মুজাদ্দেদ প্রেরণের হাদিস
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ شَرَاحِيلَ بْنِ يَزِيدَ الْمُعَافِرِيِّ، عَنْ أَبِي عَلْقَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، فِيمَا أَعْلَمُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ يَبْعَثُ لِهَذِهِ الْأُمَّةِ عَلَى رَأْسِ كُلِّ مِائَةِ سَنَةٍ مَنْ يُجَدِّدُ لَهَا دِينَهَا
-“হযরত আবু হুরায়রা (رضي الله عنه) বলেন, আমার জানামতে রাসূল (ﷺ) বলেছেন: নিশ্চয় আল্লাহ প্রতি শতাব্দিতে একজন সংস্কারক (মুজাদ্দেদ) প্রেরণ করেন ও করবেন, যিনি বা যারা দ্বীনের সংস্কার করবেন।” ৪৯৫৯৫, সুনানে আবী দাউদ, ২য় জি: ৫৮৯ পৃ: হাদিস নং ৪২৯১; মুস্তাদরাকে হাকেম, ৮ম খন্ড, ৩০৬২ পৃ: হাদিস নং ৮৫৯২; ইমাম বায়হাক্বী: মারেফাতুস সুনান ওয়াল আছার, হাদিস নং ৪২২; কানজুল উম্মাল, ১২ তম খন্ড, ৮৮ পৃ:; মুসনাদে ফেরদৌস, হাদিস নং ৫৩২; ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ১ম খন্ড, ৪৬১ পৃ:; ইমাম আসকালানী: ফাতহুল বারী শরহে বুখারী, ১৩তম খন্ড, ২৯৫ পৃ:; মেসকাত শরীফ, ৩৬ পৃ:; তাফছিরে দূর্রে মানছুর, ১ম খন্ড, ৩২১ পৃ:; ইমাম ছিয়তী: জামেউল আহাদিছ, ২য় খন্ড, ৩০০ পৃ:; ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ৩৫৪৩; ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, হাদিস নং ২৭৫৫; ইমাম আজলুনী: কাশফুল খফা, ১ম খন্ড, ২৮২ পৃ:; ইমাম ইবনে আদী, ১ম খন্ড, ১২৩ পৃ:; ইমাম তাবারানী: মুজামুল আওছাতে, হাদিস নং ৬৫২৭; ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানা, ১৬১ পৃ:;
এই হাদিস সম্পর্কে আল্লামা আজলুনী ও ইমাম ছাখাবী (رَحْمَةُ الله عليه) বলেন:
وقد أخرجه الطبراني في الأوسط كالأول وسنده صحيح، ورجاله كلهم ثقات، وكذا صححه الحاكم
-“ইমাম তাবারানী (رَحْمَةُ الله عليه) তাঁর আওছাতে হাদিসটি আবু হুরায়রা (رضي الله عنه) হতে এরূপ উল্লেখ করেছেন। এই সনদ ছহীহ্ এবং এর সনদের সকল রাবী বিশ্বস্ত। যেমন ইমাম হাকেম (رَحْمَةُ الله عليه) ছহীহ্ বলেছেন।” ৪৯৬৯৬, ইমাম আজলুনী: কাশফুল খফা, ১ম খন্ড, ২১৬ পৃ:; ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানাহ, ১৬১ পৃ:;
আল্লামা আবু আব্দুর রহমান হাউত আশ-শাফেয়ী (رَحْمَةُ الله عليه) উল্লেখ করেন,
رَوَاهُ أَبُو دَاوُد وَغَيره، وَصَححهُ الْحَاكِم، وَقَالَ الزين الْعِرَاقِيّ: سَنَده صَحِيح.
-“ইমাম আবু দাউদ (رَحْمَةُ الله عليه) ও অন্যান্যরা এই হাদিস বর্ণনা করেছেন। ইমাম হাকেম (رَحْمَةُ الله عليه) একে ছহীহ্ বলেছেন এবং যায়নুল ইরাকী (رَحْمَةُ الله عليه) বলেছেন: এর সনদ ছহীহ্।” ৪৯৭৯৭, আসানিল মাতালিব, হাদিস নং ৩২৫;
এই হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম জালালুদ্দিন ছিয়তী (رَحْمَةُ الله عليه) ‘জামেউল আহাদিস’ গ্রন্থে বলেন: قال الزين العراقى وغيره: سنده صحيح.
-“আল্লামা যায়নুদ্দিন ইরাকী ও অন্যান্যরা বলেছেন: এর সনদ ছহীহ্।” আল্লামা মোল্লা আলী ক্বারী (رَحْمَةُ الله عليه) বলেন,
(رَوَاهُ أَبُو دَاوُدَ) وَالطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ، وَسَنَدُهُ صَحِيحٌ وَرِجَالُهُ كُلُّهُمْ ثِقَاتٌ، وَكَذَا صَحَّحَهُ الْحَاكِمُ.
-“ইমাম আবু দাউদ ও ইমাম তাবারানী তাঁর ‘আওছাত’ গ্রন্থে ইহা বর্ণনা করেছেন। আর এর সনদ ছহীহ্, বর্ণনাকারী সকলেই বিশ্বস্ত। যেমনটি ইমাম হাকেম (رَحْمَةُ الله عليه) ছহীহ্ বলেছেন।” ৪৯৮৯৮, ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ২৪৭ নং হাদিসের ব্যাখ্যায়;
আল্লামা আব্দুর রউফ মানাভী (رَحْمَةُ الله عليه) বলেন:
والبيهقيّ فِي الْمعرفَة عَن أبي هُرَيْرَة بِإِسْنَاد صَحِيح -“ইমাম বায়হাক্বী (رَحْمَةُ الله عليه) তাঁর মারেফা গ্রন্থে হযরত আবু হুরায়রা (رضي الله عنه) থেকে ছহীহ্ সনদে বর্ণনা করেছেন।” ৪৯৯৯৯, আল্লামা মানাভী: আত তাইছির বি’শরহে জামেইছ ছাগীর, ১ম খন্ড, ২৬৭ পৃ:;
অতএব, এই হাদিস ছহীহ্।
-------------------------------