হাদিস নং ২১৮; ইমাম ইবনে আদী তাঁর ‘কামিলে’ ৫ম খন্ড, ২৪২ পৃ:; ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৯; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, ১০ম খন্ড, ৫৭-৬০ পৃ: এরূপ মোট ৮টি হাদিস বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত রয়েছে; হাফিজ ইমাম উকাইলী (র:) তাঁর ‘কিতাবুদ দ্বোয়াফায়’ ইবনে উমর (رضي الله عنه) থেকে; ইমাম আবু নুয়াইম তাঁর ‘হুলিয়াতে’ ৮ম খন্ড, ৩২৩ পৃ:; ইমাম আজলুনী: কাশফুল খফা, ২য় খন্ড, ৫৬ পৃ:; হা: নং ১৬৬৫;

এই হাদিসটি হযরত আনাস (رضي الله عنه) থেকে ابْنِ سِيرِينَ ‘ইবনে সিরিন’ ব্যতীত আরেকটি সূত্রে বর্ণিত আছে। যেমন,
نا عَبْدُ الرَّحْمَنِ، نا حَجَّاجُ بْنُ نُصَيْرٍ، نا الْمُثَنَّى بْنُ دِينَارٍ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“মুছান্না ইবনে দিনার সূত্রে- হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৬০৬০,  মুজামে ইবনে আরাবী, হাদিস নং ২০৯৫;

এই হাদিসটি হযরত আনাস (رضي الله عنه) থেকে ابْنِ سِيرِينَ ‘ইবনে সিরিন’ ব্যতীত আরেকটি সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بِشْرِ بْنِ حَبِيبٍ الْبَيْرُوتِيُّ قَالَ: نا مُحَمَّدُ بْنُ مُصَفَّى قَالَ: نا الْعَبَّاسُ بْنُ إِسْمَاعِيلَ الْهَاشِمِيُّ قَالَ: نا الْحَكَمُ بْنُ عَطِيَّةَ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“আছিম আহওয়াছ সূত্রে- হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৬১৬১, ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ২০০৮;

এই হাদিসটি হযরত আনাস (رضي الله عنه) থেকে ابْنِ سِيرِينَ ‘ইবনে সিরিন’ ব্যতীত আরেকটি সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا أَبُو مُسْلِمٍ قَالَ: نا مَالِكُ بْنُ زِيَادٍ الْكُوفِيُّ قَالَ: نا حِبَّانُ بْنُ عَلِيٍّ قَالَ: نا مُسْتَلِمُ بْنُ سَعِيدٍ، عَنْ زِيَادِ بْنِ مَيْمُونٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“যিয়াদ ইবনে মায়মুন সূত্রে- হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৬২৬২,  ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ২৪৬২;

এই হাদিসটি হযরত আনাস (رضي الله عنه) থেকে ابْنِ سِيرِينَ ‘ইবনে সিরিন’ ব্যতীত আরেকটি সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا مُوسَى بْنُ سَهْلٍ، نا أَبُو تَقِيٍّ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، ثَنَا الْمُعَافَى بْنُ عِمْرَانَ التُّجِيبِيُّ، نا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ الْأَيْلِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“ইমাম যুহুরী সূত্রে- হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।” ৬৩,  ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৮৩৮১;

এই হাদিসটি হযরত আনাস (رضي الله عنه) থেকে ابْنِ سِيرِينَ ‘ইবনে সিরিন’ ব্যতীত আরেকটি সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا أَبُو الْجَارُودِ مَسْعُودُ بْنُ مُحَمَّدٍ الرَّمْلِيُّ، ثَنَا عِمْرَانُ بْنُ هَارُونَ الصُّوفِيُّ، ثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবী ত্বলহা সূত্রে- হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৬৪৬৪,  ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ২০৮৪;

এই হাদিসটি হযরত আনাস (رضي الله عنه) থেকে ابْنِ سِيرِينَ ‘ইবনে সিরিন’ ব্যতীত আরেকটি সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ عَبْدُ الْوَارِثِ بْنُ إِبْرَاهِيمَ الْعَسْكَرِيُّ، ثَنَا مُحَمَّدُ بْنُ جَامِعٍ الْعَصَّارُ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْقُرَشِيُّ، عَنْ أَبِي نُعَيْمٍ الْخُرَاسَانِيِّ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“মাকহুল (رَحْمَةُ الله عليه‎‎) এর সূত্রে- হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৬৫৬৫, ইমাম তাবারানী: মুসনাদে শামেঈন, হাদিস নং ৩৩৭৫;

এই হাদিসটি হযরত আনাস (رضي الله عنه) থেকে  ابْنِ سِيرِينَ‘ইবনে সিরিন’ ব্যতীত আরেকটি সূত্রে বর্ণিত আছে,
أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الْمُقْرِئُ، أخبرنا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حدثنا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الْقَاضِي، حدثنا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حدثنا حَسَّانُ بْنُ سِيَاهٍ، حدثنا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“হযরত ছাবেত (رَحْمَةُ الله عليه‎‎) এর সূত্রে- হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৬৬৬৬, ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ১৫৪৫; হাফিজ ইবনে আব্দিল র্বার জামেউল বায়ানুল ইলমে ওয়া ফাদ্বলিহী, হাদিস নং ১৫;

এই হাদিসটি হযরত আনাস (رضي الله عنه) থেকে ابْنِ سِيرِينَ ‘ইবনে সিরিন’ ব্যতীত আরেকটি সূত্রে বর্ণিত আছে,
وَأَخْبَرَنَا خَلَفُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الْحَسَنِ بِدِمَشْقَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْحَسَنِ أَحْمَدُ بْنُ عُمَيْرِ بْنِ يُوسُفَ، ثنا أَبُو التَّقِيِّ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، نا الْمُعَافَى بْنُ عِمْرَانَ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنِي حُسَامُ بْنُ مِصَكٍّ، عَنْ مُسْلِمٍ الْأَعْوَرِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“মুসলীম আওয়াজী এর সূত্রে- হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৬৭৬৭,  হাফিজ ইবনে আব্দিল র্বার জামেউল বায়ানুল ইলমে ওয়া ফাদ্বলিহী, হাদিস নং ১৯;

এই হাদিসটি হযরত আনাস (رضي الله عنه) থেকে ابْنِ سِيرِينَ ‘ইবনে সিরিন’ ব্যতীত আরেকটি সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا سُرَيْجٌ، حَدَّثَنَا أَبُو حَفْصٍ الْأَبَّارُ، عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ الشَّامِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ 
-“হযরত কাতাদা (رَحْمَةُ الله عليه‎‎) এর সূত্রে- হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ)  বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৬৮৬৮, মুসনাদে আবী ইয়ালা, হাদিস নং ২৯০৩; আমালী ইবনে ছামউন, ১ম খন্ড, ৯৯ পৃ:;

এই হাদিসটি হযরত আনাস (رضي الله عنه) থেকে ابْنِ سِيرِينَ ‘ইবনে সিরিন’ ব্যতীত আরেকটি সূত্রে বর্ণিত আছে,
حَدَّثنا مُحَمد بْنُ مَعْمَر الْبَحْرَانِيُّ، حَدَّثنا أَبُو عَاصِم، عن إبراهيم بن سلام عن حماد، يعني ابن أبي سُلَيْمان عن إبراهيم، يعني: النخعي، عَن أَنَس بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: طَلَبُ الْعِلْمِ فريضة على كل مسلم.
-“হযরত ইব্রাহিম নাখয়ী (رَحْمَةُ الله عليه‎‎) এর সূত্রে- হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৬৯৬৯, মুসনাদে বাজ্জার, হাদিস নং ৭৪৭৮;

অতএব, উক্ত হাদিসটি হযরত আনাস (رضي الله عنه) থেকে মোট ১১টি সূত্রে বর্ণিত হয়েছে, ফলে সবকটি সূত্র একত্রিত হয়ে অবশ্যই ক্বাবী বা শক্তিশালী রেওয়ায়েত হিসেবে স্বীকৃতি পাবে। এবার আরো কিছু সূত্র দেখব যেগুলো হযরত আনাস (رضي الله عنه) ছাড়াও অন্যান্য সাহাবীগণ এই হাদিস বর্ণনা করেছেন। যেমন হাদিসটি ইহার একটি সূত্র হল,
حَدَّثَنَا الْهُذَيْلُ بْنُ إِبْرَاهِيمَ الْجُمَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الزُّهْرِيُّ، عَنْ حَمَّادِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৭০৭০, মুজামে আবু ইয়ালা মুছেলী, হাদিস নং ৩২০; ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ১০৪৩৯;

হাদিসটি আরেকজন সাহাবী থেকেও বর্ণিত আছে,
نا مُحَمَّدُ بْنُ خَلَفٍ، نا يَحْيَى بْنُ هَاشِمٍ، نا مِسْعَرُ بْنُ كِدَامٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“হযরত আবু সাঈদ খুদরী (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৭১৭১,  মুজামে ইবনে আরাবী, হাদিস নং ৩১২; ইমাম তাবারাবী: মুজামুল আওছাত, হাদিস নং ৮৫৬৭;

হাদিসটি আরেকজন সাহাবী থেকেও বর্ণিত আছে,
حَدَّثَنَا ابْنُ يَحْيَى بْنِ أَبِي الْعَبَّاسِ الْخُوَارِزْمِيُّ قَالَ: نا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي ثَابِتٍ الْمَدِينِيُّ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي ثَابِتٍ قَالَ: نا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُسَيْنٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“হযরত হুছাইন (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৭২৭২,  ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ২০৩০; ইমাম তাবারানী: মুজামুছ ছাগীর, হাদিস নং ৬১;

হাদিসটি আরেকজন সাহাবী থেকেও বর্ণিত আছে,
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الرَّازِيُّ قَالَ: نا حَفْصُ بْنُ عُمَرَ الْمِهْرِقَانِيُّ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، عَنْ أَيُّوبَ بْنِ عَائِذٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৭৩৭৩,  ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৪০৯৬; ফাওয়াইদে তামাম, হাদিস নং ৫৩;

হাদিসটি আরেকজন সাহাবী থেকেও বর্ণিত আছে,
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ يَزِيدَ بْنِ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَسَدٍ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْحُسَيْنِ دِيزِيلُ ثنا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْمَلِكِ الْأَنْصَارِيِّ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“হযরত জাবের (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৭৪৭৪, মুজামে ইবনে মুকরী, হাদিস নং ৮৩৯;

হাদিসটি আরেকজন সাহাবী থেকেও বর্ণিত আছে,
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ هِشَامٍ الْكِنْدِيُّ ابْنُ بِنْتِ عَدَبَّسٍ، ثنا يَزِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الصَّمَدِ عَنْ يَحْيَى بْنِ صَالِحٍ الْوَحَاظِيِّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
-“হযরত ইবনে উমর (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।”  ৩৭৫৭৫,  ফাওয়াইদে তামাম, হাদিস নং ৫১;

হযরত আনাস (رضي الله عنه) সহ মোট ৭জন সাহাবী থেকে হাদিস বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। যা উসুলে হাদিস মোতাবেক আরো ক্বাবী বা শক্তিশালী হবে। যেমন আল্লামা মোল্লা আলী ক্বারী (رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন, 
لَكِنَّ كَثْرَةَ الطُّرُقِ تَدُلُّ عَلَى ثُبُوتِهِ وَيَقْوَى بَعْضُهُ بِبَعْضٍ. -“কিন্তু এর অনেক গুলো সূত্র রয়েছে যা এক অপরকে শক্তিশালী প্রমাণ করেছে।”  ৩৭৬৭৬,  ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ২১৮ নং হাদিসের ব্যাখ্যায়;

হাফিজুল হাদিস ইমাম ইরাকী (رَحْمَةُ الله عليه‎‎) এর অভিমত, 
قَالَ الْعِرَاقِيُّ. قَدْ صَحَّحَ بَعْضُ الْأَئِمَّةِ بَعْضَ طُرُقِهِ، -“ইরাকী বলেন: কিছু আইম্মাগণ এর কোন কোন সূত্রকে ছহীহ্ বলেছেন।”  ৩৭৭৭৭, ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ২১৮ নং হাদিসের ব্যাখ্যায়;

ইমাম মানাভী (رَحْمَةُ الله عليه‎‎) বলেন: 
وَأَسَانِيده ضَعِيفَة لَكِن تقوى بِكَثْرَة طرقه -“এর প্রত্যেকটি সনদ দুর্বল কিন্তু প্রচুর সূত্র থাকার কারণে ইহা শক্তিশালী হয়েছে।”  ৩৭৮৭৮, আল্লামা মানাভী: আত তাইছির বি’শরহে জামেইছ ছাগীর, ২য় খন্ড, ১১৫ পৃ:;

আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বদরুদ্দিন যারাকসী শাফেয়ী (رَحْمَةُ الله عليه‎‎) ওফাত ৭৯৪ হিজরী এবং ইমাম জালালুদ্দিন ছিয়তী (رَحْمَةُ الله عليه‎‎) বলেন: فَالْحَدِيث حسن -“এই হাদিস হাছান।”  ৩৭৯৭৯, আত তাজকিরা ফি আহাদিছিল মুশতাহিরা, ১ম খন্ড, ৪২ পৃ:; আদ দুরারুল মুনতাশিরা ফি আহাদিছিল মুশতাহিরা, হাদিস নং ২৮৩;

আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী (رَحْمَةُ الله عليه‎‎) বলেন: وهو حسن. 
-“ইহা হাছান।”  ৩৮০৮০,  ইমাম আজলুনী: কাশফুল খাফা, ২য় খন্ড, ৪৯ পৃ:;

স্বয়ং নাছিরুদ্দিন আলবানীও মেসকাতের তাহকিকে হাদিসটিকে ‘হাছান’ বলেছে। এছাড়াও উল্লেখিত কিতাব গুলো সহ অন্য কিতাবেও হাদিসটি উল্লেখ রয়েছে। অতএব, এই হাদিস অবশ্যই নির্ভরযোগ্য।
Top