জিব্রাইল (عليه السلام) ও আল্লাহর মাঝে ৭০টি নূরের পর্দা
وَعَن زُرَارَة بن أوفى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِجِبْرِيلَ: هَلْ رَأَيْتَ رَبَّكَ؟ فَانْتَفَضَ جِبْرِيلُ وَقَالَ: يَا مُحَمَّدُ إِنَّ بَيْنِي وَبَيْنَهُ سَبْعِينَ حِجَابًا مِنْ نُورٍ لَوْ دَنَوْتُ مِنْ بَعْضِهَا لاحترقت. هَكَذَا فِي المصابيح
-“হযরত যুরারা ইবনে আওফা (رضي الله عنه) হতে বর্ণিত রাসূল (ﷺ) একদা জিব্রাইল (عليه السلام) কে জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার রবকে দেখেছেন? এই কথা শুনে জিব্রাইল কেঁপে উঠলেন এবং বললেন ইয়া মুহাম্মদ! আমার ও তাঁর মাঝে ৭০টি নূরের পর্দা রয়েছে। যদি আমি ওহার কোন একটির নিকটবর্তী হই, তবে আমি জ্বলে যাইব।” ৪৮৭৮৭, ইমাম দারেমী: রদ্দে আলা জাহমিয়াতে, হাদিস নং ১১৯; মেসকাত শরিফ, ৫১০ পৃ: হাদিস নং ৫৭২৯; ইমাম তাবারানী: মু’জামুল আওছাত, হাদিস নং ৬৪০৭; ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ১০ম খন্ড, ৪১০ পৃ:; ইমাম বাগভী: মাসাবীহুছ ছুন্নাহ কিতাবে, হা: নং ৪৪৫৭; ইমাম আবু নুয়াইম তাঁর ‘হুলিয়া’ কিতাবে আনাস রা: হতে; ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, ১ম জি: ২৮৩ পৃ: হা: নং ৪৬১০ হযরত আনাছ রা: হতে;
এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম জালালুদ্দিন ছিয়তী (رَحْمَةُ الله عليه) বলেন,
هَذَا مُسْند صَحِيح الْإِسْنَاد. -“এই সনদ ছহীহ্ সনদ।” ৪৮৮৮৮, ইমাম ছিয়তী: আল লাআলী মাসনুয়া, ১ম খন্ড, ২৩ পৃ:;
ইমাম দারেমী (رَحْمَةُ الله عليه) হাদিসটি সনদ সহকারে এভাবে উল্লেখ করেছেন,
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ أَبُو سَلَمَةَ، ثنا حَمَّادٌ وَهُوَ ابْنُ سَلَمَةَ قَالَ: أنبأ أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ جِبْرِيلَ: هَلْ رَأَيْتَ رَبَّكَ؟ فَانْتَفَضَ جِبْرِيلُ وَقَالَ: يَا مُحَمَّدُ إِنَّ بَيْنِي وَبَيْنَهُ سَبْعِينَ حِجَابًا مِنْ نُورٍ، لَوْ دَنَوْتُ مِنْ أَدْنَاهَا لَاحْتَرَقْتُ
-“হযরত যুরারা ইবনে আওফা (رضي الله عنه) হতে বর্ণিত রাসূল (ﷺ) একদা জিব্রাইল (عليه السلام) কে জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার রবকে দেখেছেন? এই কথা শুনে জিব্রাইল কেঁপে উঠলেন এবং বললেন ইয়া মুহাম্মদ! আমার ও তাঁর মাঝে ৭০টি নূরের পর্দা রয়েছে। যদি আমি ওহার কোন একটির নিকটবর্তী হই, তবে আমি জ্বলে যাইব।” ৪৮৯৮৯, ইমাম দারেমী: রদ্দে আলা জাহমিয়াতে, হাদিস নং ১১৯; ইমাম দারেমী: বয়ানু তালবিছু জাহমিয়া, ৮ম খন্ড, ১১৬ পৃ:;
হাদিসটি আরেকটি সূত্রে হযরত আনাস (رضي الله عنه) থেকেও বর্ণিত আছে,
حَدَّثَنَا مُوسَى بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ الْجُعْفِيُّ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْلِمٍ عبد اللَّهِ بْنُ سَعِيدٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قُلْتُ لِجِبْرِيلَ: هَلْ تَرَى رَبَّكَ؟ قَالَ: إِنَّ بَيْنِي وَبَيْنَهُ سَبْعِينَ حِجَابًا مِنْ نُورٍ لَوْ رَأَيْتُ أَدْنَاهَا لَاحْتَرَقْتُ
-“হযরত আনাস ইবনে মালেক নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: আমি জিব্রাইল (عليه السلام) কে জিজ্ঞাসা করলাম, আপনি কি আল্লাহ তা’আলাকে দেখেছেন? জিব্রাইল (عليه السلام) বললেন: আমার ও আল্লাহর মাঝে ৭০টি নূরের পর্দা রয়েছে। যদি আমি এগুলোর কোন একটির নিকটবর্তী হই, তবে আমি জ্বলে যাইব।” ৪৯০৯০, ইমাম আবু নুয়াইম: তারিখে ইসবাহান, ১ম খন্ড, ৩২৮ পৃ:; ইমাম দোলাভী: আল কুনা ওয়াল আসমা, হাদিস নং ১৭৬৫; মুজামে ইবনে আরাবী, হাদিস নং ৯১৪; ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ৬৭৮৮; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ৩৯২১০; ইমাম ছিয়তী: জামেউল আহাদিস, হাদিস নং ১২৯৬৪;
হিজরী নবম শতাব্দির মোজাদ্দিদ আল্লামা ইমাম জালালুদ্দিন ছিয়তী (رضي الله عنه) হযরত আনাস (رضي الله عنه) এর বর্ণিত হাদিসটি ‘দ্বায়িফ’ সনদের বলে উল্লেখ করেছেন, তবে হাদিসটি মওজু বা ভিত্তিহীন নয়। ৪৯১৯১, জামেউছ ছাগীর, ১ম জি: ২৮৩ পৃ:;