ওলীগণের সাথে দুশমনী করলে আল্লাহ জিহাদ ঘোষনা করেন

حدثني محمد بن عثمان بن كرامة، حدثنا خالد بن مخلد، حدثنا سليمان بن بلال، حدثني شريك بن عبد الله بن أبي نمر، عن عطاء، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عليه وسلم "أن اللَّهَ جَلَّ وَعَلَا يَقُولُ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَانِي وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ 

-“হযরত আবু হুরায়রা (رضي الله عنه) বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহ বলেন: যারা আমার ওলীদের সাথে দুশমনী করবে তারা যেন আমাকে কষ্ট দেয়/ আমি তাদের সাথে জেহাদ ঘোষনা করি। বান্দার প্রতি আমি যা ফরজ করে দিয়েছি তা দ্বারা আমার নিকটবর্তী হতে পারবেনা, বরং নফল বন্দেগী দ্বারাই আমার নিকটবর্তী হতে পারবে অত:পর আমি তাকে ভালবাসতে থাকি। আর যখন আমি তাকে ভালবাসি তখন আমি তার কান হয়ে যাই, যা দ্বারা সে শুনে, আমি তার চোঁখ হয়ে যাই, যা দ্বারা সে দেখে, আমি তার হাঁত হয়ে যাই, যা দ্বারা সে ধরে, আমি তার পাঁ হয়ে যাই, যা দ্বারা সে চলে। আর যখনই সে আমার কাছে কিছু চায় তখন আমি তাঁকে তা দিয়ে দেই।”  ৫৭৯৭৯,  ছহীহ্ বুখারী শরিফ, ২য় জি: ৯৬৩ পৃ হাদিস নং ৬৫০২: ছহীহ্ ইবনে হিব্বান শরিফ, ১ম জি: ২১০ পৃ: হাদিস নং ৩৪৭; ইমাম বায়হাক্বী: আসমা ওয়াস সিফাত, হাদিস নং ১০২৯; ইমাম বাগভী: শরহে সুন্নাহ, হাদিস নং ১২৪৭; সুনানে ইবনে মাজাহ, ২৯৬ পৃ: হাদিস নং ৩৯৮৯ আংশিক; মুজামে ইবনে আসাকির, হাদিস নং ১৪৩৮; ইমাম বায়হাক্বী: সুনানে কুবরা, হাদিস নং ৬৩৯৫; মেসকাত শরীফ, হাদিস নং ২২৬৬; তাফছিরে রুহুল বয়ান, ২য় খন্ড, ৪৪৯ পৃ:; তাফছিরে রুহুল মায়ানী, ১১ তম খন্ড, ১৯২ পৃ:;

হাদিসটি ছহীহ্ বুখারীসহ বহু সংখ্যক কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে, তাই ইহার সনদ নিয়ে আলোচনার প্রয়োজন মনে করছি না।
Top