প্রিয় নবীজির চরিত্র মোবারক হচ্ছে কোরআন
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْقَطِيعِي، ثنا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي أَبِي، ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعِيدِ بْنِ هِشَامٍ، أَنَّهُ دَخَلَ مَعَ حَكِيمِ بْنِ أَفْلَحَ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَسَأَلَهَا فَقَالَ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَنْبِئِينِي عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَتْ: أَلَيْسَ تَقْرَأُ الْقُرْآنَ؟ قَالَ: بَلَى، قَالَتْ: فَإِنَّ خُلُقَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنُ هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ
-“হযরত সাঈদ ইবনে হিশাম হতে বর্ণিত, নিশ্চয় হাকিম ইবনে আফলাহ এর সাথে মা আয়েশা (رضي الله عنه) এর কাছে গেলাম। তাঁকে জিজ্ঞাসা করলাম ওহে আম্মাজান! হে উম্মুল মু’মিনীন! আমাদেরকে রাসূলে পাক (ﷺ) এর চরিত্র সম্পর্কে বলুন। মা আয়েশা (رضي الله عنه) বললেন, তোমরা কি কুরআন সম্পর্কে জান? তাঁরা বলল হ্যাঁ। তিনি বললেন, নবীজির চরিত্র হল পবিত্র কোরআনের মত।” ৫৫২৫২, ছহীহ্ মুসলীম, হাদিস নং ৭৪৬; মুস্তাদরাকে হাকেম শরিফ, ৪র্থ খন্ড, ১৫৮১ পৃ: হাদিস নং ৪২২২; মুসনাদে আহমদ, ৬ষ্ঠ খন্ড, ১১৪ পৃ: হাদিস নং ২৪২৬৯; ইমাম নাসাঈ: সুনানে কুবরা, হাদিস নং ৪২৪; নাসাঈ শরীফ, হাদিস নং ১৬০১; ছহীহ্ ইবনে খুজাইমা, হাদিস নং ১১২৭; ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ১৩৫৯; ইমাম বায়হাক্বী: সুনানে কুবরা, হাদিস নং ৪৩০৮; তিরমিজি শরিফ, হাদিস নং ৩৭৪; সুনানে আবী দাউদ, হাদিস নং ৫৬; সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১১৫০; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ১৮৩৭৮, ১৮৭১৮;
ইহা ছহীহ্ মুসলীমের হাদিস তাই ইহার সনদ নিয়ে কথা বলার প্রয়োজন মনে করছিনা।