নবীজি (ﷺ) আল্লাহকে নূর রুপে দেখেছেন
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ يَزِيدَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ سَأَلَتْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ رَأَيْتَ رَبَّكَ؟ قَالَ: نُورٌ أَنَّى أَرَاهُ.
-“হযরত আবু যার (رضي الله عنه) বলেন, আমি রাসূল (ﷺ) কে জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনার রবকে দেখেছেন? তিনি বললেন: তিনি নূর আমি তাঁকে দেখেছি।” ৫৭৬৭৬, ছহীহ্ মুসলীম, ১ম জি: ৯৮ পৃ: কিতাবুল ঈমান হাদিস নং ২৯১; মুসনাদে আবু দাউদ ত্বয়ালুছী, হাদিস নং ৪৭৬; মুসনাদে আহমদ, হাদিস নং ২১৫২৭; মুসনাদে বাজ্জার, হাদিস নং ৩৯৩১; ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৮৩০০; মেসকাত শরিফ, ৫০০ পৃ: হাদিস নং ৫৬৫৯; ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ১০ম খন্ড, ৩২৫ পৃ:; তিরমিজি শরীফ, হা: নং ৩২৮২; ইমাম আবু নুয়াইম: হিলিয়াতুল আউলিয়া, ৯ম খন্ড, ৬১ পৃ:; তাফছিরে মায়ালেমুত তানজিল, ৫ম খন্ড, ১৫২ পৃ:; তাফছিরে খাজেন শরিফ, ৪র্থ খন্ড, ২০৫ পৃ:; তাফছিরে ইবনে কাছির, ৪র্থ খন্ড, ২৯৬ পৃ:; তাফছিরে রুহুল বয়ান, ৯ম খন্ড, ২৫০ পৃ:; ইমাম তাবারানী: মুজামুল আওছাতে, ৬ষ্ঠ খন্ড, ১৪৩ পৃ:;
হাদিসটি ছহীহ্ মুসলীমসহ বহু সংখ্যক কিতাবে বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে, তাই ইহার সনদ নিয়ে আলোচনার প্রয়োজন মনে করছি না। ইহার বিস্তারিত ব্যাখ্যা ‘ফতোয়ায়ে বিশ্বওলী ২য় খন্ড এবং পবিত্র শবে ও পবিত্র শবে মেরাজ’ বইয়ে দেওয়া আছে।