আদম (عليه السلام) কে রহমানী সূরতে তৈরী করা হয়েছে
إِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ عَلَى صُورَةِ الرَّحْمَنِ
-“রাসূলে করিম (ﷺ) বলেছেন: আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন রহমানী সূরতে।” ৪৬৫৬৫,  ইবনে বাত্তা: ইবানাতুল কুবরা, হাদিস নং ১৯৬; তাফছিরে কুরতুবী, ২০তম খন্ড, ১১৪ পৃ:; তাফছিরে কবীর, ১ম খন্ড, ১১৮ পৃ:; তাফছিরে আবু সাঊদ, ৯ম খন্ড, ১৭৫ পৃ:; তাফছিরে রুহুল মাআনী, ২য় জি: ৫৭৭ পৃ:;
 
ইমাম ইবনে বাত্তা আল-আকবারী (رَحْمَةُ الله عليه‎‎) ওফাত ৩৮৭ হিজরী তদীয় কিতাবে সনদ সহকারে এভাবে উল্লেখ করেছেন,
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَلْمَانَ النَّجَّادُ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، نا أَبُو بَكْرٍ الْمَرُّوذِيُّ، قَالَ: قُلْتُ لِأَبِي عَبْدِ اللَّهِ: كَيْفَ تَقُولُ فِي حَدِيثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَلَقَ اللَّهُ آدَمَ عَلَى صُورَتِهِ قَالَ: أَمَّا الْأَعْمَشُ فَيَقُولُ: عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:  إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ آدَمَ عَلَى صُورَةِ الرَّحْمَنِ
-“আবু বকর মারুজী বলেন, আমি আবু আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলাম, কিভাবে বলেন প্রিয় নবীর হাদিস: আল্লাহ তা’আলা আদমকে তার সূরতে সৃষ্টি করেছেন। অথচ হযরত আ’মাশ (رَحْمَةُ الله عليه‎‎) এভাবে বলেছেন:.. ইবনে উমর (رضي الله عنه) নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: নিশ্চয় আল্লাহ তা’আলা আদমকে রহমানী সূরতে সৃষ্টি করেছেন।”  ৪৬৬৬৬,  ইমাম ইবনে বাত্তা: ইবানাতুল কুবরা, হাদিস নং ১৯৬; আল মুন্তাখাবু মিন ইলালি খিলাল, ১ম খন্ড, ২৬৫ পৃ:;

আল্লামা ইবনে কুতাইবা আদ-দিনুরী (رَحْمَةُ الله عليه‎‎) ওফাত ২৭৬ হিজরী তদীয় কিতাবে বলেন,
رَوَى بن عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ آدَمَ عَلَى صُورَةِ الرَّحْمَنِ.
-“ইবনে উমর (رضي الله عنه) আল্লাহর নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, অত:পর তারা বলেন: নিশ্চয় আল্লাহ তা’আলা আদম (عليه السلام) কে রহমানী সূরতে সৃষ্টি করেছেন।”  ৪৬৭৬৭,  তাবিল মুখতালিফুল হাদিস, ১ম খন্ড, ৩১৯ পৃ:;

ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক্ব কালাবজী বুখারী হানাফী (رَحْمَةُ الله عليه‎‎) ওফাত ৩৮০ হিজরী তদীয় কিতাবে বলেন, 
وَفِي رِوَايَةٍ أُخْرَى أَنَّهُ: خَلَقَ آدَمَ عَلَى صُورَةِ الرَّحْمَنِ 
-“আরেক রেওয়ায়েতে আছে যে, নিশ্চয় আল্লাহ তা’আলা আদম (عليه السلام) কে রহমানী সূরতে সৃষ্টি করেছেন।”  ৪৬৮৬৮,  বাহরুল ফাওয়াইদ আল মাশহুর মায়ানীল আখবার, ১ম খন্ড, ৭৭ পৃ:;

হাফিজ ইবনে তাইমিয়া বলেন,
وَرَوَاهُ الثَّوْرِيُّ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ عَطَاءٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا، وَلَفْظُهُ: خُلِقَ آدَم عَلَى صُورَةِ الرَّحْمَنِ مَعَ أَنَّ الْأَعْمَشَ رَوَاهُ مُسْنَدًا.
-“ছাওরীর রেওয়ায়েত হচ্ছে হাবীব ইবনে আবী ছাবিত হতে, তিনি আত্বা হতে, তিনি নবী করিম (ﷺ) হতে মুরছাল রূপে বর্ণনা করেন, এর শব্দগুলো হল: আদমকে রহমানী সুরতে সৃষ্টি করা হয়েছে। আ’মাশ তার সনদে ইহা বর্ণনা করেছেন।”  ৪৬৯৬৯,  ফাতওয়ায়ে কুবরা লি’ইবনে তাইমিয়া, ৬ষ্ঠ খন্ড, ৬১৯ পৃ:;

এই হাদিস সম্পর্কে ইমাম শামছুদ্দিন যাহাবী (رَحْمَةُ الله عليه‎‎) উল্লেখ করেন,
وله طرق أخر، قال حرب: سمعت إسحاق بن راهويه يقول: صح عن رسول الله صلى الله عليه وسلم أن آدم خلق على صورة الرحمن. وقال الكوسج: سمعت أحمد ابن حنبل يقول: هذا الحديث صحيح. قلت: وهو مخرج في الصحاح.
-“এর আরেকটি সূত্র রয়েছে, হারব (رَحْمَةُ الله عليه‎‎) বলেন: আমি ইসহাক্ব ইবনে রাহবিয়া (رَحْمَةُ الله عليه‎‎) কে বলতে শুনেছি, আল্লাহর নবী (ﷺ) থেকে ছহীহ্ভাবে প্রমাণিত আছে যে, নিশ্চয় আদম (عليه السلام) কে রহমানী সূরতে সৃষ্টি করা হয়েছে। কাওছিজ (رَحْمَةُ الله عليه‎‎) বলেন: আমি ইমাম আহমদ ইবনে হাম্বল (رَحْمَةُ الله عليه‎‎) কে বলতে শুনেছি: এই হাদিস ছহীহ্। আমি (যাহাবী) বলি: এই হাদিস ছহীহ্ রূপেই বের করা হয়েছে।”  ৪৭০৭০,  ইমাম যাহাবী: মিযানুল এ’তেদাল, ৪৩০১ নং রাবীর ব্যাখ্যায়;

এই হাদিস সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী (رَحْمَةُ الله عليه‎‎) উল্লেখ করেন,
وقال حرب الكرماني في كتاب السنة سمعت إسحاق بن راهويه يقول صح أن الله خلق آدم على صورة الرحمن وقال إسحاق الكوسج سمعت أحمد يقول هو حديث صحيح
-“হারব কিরমানী (رَحْمَةُ الله عليه‎‎) তার ‘কিতাবুস সুন্নাহ’ গ্রন্থে বলেন: আমি ইসহাক্ব ইবনে রাহবিয়া (رَحْمَةُ الله عليه‎‎) কে বলতে শুনেছি, আল্লাহর নবী (ﷺ) থেকে ছহীহ্ ভাবে প্রমাণিত আছে যে, নিশ্চয় আদম (عليه السلام) কে রহমানী সূরতে সৃষ্টি করা হয়েছে। ইসহাক্ব কাওছিজ বলেন: আমি ইমাম আহমদ ইবনে হাম্বল (رَحْمَةُ الله عليه‎‎) কে বলতে শুনেছি: এই হাদিস ছহীহ্।”  ৪৭১৭১,  ইমাম আসকালানী: ফাতহুল বারী শরহে বুখারী, ২৫৫৯ নং হাদিসের ব্যাখ্যায়; তাফছিরে কবীর, ১ম খন্ড, ১১৮ পৃ:;

আল্লামা ইমাম মোল্লা আলী ক্বারী (رَحْمَةُ الله عليه‎‎) উল্লেখ করেন,
صَحَّ مِنْ طُرُقِ هَذِهِ الْأَحَادِيثِ فَإِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ عَلَى صُورَةِ الرَّحْمَنِ قَالَ الشَّيْخُ مُحْيِي الدِّينِ: هَذَا الْحَدِيثُ بِهَذَا اللَّفْظِ ثَابِتٌ،
-“এই হাদিস সমূহের সূত্র গুলো ছহীহ্ যে, নিশ্চয় আল্লাহ তা’আলা আদম (عليه السلام) কে রহমানী সূরতে সৃষ্টি করেছেন। শায়েখ মহিউদ্দিন (رَحْمَةُ الله عليه‎‎) বলেন: এই হাদিস এরূপ শব্দে প্রমাণিত।”  ৪৭২৭২,  ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ৩৫২৫ নং হাদিসের ব্যাখ্যায়;

এই হাদিসের আরেকটি মতন রয়েছে, যেমন:-
ثنا يُوسُفُ بْنُ مُوسَى، ثنا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُقَبِّحُوا الْوُجُوهَ، فَإِنَّ ابْنَ آدَمَ خُلِقَ عَلَى صُورَةِ الرَّحْمَنِ.
-“হযরত ইবনে উমর (رضي الله عنه) বলেন, রাসূলে করিম (ﷺ) বলেছেন: তোমরা চেহারায় আঘাত করো না কেননা নিশ্চয় আদম সন্তানকে সৃষ্টি করা হয়েছে রহমানী সূরতে।”  ৪৭৩৭৩,  ইমাম ইবনে আছেম: আস সুন্নাহ, হাদিস নং ৫১৭; ইমাম ইবনে খুজাইমা: আত তদাওহীদ, ১ম খন্ড, ৮৫ পৃ:; ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ১৩৫৮০; ইমাম বায়হাক্বী: আসমা ওয়াস সিফাত, হাদিস নং ৬৪০;

সুতরাং এই হাদিস ছহীহ্ বা বিশুদ্ধ তবে ইহার অর্থ মুতাশাবিহাতের অন্তর্ভূক্ত। ইহা তা’বিল ব্যতীত গ্রহণ করা যাবেনা।
Top