উম্মতে মুহাম্মদীর সওয়াব ১০-৭০০ গুণ পর্যন্ত বাড়ানো হবে

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، أنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ، الْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ قَالَ اللَّهُ: إِلَّا الصِّيَامَ، فَهُوَ لِي، وَأَنَا أَجْزِي بِهِ،

-“হযরত আবু হুরায়রা (رضي الله عنه) বর্ণনা করেন, রাসূল (ﷺ) বলেছেন: মানব সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে; প্রত্যেক নেক আমল বাড়ানো হয়ে থাকে ১০ গুন থেকে ৭০০ গুন পর্যন্ত। আল্লাহ তা’আলা বলেন: রোজা ব্যতীত। কেননা রোজা আমার জন্য আর আমিই ইহার প্রতিদান দেব।”  ৫৮০৮০,  ছহীহ্ বুখারী শরিফ, ১ম জি: ২৫৪ পৃ:, হা: নং ১৯০৪; ছহীহ্ মুসলীম, হাদিস নং ১১৫১; মেসকাত শরিফ, ১৭৩ পৃ: হাদিস নং ১৯৫৯; ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ৪র্থ খন্ড, ৩৮৯ পৃ:; তিরমিজি তাঁর সুনানে, হা: নং ৭১৪; সুনানে নাসাঈ শরিফ, হা: নং ২২১৫; সুনানে ইবনে মাজাহ শরিফ, হা: নং ১৬৩৮; ছহীহ্ ইবনে খুজাইমা, হাদিস নং ১৮৯৭; ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ১৯৪২; সুনানে দারেমী, ২য় খন্ড, ৪০ পৃ:; ইমাম তাবারানী: মুসনাদে শামেইন, হাদিস নং ১২৩; মুসনাদে আহমদ, ২য় খন্ড, ২৬৬ পৃ:; ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ৩৩০; ইমাম বায়হাক্বী: সুনানে কুবরা, হাদিস নং ৮৩৩২; গাউছে পাক: ছেররুল আছরার, ১২৬ পৃ:;

হাদিসটি ছহীহ্ বুখারীসহ বহু সংখ্যক কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে, তাই ইহার সনদ নিয়ে আলোচনার প্রয়োজন মনে করছি না।
Top