রাসূলুল্লাহ (ﷺ) এর নাম সংক্রান্ত পর্যালোচনা 
📚কিতাবঃ আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)
🖋️মূলঃ ইমাম সুলতান মোল্লা আলী কারী (رحمة الله)


ইমাম ছাখাভী (رضي الله عنه) বলেন: রাসূলুল্লাহ (ﷺ) এর বহু সংখ্যক মোবারক নাম সমূহ রয়েছে। এ বিষয়ে কিছু মতানৈক্য আছে। কেউ কেউ বলেন: তাঁর ছিফতী নামের সংখ্যা প্রায় এক হাজারে যেয়ে পৌছেছে। তবে অধিকাংশ নাম তাঁর কার্য ক্রিয়ার উপর ভিত্তি করে রাখা হয়েছে। যেমন : “হাদী” হেদায়েতকারী “শাফী” সুপারিশকারী যেহেতু কেয়ামতের ভয়াল মাঠে তিনিই একমাত্র মহান ব্যক্তিত্ব, যিনি সকলের জন্য সুপারিশ করবেন। ইত্যাদি আরও অধিক সংখ্যক নাম মোহাম্মদ (ﷺ) এর সীমাহীন জালালীয়তের প্রমাণ বহন করে। তাঁকে স্বীয় নাম সমূহ আসমাউল হুসনা হতে কিছু অংশ দান করেছেন। এমনকি তাঁকে মহান আল্লাহর দেয়া সকল সর্বোচ্ছ গুনে গুনাম্বিত করেছেন। 

ইমাম কাজী আয়াজ (رضي الله عنه) শিফা গ্রন্থে উল্লেখ করেন যে, ইমাম জালালুদ্দিন সুয়ূতী (رضي الله عنه) বলেন: রাসূলে পাকের নাম বিষয়ক নির্দেশনা ইতিপূর্বে চলে গেছে। সুয়ুতী তার গ্রন্থে প্রায় পঁাচশত ছিফতী নাম সংগ্রহ করেন। পরবর্তীতে শীতিল হতে হতে ৯৯ নিরান্নব্বই নামে এসে সিমাবদ্ধতা লাভ করে। 

রাসূলের প্রশংসায় ইমাম সুয়ূতী নিন্মোক্ত কবিতা আবৃত্তি করেন 

هذا الحبيب الذى فمثله لايوجد * والنور من وحبناته يتوقد
حبريل نادى فى منصة حسة * هذا مليح الكون هذا احمد- 
هذا مليح الوجه هذا المصطفى* هذا جميل الوصف هذا المستد 
هذا جليل النعت هذا المرتضى * هذا كحيل الطرف هذا الامجد- 
هذا الذى خلعت عليه ملابس * ونقائس فنظيره لايوجد- 

অর্থাৎ: ইনি এমন হাবীব, যার দৃষ্টান্ত কোথায় ও খোজে পাওয়া যাবেনা। অথচ তাঁর ললাট হতে অবিরাম ধারায় নূর প্রজ্জলিত হচ্ছে। 

জিব্রাঈল (عليه السلام ) গুণগান এভাবে করেছেন। তিনি সৃষ্টি কুলের মধ্যে লাবণ্যময়ী ছিলেন। তিনি হচ্ছেন আহমদ। তিনি লাবণ্যময়ী চেহারার অধিকারী, তিনি মোস্তফা, তিনিই সকল সৌন্দর্যের আকর এবং তিনিই মদদগার: তিনি সীমাহীন গুণাবলীর আকর, তিনি মুরতাদ্বা তিনিই কালো চক্ষু বিশিষ্ট, তিনিই সীমাহীন মর্যাদার অধিকারী তিনি এমন এক মহান ব্যক্তিত্ব, যিনি সম্র্পকের আধার, সকল শৈল্পিক সৌন্দর্যের মালিক। সুতরাং তাঁর দৃষ্টান্ত কোথায় ও খোজে পাওয়া যাবেনা।
Top