আলিমগণ নবীর ওয়ারিছ
وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ،
-“আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন: আলিমগণ নবীদের ওয়ারিছ (উত্তরাধিকারী)।” ৪৮৩৮৩,  সুনানে আবী দাউদ, হা: নং ৩৬৪১; তিরমিজি শরিফ, ২৬৮২ নং হা:; সুনানে ইবনে মাজাহ, হা: নং ২২৩; মুসনাদে আহমদ, ৫ম খন্ড, ১৯৬ পৃ:; ইমাম তাহাবী: শরহে মুশকিলুল আছার, হাদিস নং ৯৮২; মুজামে ইবনে আরাবী, হাদিস নং ১৬০৯; ছহীহ্ ইবনে হিব্বান, ১ম খন্ড, ২৮৯ পৃ:; ইমাম তাবারানী: মুসনাদে শামেঈন, হাদিস নং ১২৩১; মুসনাদে শিহাব, হাদিস নং ৯৭৫; ইমাম বায়হাক্বী: আল আদাব, হাদিস নং ৮৬২; ইমাম বায়হাক্বী: মাদখাল, হাদিস নং ৩৪৭; তাফছিরে রুহুল মায়ানী, ১৬ তম খন্ড, ৬২৭ পৃ:; তাফছিরে রুহুল বয়ান, ৫ম খন্ড, ৫৮৫ পৃ:; ইমাম গাজ্জালী: মুকাশাফাতুর কুলুব, ১ম খন্ড;

সনদ সহকারে হাদিসটি নিম্নরূপ,
حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، سَمِعْتُ عَاصِمَ بْنَ رَجَاءِ بْنِ حَيْوَةَ، يُحَدِّثُ عَنْ دَاوُدَ بْنِ جَمِيلٍ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ، قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ، فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ، فَقَالَ: يَا أَبَا الدَّرْدَاءِ: إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي، أَنَّكَ تُحَدِّثُهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ، قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:ৃ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ، كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ، وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا، وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ، 
-“কাছির ইবনে কায়েছ বলেন, আমি দামেস্কের মসজিদে হযরত আবু দারদা (رضي الله عنه) এর সাথে বসা ছিলাম। অত:পর এক ব্যক্তি এসে বললেন: আমি রাসূলের শহর থেকে আপনার কাছে এসেছি, আমার কাছে একটি হাদিস পৌছেছে যা আপনি রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেছেন, যে কারণে আমি এসেছি: আবু দারদা (رضي الله عنه) বলেন: আমি রাসূল (ﷺ) কে বলতে শুনেছি: আবেদ বান্দার উপর আলিমের মর্যাদা হল সমস্থ তারকারাজীর উপর চাঁদের মত। আর নিশ্চয় আলিমগণ নবীর ওয়ারিশ, নবীগণ কোন দিরহাম ও দিনার রেখে যান না, তাঁদের পরিত্যাক্ত সম্পদ হল ‘ইলিম’।”
এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি (رَحْمَةُ الله عليه‎‎) বলেন,
وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ مَحْمُودِ بْنِ خِدَاشٍ، وَرَأْيُ مُحَمَّدِ بْنِ إِسْمَاعِيلَ هَذَا أَصَحُّ 
-“মাহমুদ ইবনে খাদাশ এর এই রেওয়ায়েত অধিক ছহীহ্, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী (رَحْمَةُ الله عليه‎‎) বর্ণনা করেছেন, এই হাদিস ছহীহ্।”
এই হাদিস সম্পর্কে ‘তাফছিরে রুহুল মাআনী’ এর হাশিয়ায় উল্লেখ আছে: إِسْنَادُهُ صَحِيحٌ -“এই হাদিসের সনদ ছহীহ্।”  ৪৮৪৮৪,  রুহুল মাআনী, ১৬তম জি: ৬২৭ পৃ:;
Top