আমি যা দেখি তোমরা তা দেখনা
حَدَّثَنَا أَسْوَدُ هُوَ ابْنُ عَامِرٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ مُوَرِّقٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ: إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ، وَأَسْمَعُ مَا لَا تَسْمَعُونَ،
-“হযরত আবু যার গিফারী (رَحْمَةُ الله عليه‎‎) বলেন, রাসূলে পাক (ﷺ) বলেছেন: আমি যা দেখি তোমরা তা দেখনা! এবং আমি যা শুনি তোমরা তা শুননা।”  ২০৭৭. মুসনাদে আহমদ, হাদিস নং ২১৫১৬; সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪১৯০; তিরমিজি শরীফ, হাদিস নং ২৩১২; মুস্তাদরাকে হাকেম, হাদিস নং ৩৮৮৩; ইমাম আবু নুয়াইম: হিলয়াতুল আউলিয়া, ২য় খন্ড, ২৩৬ পৃ:; ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ৭৬৪; ইমাম বাগভী: শরহে সুন্নাহ, হাদিস নং ৪১৭২; মুসনাদে বাজ্জার, হদিস নং ৩৯২৫; ইমাম বায়হাক্বী: সুনানে কুবরা, হাদিস নং ১৩৩৩৭; জামেউল উছুল, হাদিস নং ১৯৮৫; তুহফাতুল আশরাফ, ১১৯৮৬; ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ৪৫১৭; জামেউল ফাওয়াইদ, হাদিস নং ৯৬৬০;
ইমাম হাকেম (رَحْمَةُ الله عليه‎‎) হাদিসটিকে صَحِيحٌ ছহীহ্ বলেছেন। ইমাম তিরমিজি (رَحْمَةُ الله عليه‎‎) হাদিসটিকে حَسَنٌ হাছান বলেছেন। এমনকি স্বয়ং লা-মাজহাবী নাছিরুদ্দিন আলবানী হাদিসটিকে حَسَنٌ হাছান বলেছেন।  ২০৮৮.  ছাহীহ্ জামেউছ ছাগীর ওয়া যিয়াদা, হাদিস নং ১১২৭;
ইমাম তিরমিজি (رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন: 
وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَائِشَةَ، وَابْنِ عَبَّاسٍ، وَأَنَسٍ. 
-“এ বিষয়ে হযরত আবু হুরায়রা (رَحْمَةُ الله عليه‎‎), আয়েশা (رَحْمَةُ الله عليه‎‎), ইবনে আব্বাস (رَحْمَةُ الله عليه‎‎) ও আনাস (رَحْمَةُ الله عليه‎‎) থেকেও হাদিস বর্ণিত আছে।”  ২০৯৯.  তিরমিজি শরীফ, হাদিস নং ২৩১২;
অতএব, আমরা যা কিছু দেখিনা প্রিয় নবীজি (ﷺ) তা দেখতে পান এবং আমরা যা কিছু শুনিনা প্রিয় নবীজি (ﷺ) তা শুনতেও পান। আল্লাহ প্রদত্ত¡ ক্ষমতা বলে, সৃষ্টি জগতের সকল কিছুই রাসূল (ﷺ) দেখেন ও শুনেন।
Top