আদম (عليه السلام) কে রহমানী সূরতে তৈরী করা হয়েছে
إِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ عَلَى صُورَةِ الرَّحْمَنِ
-“রাসূলে করিম (ﷺ) বলেছেন: আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন রহমানী সূরতে।” ৪৬৫৬৫, ইবনে বাত্তা: ইবানাতুল কুবরা, হাদিস নং ১৯৬; তাফছিরে কুরতুবী, ২০তম খন্ড, ১১৪ পৃ:; তাফছিরে কবীর, ১ম খন্ড, ১১৮ পৃ:; তাফছিরে আবু সাঊদ, ৯ম খন্ড, ১৭৫ পৃ:; তাফছিরে রুহুল মাআনী, ২য় জি: ৫৭৭ পৃ:;
ইমাম ইবনে বাত্তা আল-আকবারী (رَحْمَةُ الله عليه) ওফাত ৩৮৭ হিজরী তদীয় কিতাবে সনদ সহকারে এভাবে উল্লেখ করেছেন,
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَلْمَانَ النَّجَّادُ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، نا أَبُو بَكْرٍ الْمَرُّوذِيُّ، قَالَ: قُلْتُ لِأَبِي عَبْدِ اللَّهِ: كَيْفَ تَقُولُ فِي حَدِيثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَلَقَ اللَّهُ آدَمَ عَلَى صُورَتِهِ قَالَ: أَمَّا الْأَعْمَشُ فَيَقُولُ: عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ آدَمَ عَلَى صُورَةِ الرَّحْمَنِ
-“আবু বকর মারুজী বলেন, আমি আবু আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলাম, কিভাবে বলেন প্রিয় নবীর হাদিস: আল্লাহ তা’আলা আদমকে তার সূরতে সৃষ্টি করেছেন। অথচ হযরত আ’মাশ (رَحْمَةُ الله عليه) এভাবে বলেছেন:.. ইবনে উমর (رضي الله عنه) নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: নিশ্চয় আল্লাহ তা’আলা আদমকে রহমানী সূরতে সৃষ্টি করেছেন।” ৪৬৬৬৬, ইমাম ইবনে বাত্তা: ইবানাতুল কুবরা, হাদিস নং ১৯৬; আল মুন্তাখাবু মিন ইলালি খিলাল, ১ম খন্ড, ২৬৫ পৃ:;
আল্লামা ইবনে কুতাইবা আদ-দিনুরী (رَحْمَةُ الله عليه) ওফাত ২৭৬ হিজরী তদীয় কিতাবে বলেন,
رَوَى بن عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ آدَمَ عَلَى صُورَةِ الرَّحْمَنِ.
-“ইবনে উমর (رضي الله عنه) আল্লাহর নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, অত:পর তারা বলেন: নিশ্চয় আল্লাহ তা’আলা আদম (عليه السلام) কে রহমানী সূরতে সৃষ্টি করেছেন।” ৪৬৭৬৭, তাবিল মুখতালিফুল হাদিস, ১ম খন্ড, ৩১৯ পৃ:;
ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক্ব কালাবজী বুখারী হানাফী (رَحْمَةُ الله عليه) ওফাত ৩৮০ হিজরী তদীয় কিতাবে বলেন,
وَفِي رِوَايَةٍ أُخْرَى أَنَّهُ: خَلَقَ آدَمَ عَلَى صُورَةِ الرَّحْمَنِ
-“আরেক রেওয়ায়েতে আছে যে, নিশ্চয় আল্লাহ তা’আলা আদম (عليه السلام) কে রহমানী সূরতে সৃষ্টি করেছেন।” ৪৬৮৬৮, বাহরুল ফাওয়াইদ আল মাশহুর মায়ানীল আখবার, ১ম খন্ড, ৭৭ পৃ:;
হাফিজ ইবনে তাইমিয়া বলেন,
وَرَوَاهُ الثَّوْرِيُّ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ عَطَاءٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا، وَلَفْظُهُ: خُلِقَ آدَم عَلَى صُورَةِ الرَّحْمَنِ مَعَ أَنَّ الْأَعْمَشَ رَوَاهُ مُسْنَدًا.
-“ছাওরীর রেওয়ায়েত হচ্ছে হাবীব ইবনে আবী ছাবিত হতে, তিনি আত্বা হতে, তিনি নবী করিম (ﷺ) হতে মুরছাল রূপে বর্ণনা করেন, এর শব্দগুলো হল: আদমকে রহমানী সুরতে সৃষ্টি করা হয়েছে। আ’মাশ তার সনদে ইহা বর্ণনা করেছেন।” ৪৬৯৬৯, ফাতওয়ায়ে কুবরা লি’ইবনে তাইমিয়া, ৬ষ্ঠ খন্ড, ৬১৯ পৃ:;
এই হাদিস সম্পর্কে ইমাম শামছুদ্দিন যাহাবী (رَحْمَةُ الله عليه) উল্লেখ করেন,
وله طرق أخر، قال حرب: سمعت إسحاق بن راهويه يقول: صح عن رسول الله صلى الله عليه وسلم أن آدم خلق على صورة الرحمن. وقال الكوسج: سمعت أحمد ابن حنبل يقول: هذا الحديث صحيح. قلت: وهو مخرج في الصحاح.
-“এর আরেকটি সূত্র রয়েছে, হারব (رَحْمَةُ الله عليه) বলেন: আমি ইসহাক্ব ইবনে রাহবিয়া (رَحْمَةُ الله عليه) কে বলতে শুনেছি, আল্লাহর নবী (ﷺ) থেকে ছহীহ্ভাবে প্রমাণিত আছে যে, নিশ্চয় আদম (عليه السلام) কে রহমানী সূরতে সৃষ্টি করা হয়েছে। কাওছিজ (رَحْمَةُ الله عليه) বলেন: আমি ইমাম আহমদ ইবনে হাম্বল (رَحْمَةُ الله عليه) কে বলতে শুনেছি: এই হাদিস ছহীহ্। আমি (যাহাবী) বলি: এই হাদিস ছহীহ্ রূপেই বের করা হয়েছে।” ৪৭০৭০, ইমাম যাহাবী: মিযানুল এ’তেদাল, ৪৩০১ নং রাবীর ব্যাখ্যায়;
এই হাদিস সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী (رَحْمَةُ الله عليه) উল্লেখ করেন,
وقال حرب الكرماني في كتاب السنة سمعت إسحاق بن راهويه يقول صح أن الله خلق آدم على صورة الرحمن وقال إسحاق الكوسج سمعت أحمد يقول هو حديث صحيح
-“হারব কিরমানী (رَحْمَةُ الله عليه) তার ‘কিতাবুস সুন্নাহ’ গ্রন্থে বলেন: আমি ইসহাক্ব ইবনে রাহবিয়া (رَحْمَةُ الله عليه) কে বলতে শুনেছি, আল্লাহর নবী (ﷺ) থেকে ছহীহ্ ভাবে প্রমাণিত আছে যে, নিশ্চয় আদম (عليه السلام) কে রহমানী সূরতে সৃষ্টি করা হয়েছে। ইসহাক্ব কাওছিজ বলেন: আমি ইমাম আহমদ ইবনে হাম্বল (رَحْمَةُ الله عليه) কে বলতে শুনেছি: এই হাদিস ছহীহ্।” ৪৭১৭১, ইমাম আসকালানী: ফাতহুল বারী শরহে বুখারী, ২৫৫৯ নং হাদিসের ব্যাখ্যায়; তাফছিরে কবীর, ১ম খন্ড, ১১৮ পৃ:;
আল্লামা ইমাম মোল্লা আলী ক্বারী (رَحْمَةُ الله عليه) উল্লেখ করেন,
صَحَّ مِنْ طُرُقِ هَذِهِ الْأَحَادِيثِ فَإِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ عَلَى صُورَةِ الرَّحْمَنِ قَالَ الشَّيْخُ مُحْيِي الدِّينِ: هَذَا الْحَدِيثُ بِهَذَا اللَّفْظِ ثَابِتٌ،
-“এই হাদিস সমূহের সূত্র গুলো ছহীহ্ যে, নিশ্চয় আল্লাহ তা’আলা আদম (عليه السلام) কে রহমানী সূরতে সৃষ্টি করেছেন। শায়েখ মহিউদ্দিন (رَحْمَةُ الله عليه) বলেন: এই হাদিস এরূপ শব্দে প্রমাণিত।” ৪৭২৭২, ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ৩৫২৫ নং হাদিসের ব্যাখ্যায়;
এই হাদিসের আরেকটি মতন রয়েছে, যেমন:-
ثنا يُوسُفُ بْنُ مُوسَى، ثنا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُقَبِّحُوا الْوُجُوهَ، فَإِنَّ ابْنَ آدَمَ خُلِقَ عَلَى صُورَةِ الرَّحْمَنِ.
-“হযরত ইবনে উমর (رضي الله عنه) বলেন, রাসূলে করিম (ﷺ) বলেছেন: তোমরা চেহারায় আঘাত করো না কেননা নিশ্চয় আদম সন্তানকে সৃষ্টি করা হয়েছে রহমানী সূরতে।” ৪৭৩৭৩, ইমাম ইবনে আছেম: আস সুন্নাহ, হাদিস নং ৫১৭; ইমাম ইবনে খুজাইমা: আত তদাওহীদ, ১ম খন্ড, ৮৫ পৃ:; ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ১৩৫৮০; ইমাম বায়হাক্বী: আসমা ওয়াস সিফাত, হাদিস নং ৬৪০;
সুতরাং এই হাদিস ছহীহ্ বা বিশুদ্ধ তবে ইহার অর্থ মুতাশাবিহাতের অন্তর্ভূক্ত। ইহা তা’বিল ব্যতীত গ্রহণ করা যাবেনা।