ছিদরাতুল মোন্তাহায় আল্লাহ ও নবীর মাঝে দুই ধনুক ব্যবধান ছিল
حدثنا عبد العزيز بن عبد الله، حدثني سليمان، عن شريك بن عبد الله، أنه قال: سمعت أنس بن مالك، يقول: ليلة أسري برسول الله صلى الله عليه وسلم من مسجد الكعبة،ৃ حَتَّى جَاءَ سِدْرَةَ الْمُنْتَهَى، وَدَنَا الْجَبَّارُ رَبُّ الْعِزَّةِ، فَتَدَلَّى حَتَّى كَانَ مِنْهُ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا شَاءَ، فَأَوْحَى إِلَيْهِ فِيمَا أَوْحَى
-“শারিক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি হযরত আনাস (رضي الله عنه) কে বলতে শুনেছি, তিনি বলেছেন:... যখন জিব্রাইল (عليه السلام) আমাকে মেরাজে ছিদরাতুল মুন্তাহায় নিয়ে যায় তখন মহান প্রতিপালক আল্লাহ আমার নিকটে আসেন এবং মাত্র দুই ধনুকের ব্যবধান ছিল। অত:পর যা ওহী করার ওহী করলেন।” ৬৩৬৩৬, ছহীহ্ বুখারী শরীফ, হাদিস নং ৭৫১৭; ইমাম ইবনে খুজাইমা: আত তাওহীদ, ১ম খন্ড, ৩৩৮ পৃ:; মুস্তাখরাজে আবু আওয়ানাহ, হাদিস নং ৩৫৭; ইমাম বায়হাক্বী: আসমা ওয়াস সিফাত, হাদিস নং ৯৩০; ইমাম কাস্তালানী: মাওয়াহেবুল্লাদুন্নিয়া, ৩য় খন্ড, ৮৮ পৃ:; তাফছিরে মাজহারী, ৯ম খন্ড, ৭৮ পৃ:; তাফছিরে ইবনে কাছির, ৪র্থ খন্ড, ২৯৩ পৃ:; তাফছিরে কুরতবী, ১৭তম জি: ৭০ পৃ:;
হাদিসটি ছহীহ্ মুসলীমসহ বহু সংখ্যক কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়ে, তাই ইহার সনদ নিয়ে আলোচনা করা প্রয়োজন মনে করছি না। তবে এ সম্পর্কে আরেকটি রেওয়ায়েত লক্ষ্য করুন,
وَأخرج ابْن أبي حَاتِم وَالطَّبَرَانِيّ وَابْن مرْدَوَيْه حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا أَحْمَدُ بْنُ عُثْمَانَ الْأَوْدِيُّ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ شَرِيكٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عِكْرِمَةَ، وَعَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، {ثُمَّ دَنَا فَتَدَلَّى} قَالَ: هُوَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَنَا فَتَدَلَّى إِلَى رَبِّهِ عَزَّ وَجَلَّ
-“হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) বর্ণনা করেন, এই আয়াত প্রসঙ্গে ثمَّ دنا فَتَدَلَّى তিনি বলেন: ইহার অর্থ মুহাম্মদ (ﷺ) আল্লাহ তা’আলা নিকটবর্তী হলেন।” ৬৩৭৩৭, তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ১১৩২৮; তাফছিরে দূর্রে মানছুর, ৬ষ্ঠ খন্ড, ১৭২ পৃ:; তাফছিরে কুরতবী, ১৭তম খন্ড, ৭০ পৃ:; কাজী আয়্যায: শিফা শরীফ, ১ম জি: ২৪২ পৃ:। এরূপ আরেকটি রেওয়ায়েত রয়েছে।
এ সম্পর্কে হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে আরেকটি রেওয়ায়েত লক্ষ্য করুন,
حَدَّثَنَا يَحْيَى بْنُ الْأُمَوِيِّ قَالَ: ثَنَا أَبِي قَالَ: ثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، {ثُمَّ دَنَا} فَتَدَلَّى قَالَ: دَنَا رَبُّهُ فَتَدَلَّى
-“হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত আছে, ‘ছুম্মা দানা ফাতাদাল্লা’ সম্পর্কে বলেন: রবের কাছাকাছি গেলেন।” ৬৩৮৩৮, তাফছিরে তাবারী, ২২তম খন্ড, ১৪ পৃ:;
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমার লিখিত ‘পবিত্র শবে বরাত ও পবিত্র শবে মেরাজ’ বইটি দেখার অনুরুধ রইল।