আল্লাহকে দাড়ি-গোফ বিহীন দেখেছি

رَأَيْتُ رَبِّي تَعَالَى فِي صُورَةِ شَابٍّ أَمْرَدَ،

-“রাসূল (ﷺ) বলেছেন: আমি আমার রবকে দাড়ি-গোফবিহীন যুবকের ন্যায় দেখেছি।”  ৩৮১৮১, ইমাম ছিয়তী: জামেউল আহাদিছ, ৪র্থ খন্ড, ৩৯৬ পৃ:; ইমাম যাহাবী: মিযানুল এ’তেদাল, ২য় খন্ড, ১৫১ পৃ:; ইমাম ইবনে আদী তাঁর ‘কামিল’-এ ২য় খন্ড, ২৬১ পৃ:; ইমাম মোল্লা আলী: মওজুয়াতুল কোবরা, ১২৬ পৃ:; তারিখে বাগদাদ, ১১তম খন্ড, ২১৪; গাউছে পাক: ছেররুল আছরার, ১০১ পৃ:; প্রিন্সিপ্যাল আব্দুল জলীল: নুর নবী, ১১১ পৃ:;

হাদিসটির একাধিক সনদ রয়েছে। যেমন হাদিসের সনদ হল (১):
إبراهيم بن أبي سويد، وأسود بن عامر، حدثنا حماد تادة، عن عكرمة، عن ابن عباس مرفوعاً....
-“ইব্রাাহিম ইবনে আবী সুয়াইদ- আসওয়াদ ইবনে আমের- হাম্মাদ তাদা- ইকরামা- ইবনে আব্বাস (رضي الله عنه) মারফ‚ সূত্রে (পূর্ণ হাদিস)।”  ৩৮২৮২,  ইমাম যাহাবী: মিযানুল এতেদাল, রাবী নং ২২৫১ حماد بن سلمة بن دينار এর ব্যাখ্যায়;

এই সনদের সকলেই বিশ্বস্ত। ইকরিমা, হাম্বাদ ও আসওয়াদ ইবনে আমের’ সকলেই বুখারী ও মুসলীমের রাবী। ‘ইব্রাহিম ইবনে আবী সুয়াইদ’ কে ইমাম ইবনে হিব্বান ও ইমাম আবু হাতিম (رَحْمَةُ الله عليه‎‎) বিশ্বস্তদের অন্তর্ভূক্ত করেছেন।  ৩৮৩৮৩,  ইমাম যাহাবী: তারিখুল ইসলাম, রাবী নং ৫০; ইবনে হিব্বান, কিতাবুস সিক্বাত, রাবী নং ১২২৮৬;

হাদিসের আরেকটি সনদ এরূপ (২):
حَدَّثَنَا عَبد اللَّهِ بْنُ عَبد الحميد الواسطي، حَدَّثَنا النضر بن سلمة شاذان، حَدَّثَنا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، عَنْ حَمَّادِ بْنُ سَلَمَةَ، عَن قَتادَة، عَنْ عِكرمَة، عنِ ابْنِ عَبَّاسٍ أَنّ مُحَمَّدًا رَأَى رَبَّهُ فِي صُورَةِ شَابٍّ أَمْرَدَ.
-“হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) বলেছেন: আমি আমার রবকে দাড়ি-গোফবিহীন যুবকের ন্যায় দেখেছি।”  ৩৮৪৮৪,  ইমাম ইবনে আদী:: আল কামিল, ৩য় খন্ড, ৪৮ পৃ:; ইমাম যাহাবী: মিযানুল এ’তেদাল, ২য় খন্ড, ১৫১ পৃ:; সিরাতে হালভিয়া, ১ম খন্ড, ৫৭৪ পৃ:;

তারিখে বাগদাদে হাদিসটি এভাবে উল্লেখ আছে,
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ شُجَاعٍ الصُّوفِيُّ، قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ سَلْمٍ الْخُتُلِّيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَفْصٍ عُمَرُ بْنُ فَيْرُوزَ، قَالَ: حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ يَعْنِي: ابْنَ كَيْسَانَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ: رَأَيْتُ رَبِّي تَعَالَى فِي صُورَةِ شَابٍّ أَمْرَدَ، عَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ .
-“হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) বলেছেন: আমি আমার রবকে দাড়ি-গোফবিহীন যুবকের ন্যায় দেখেছি। তার গায়ে লাল চাদর ছিল।”  ৩৮৫৮৫,  তারিখে বাগদাদ, ৫৮৭৭ নং রাবী ব্যাখ্যায়; তবকাতুল হাম্বলিয়া, ১ম খন্ড, ২১৮ পৃ:; ইমাম ছিয়তী: আল লাআলী মাসনুয়া, ১ম খন্ড, ৩৪ পৃ:;

এই হাদিসের সনদ সম্পর্কে আল্লামা মোল্লা আলী ক্বারী (رَحْمَةُ الله عليه‎‎) ও ইমাম জালালুদ্দিন ছিয়তী (رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন,
قَالَ ابْنُ صَدَقَةَ عَنْ أَبِي زُرْعَةَ حَدِيثُ ابْنِ عَبَّاسٍ صَحِيحٌ لَا يَنْكُرُهُ إِلَّا مُعْتَزِلِيٌّ 
-“ইবনে ছাদাকা ইমাম আবু যুরাআ (رَحْمَةُ الله عليه‎‎) থেকে বর্ণনা করেন, হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) এর বর্ণিত হাদিস খানা ছহীহ্, একমাত্র মুতাজিলী ব্যতীত কেহই এর এনকার করেননি।”  ৩৮৬৮৬,  ইমাম মোল্লা আলী ক্বারী: মওজুয়াতুল কোবরা, ১২৬ পৃ:; ইমাম ছিয়তী: আল লাআলী মাসনুয়া, ১ম খন্ড, ৩৩ পৃ:;

আল্লামা ইমাম জালালুদ্দিন ছিয়তী (رضي الله عنه) এই হাদিস উল্লেখ করে লিখেন:  هو حديث صحيح -“এই হাদিস ছহীহ্।”  ৩৮৭৮৭,  ইমাম ছিয়তী: জামেউল আহাদিছ, ৪র্থ খন্ড, ৩৯৬ পৃ:;

উল্লেখ্য যে, এই হাদিসের তিনটি সনদই বিশুদ্ধ। তবে এই হাদিসটি ‘মুতাশাবিহাহ’ এর অন্তর্ভূক্ত, যার প্রকৃত অবস্থা রহস্যাবৃত। অর্থাৎ এর বাহ্যিক অর্থ গ্রহণ করা যাবে না।
Top