শয়তান মানুষের রক্তের সাথে চলাফেরা করে
حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالৃقَالَ: إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ ابْنِ آدَمَ مَجْرَى الدَّمِ
-“হযরত আনাস ইবনে মালেক (رضي الله عنه) বলেন, রাসূলে পাক (ﷺ) বলেছেন: শয়তান আদম সন্তানের রক্ত চলাচলের শিরা-উপশিরায় চলাচল করে।” ৫২৪২৪, ছহীহ্ বুখারী শরীফ, হা: নং ৩২৮১; ছহীহ্ মুসলীম শরীফ, হা: নং ২১৭৪; সুনানে ইবনে মাজাহ শরিফ, ১২৭ পৃ: হাদিস নং ১৭৭৯; মুসনাদে আহমদ, হাদিস নং ১৪০৪২; সুনানে আবু দাউদ, হাদিস নং ২৪৭০; তিরমিজি শরীফ, হাদিস নং ১১৭২; ইমাম নাসাঈ: সুনানে কুবরা, হাদিস নং ৩৩৪৩; ছহীহ্ ইবনে খুজাইমা, হাদিস নং ২২৩৩; ইমাম তাহাবী: শরহে মুশকিলুল আছার, হাদিস নং ১০৮; মুজামে ইবনে আরাবী, হাদিস নং ১৮৭৪; ছহীহ্ ইবনে হাব্বান, হাদিস নং ৩৬৭১; ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৮৯৮৪; ইমাম গাজ্জালী: মুকাশাফাতুল কুলুব, ২৩ পৃ:;
এই হাদিস ছহীহ্ বুখারীর হাদি, তাই ইহার সনদ নিয়ে আলোচনার প্রয়োজন মনে করছি না।