আশুরার দিন রোজা সম্পর্কে
وحدثنا الحسن بن علي الحلواني، حدثنا ابن أبي مريم، حدثنا يحيى بن أيوب، حدثني إسماعيل بن أمية، أنه سمع أبا غطفان بن طريف المري، عَن ابْنِ عَبَّاسٍ قَالَ: حِينَ صَامَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ يُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لأصومن التَّاسِع
-“হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) আশুরার রোজা রাখলেন ও রোজা রাখার জন্য নির্দেশ দিতেন। সাহাবীগণ বললেন ইয়া রাসূলাল্লাহ! এই দিনকে’ত ইহুদী ও নাছারারা সম্মান করে! তখন রাসূল (ﷺ) বললেন: যদি আমি আগামী বছর পর্যন্ত বেচে থাকি নিশ্চয় আমি নবম তারিখেও রোজা রাখব।”
৫৮২৮২, ছহীহ্ মুসলীম শরিফ, হাদিস নং ১১৩৪; মেসকাত শরিফ, ১৭৮ পৃ:; ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ১০৭৮৫; ইমাম বায়হাক্বী: ফাদ্বাইলে আওকাত, হাদিস নং ২৪০; ইমাম বাগভী: শরহে সুন্নাহ, হাদিস নং ১৭৮৭; ইমাম বায়হাক্বী: সুনানে ছগীর, হাদিস নং ১৪১৪; ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ৪র্থ খন্ড, ৪৬৯ পৃ:; সুনানে আবি দাউদ, হা: নং ২৪৪৫; তিরমিজি শরীফ, ১ম জি: ১৫৮ পৃ:;
হাদিসটি ছহীহ্ বুখারীসহ বহু সংখ্যক কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে, তাই ইহার সনদ নিয়ে আলোচনার প্রয়োজন মনে করছি না।