তওবাকারী আল্লাহর বন্ধু 

وقال صلى الله عليه وسلم التَّائِبُ حَبِيب اللَّهِ عَزَّ وَجَلَّ

-“হযরত রাসূলে করিম (ﷺ) বলেছেন: তওবাকারী আল্লাহর বন্ধু।” ৩১৩১৩,  ইমাম গাজ্জালী: এহইয়াউল উলুমুদ্দিন, ৪র্থ খন্ড, ৫ পৃ:; হাফিজ ইবনে জাওযী: আত তাবছিরা, ২য় খন্ড, ১৭০ পৃ:; ইমাম গাজ্জালী: মুকাশাফাতুল কুলুব, ৬০ পৃ:;


এই হাদিস উল্লেখ করার পর ‘মুকাশাফাতুল কুলুব’ কিতাবের হাশিয়ায় লিখা আছে: حسن بطريقه -“এই হাদিসের ‘সনদ হাছান’। ৩১৪১৪,  ইমাম গাজ্জালী: মুকাশাফাতুল কুলুব, ৬০ পৃ:;

 হাদিসের এই অংশটুকু التَّائِبُ حَبِيب اللَّهِ عَزَّ وَجَلَّ -“তওবাকারী আল্লাহর বন্ধু।” সমাপর্কে হাফিজুল হাদিস, ইমাম যায়নুদ্দিন ইরাকী (رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন,
فروَى ابْن أبي الدُّنْيَا فِي التَّوْبَة وَأَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب من حَدِيث أنس بِسَنَد ضَعِيف
-“ইমাম ইবনু আবী দুনিয়া (رَحْمَةُ الله عليه‎‎) তার ‘তাওবাহ’ গ্রন্থে এবং ইমাম আবুশ শায়েখ (رَحْمَةُ الله عليه‎‎) তার ‘আছ ছাওয়াব’ গ্রন্থ দ্বায়িফ সনদে ইহা বর্ণনা করেছেন।”  ৩১৫১৫,  হাফিজ ইরাকী: তাখরিজু আহাদিছিল এহইয়া, ১ম খন্ড, ১৩৩৮ পৃ:;

ইমাম হাকেম তিরমিজি (رَحْمَةُ الله عليه‎‎) তদীয় কিতাবে এভাবে হাদিসটি উল্লেখ করেছেন,
عَن أبي سعيد الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم التائب من الذَّنب كمن لَا ذَنْب لَهُ.. التائب حبيب الله تَعَالَى إِن الله يحب التوابين
-“হযরত আবু সাঈদ খুদরী (رضي الله عنه) বলেন, রাসূলে করিম (ﷺ) বলেছেন: গোনাহ্ থেকে তওবাকারী ঐ ব্যক্তির ন্যায় যার কোন গোনাহ্ নেই। তওবাকারী আল্লাহর বন্ধু নিশ্চয় আল্লাহ তওবা কারীকে ভালবাসেন।”  ৩১৬১৬, হাকেম তিরমিজি: নাওয়াদেরুল উছুল, ২য় খন্ড, ৩৪৯ পৃ:; ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ৫৪৮৫;

এর সনদ প্রসঙ্গে হাফিজুল হাদিস, ইমাম শামছুদ্দিন ছাখাবী (رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন, وسنده ضعيف -“এর সনদ দ্বায়িফ ।”  ৩১৭১৭, ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানাহ, ৩১৩ নং রাবীর ব্যাখ্যায়;

ইহা মারফু হাদিস এবং এর একটি অংশ হলো “তওবাকারী আল্লাহর বন্ধু”। তাই ইহাকে রাসূলে পাক (ﷺ) এর মারফু হাদিস বলা যাবে যদিও ইহা দ্বায়িফ । তবে এর সমর্থক হিসেবে অনেক রেওয়ায়েত রয়েছে। যেগুলোর দ্বারা হাদিসটির মাআনা বা অর্থ আরো শক্তিশালী হয়। যেমন নিচের বর্ণনা গুলো লক্ষ্য করুন:-
ইমাম ইবনে আবী হাতেম (رَحْمَةُ الله عليه‎‎) তদীয় তাফছির গ্রন্থে এভাবে সনদসহ হাদিসটি উল্লেখ করেছেন:
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، ثنا حَفْصٌ، ثنا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ الأَحْوَلُ عَنِ الشَّعْبِيِّ قَالَ: التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ، ثُمَّ قَرَأَ: إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ 
-“বিশিষ্ট তাবেঈ হযরত শাবী (رَحْمَةُ الله عليه‎‎) হতে বর্ণিত, তিনি বলেন: গোনাহ্ থেকে তওবাকারী ঐ ব্যক্তির ন্যায় যার কোন গোনাহ্ নেই। অত:পর তিনি তেলাওয়াত করেন: নিশ্চয় আল্লাহ তা’আলা তওবা কারীকে ভালবাসেন এবং পবিত্রতা অর্জনকারীকে ভালবাসেন।”  ৩১৮১৮, ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ৬৭৯৯; ইমাম আবু নুয়াইম: হিলিয়াতুল আউলিয়া, ৪র্থ খন্ড, ৩১৮ পৃ:; তাফছিরে ইবনে আবী হাতেম, হাদিস নং ২১২৩; তাফছিরে দুর্রে মানছুর, ১ম খন্ড, ৪২৬ পৃ:;

ইমাম ইবনে আবীদ দুনিয়া (رَحْمَةُ الله عليه‎‎) তদীয় কিতাবে হাদিসটি সনদ সহকারে এভাবে উল্লেখ করেছেন:
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى، ثنا غَسَّانُ بْنُ عُبَيْدٍ، عَنْ أَبِي عَاتِكَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ يُحِبُّ الشَّابَّ التَّائِبَ
-“হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূলে পাক (ﷺ) বলেছেন: নিশ্চয় আল্লাহ পাক যুবক বয়সী তওবাকারীকে ভাল বাসেন।”  ৩১৯১৯,  রেছালায়ে কুশাইরিয়া, ১ম খন্ড, ২০৭ পৃ: বাবু তাওবাহ; তাফছিরে দুর্রে মানছুর, ১ম খন্ড, ৪২৬ পৃ:; ইমাম ইবনে আবীদ দুনিয়া: আত তাওবা, হাদিস নং ১৮৪; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ১০১৭৫;

এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত লক্ষ্য করুন,
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ أنبأ أَبُو عَبْدِ اللهِ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الرُّوذْبَارِيُّ وَالِدُ أَبِي الْحَسَنِ الْمُزَكِّي ثنا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ الْعَنْبَرِيُّ ثنا أَبُو كُرَيْبٍ ثنا سَلْمُ بْنُ سَالِمٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الْجَبَّارِ عَنْ عَاصِمٍ الْحُدَّانِيِّ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ 
-“হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) বলেন, রাসূলে করিম (ﷺ) বলেছেন: গোনাহ থেকে তওবাকারী ঐ ব্যক্তির মত যার কোন গোনাহ নেই।”  ৩২০২০,  ইমাম বায়হাক্বী: সুনানে কুবরা, হাদিস নং ২০৫৬৩; ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ৬৭৮০; তাফছিরে ইবনে রাজব হাম্বলী, ১ম খন্ড, ১৫২ পৃ:; ইমাম কানজুল উম্মাল, হাদিস নং ১০২৪৯; ইমাম ছাখাভী: মাকাছিদুল হাছানাহ, ৩১৩ নং রাবীর ব্যাখ্যায়;

এর সনদ প্রসঙ্গে ইমাম ছাখাবী (رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন, وسنده ضعيف -“এর সনদ দ্বায়িফ ।”  ৩২১২১, ইমাম ছাখাভী: মাকাছিদুল হাছানাহ, ৩১৩ নং রাবীর ব্যাখ্যায়;
এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত লক্ষ্য করুন,
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا مُعَلَّى بْنُ أَسَدٍ الْعَمِّيُّ، ثنا وُهَيْبٌ، عَنْ مَعْمَرٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ 
-“হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, প্রিয় নবীজি (ﷺ) বলেছেন: গোনাহ থেকে তওবাকারী ঐ ব্যক্তির মত যার কোন গোনাহ নেই।”  ৩২২২২,  ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ১০২৮১; সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪২৫০; ইমাম বায়হাক্বী: সুনানে কুবরা, হাদিস নং ২০৫৬১; ইমাম আবু নুয়াইম: হিলিয়াতুল আউলিয়া, ৪র্থ খন্ড, ২১০ পৃ:; ইমাম মুনজেরী: আত্তারগীব ওয়াত্তারহীব, হাদিস নং ৪৭৫৮; তাফছিরে মাজহারী, ১ম খন্ড, ৪৪০ পৃ:; তাফছিরে ইবনে রাজব হাম্বলী, ১ম খন্ড, ৫৬২ পৃ:;

এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম ছাখাবী (رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন:
ورجاله ثقات، بل حسنه شيخنا يعني لشواهده، -“এর বর্ণনাকারী সকলে বিশ্বস্ত, বরং শাওয়াহেদের কারণে আমাদের শায়েখ ইহাকে হাছান বলেছেন।”  ৩২৩২৩,  ইমাম ছাখাভী: মাকাছিদুল হাছানাহ, ৩১৩ নং হাদিসের ব্যাখ্যায়;

হযরত ইবনে মাসউদ (رضي الله عنه) এর সনদ প্রসঙ্গে ইমাম হায়ছামী (رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন, وَرِجَالُهُ رِجَالُ الصَّحِيحِ، -“এর বর্ণনাকারী সকলেই বিশ্বস্ত।”  ৩২৪২৪,  ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ১৭৫২৬;

হযরত ইবনে মাসউদ (رضي الله عنه) এর রেওয়ায়েত সম্পর্কে আল্লামা আব্দুর রউফ মানাভী (رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন: بِإِسْنَاد حسن -“হাছান সনদের।”  ৩২৫২৫, আল্লামা মানাভী: আত তাইছির বি’শরহে জামেইছি ছাগীর, ১ম খন্ড, ৪৫৯ পৃ:;

সর্বোপরি এই হাদিসের মায়ানা পবিত্র কোরআনের আয়াতের সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ আল্লাহ তা’আলা বলেন:إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ  “ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন” অর্থাৎ, নিশ্চয় আল্লাহ তা’আলা তওবা কারীকে ভালবাসেন। (সূরা বাকারা: ২২২ নং আয়াত)
সুতরাং আল্লাহ যাকে ভালবাসের তিনিই আল্লাহর বন্ধু হবেন, এটাই স্বাভাবিক।
Top