ক্বাল্ব পরিস্কার হলে সারা দেহ পবিত্র হয়
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:ৃ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُله أَلا وَهِي الْقلب 
-“হযরত নুমান ইবনে বাশির (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) কে বলতে শুনেছি:..... নিশ্চয় মানব দেহে এক টুকরা মাংশপিন্ড আছে, যা পবিত্র হলে সমস্থ দেহ পবিত্র হয়ে যায়। যখন ঐ মাংশপিন্ড অপবিত্র হলে সমস্থ দেহ অপবিত্র হয়ে যায়। তোমরা শুনে রাখ ইহা হল ক্বাল্ব।”  ৪৯৪৯৪,  ছহীহ্ বুখারী শরিফ, ১ম খন্ড, ১৩ পৃ: হাদিস নং ৫২; ছহীহ্ মুসলীম, ২য় খন্ড, ২৮ পৃ: হাদিস নং ১৫৯৯; মুসনাদে আহমদ, ৪র্থ খন্ড, ২৭০ পৃ:, হাদিস নং ১৮৩৭৪; মেসকাত শরীফ, ২৪১ পৃ: হাদিস নং ২৭৬২; সুনানে ইবনে মাজাহ, কিতাবুল ফিতানে, হাদিস নং ৩৯৮৪; মুজামুল কবীর, হাদিস নং ৫৩; বায়হাক্বী শুয়াইবুল ঈমান, ১ম খন্ড, ৪১৩ পৃ: হাদিস নং ৫৩৫৬; দারেমী শরিফ, ২য় খন্ড, ৩১৯ পৃ: হাদিস নং ২৫৭৩; মেরকাত শরহে মেসকাত, ৬ষ্ঠ খন্ড, ৯ পৃ:;

হাদিসটি ছহীহ্ বুখারীর হাদিস, তাই ইহার সনদের মান নিয়ে আলোচনার প্রয়োজন মনে করছিনা।
Top