আউলিয়া কারা

أَخْبَرَكُمْ أَبُو عُمَرَ بْنُ حَيَوَيْهِ، وَأَبُو بَكْرٍ الْوَرَّاقُ قَالَا: أَخْبَرَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا كَثِيرُ بْنُ شِهَابِ بْنِ عَاصِمٍ الْقَزْوِينِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ سَابِقٍ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ الْأَشْعَرِيُّ يَعْنِي الْقُمِّيُّ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي الْمُغِيرَةِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَوْلِيَاءُ اللَّهِ؟ قَالَ: الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ تَعَالَى

-“হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) কে জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ! আউলিয়া কারা? প্রিয় নবীজি (ﷺ) বললেন, যাকে দেখলে আল্লাহর কথা স্বরণ হয়।”  

৬২৮২৮,  ইমাম ইবনে মুবারক: আয যুহদে ওয়ার রাকাইক, হাদিস নং ২১৭; মুসনাদে বাজ্জার, হাদিস নং ৫০৩৪; ইমাম দুলাভী: আল কুনা ওয়াল আসমা, হাদিস নং ৪৫০; তাফছিরে রুহুল মায়ানী, ১১ তম খন্ড, ১৯৪ পৃ:; ইমাম নাসাঈ: সুনানে কুবরা, হাদিস নং ১১১৭১; ইমাম ছিয়তী: জামেউল আহাদিছ, ৩য় খন্ড, ৩০৩ পৃ:; ইমাম হাকেম তিরমিজি তাঁর “নাওয়াদেরুল উছুল” কিতাবে, ২য় খন্ড, ৩৯ পৃ:; ইমাম হায়ছামী তাঁর ‘মজমুয়ায়ে’ হাদিস নং ১৬৭৭৮; তাফছিরে ইবনে কাছির, ২য় খন্ড, ৫২৪ পৃ:; তাফছিরে রুহুল বয়ান, ৪র্থ খন্ড, ৭৬ পৃ:; তাফছিরে খাজেন শরিফ, ২য় খন্ড, ৪৫০ পৃ:; তাফছিরে আবু ছাউদ, ৩য় খন্ড, ৫১৭ পৃ:; ইমাম তাবারানী তাঁর কবিরে, ১২তম খন্ড, ১৩ পৃ:; ইমাম ইবনে আবীদ্ব দুনিয়া তাঁর ‘আউলিয়া’ গ্রন্থে হা: নং ১৬; মুসনাদে আহমদ,৬ষ্ঠ খন্ড, ৪৫৯ পৃ:; তাফছিরে মায়ালেমুত তানজিল, ৩য় খন্ড, ৯৯ পৃ:; ইমাম আবু নুয়াইম তাঁর ‘হিলিয়া’ গ্রন্থে ৭ম খন্ড, ২৩১ পৃ:; তাফছিরে তাবারী শরিফ, ১১ তম খন্ড, ১৪৫ পৃ:; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, ১ম খন্ড, ২১৪ পৃ:;

এ সম্পর্কে আরেকটি সূত্র রয়েছে,

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَعْقُوبَ الْمُعَدِّلِ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُلُّوِيَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عِيسَى، حَدَّثَنَا الْهَيَّاجُ بْنُ بِسْطَامٍ، عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ، عَنْ بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَوْلِيَاءُ اللهِ؟ قَالَ: الَّذِينَ إِذَا رُءُوا ذُكِرَ اللهُ عَزَّ وَجَلَّ

-“হযরত আবু সাঈদ খুদরী (رضي الله عنه) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) কে জিজ্ঞাসা করলেন, আউলিয়া কারা? প্রিয় নবীজি (ﷺ) বললেন: যাকে দেখলে আল্লাহর কথা স্বরণ হয়।”  ৬২৯২৯,  ইমাম আবু নুয়াইম: হিলিয়াতুল আউলিয়া, ১ম খন্ড, ৬ পৃ:;

তবে ইমাম বাজ্জার (র:) আরেকটি সূত্রে বর্ণনা করেছেন। যেমন:

حَدَّثنا على بن حرب الرازي، قَال: حَدَّثنا مُحَمد بن سَعِيد بن سابق، قَال: حَدَّثنا يَعْقُوبُ بْنُ عَبد اللَّهِ الأَشْعَرِيُّ، وهُو الْقُمِّيُّ عَنْ جَعْفَرِ بْنِ أَبِي الْمُغِيرَةِ، عَن سَعِيد بْنِ جُبَير، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِي اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَجُلٌ: يَا رسولَ اللهِ، من أولياء الله؟ قال: الذين إذا رؤوا ذِكْرَ اللَّهِ.

-“আলী ইবনে হারব রাজী হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে সাঈদ ইবনে ছাবিক হতে, তিনি ইয়াকুব ইবনে আব্দুল্লাহ আশয়ারী থেকে, তিনি  জাফর ইবনে আবী মুগিরা থেকে, তিনি সাঈদ ইবনে যুবাইর হতে, তিনি হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে হাদিস বর্ণনা করেন, তিনি বলেছেন:...।”  
৬৩০৩০,  মুসনাদে বাজ্জার, হাদিস নং ৫০৩৪;

এই হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম হায়ছামী (র:) বলেন,
رَوَاهُ الْبَزَّارُ عَنْ شَيْخِهِ: عَلِيِّ بْنِ حَرْبٍ الرَّازِيِّ، وَلَمْ أَعْرِفْهُ، وَبَقِيَّةُ رِجَالِهِ وُثِّقُوا. 
-“ইমাম বাজ্জার (র:) তার শায়েখ থেকে হাদিসটি বর্ণনা করেছেন আর তাকে আমি চিনিনা, এছাড়া বাকী সকল রাবীগণ বিশ্বস্ত।”  
৬৩১৩১,  ইমাম হায়ছামী তাঁর ‘মজমুয়ায়ে’ হাদিস নং ১৬৭৭৮;

এই হাদিসখানা ভিন্ন আরেকটি সূত্রে ইমাম যিয়াউদ্দিন মাকদেছী (র:) ওফাত ৬৪৩ হিজরী এভাবে আরেকটি সূত্রে উল্লেখ করেছেন,

وَأَخْبَرَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ التَّمِيمِيُّ أَن مُحَمَّد بن أَخْبَرَهُمْ أبنا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أبنا أَحْمَدُ بْنُ مُوسَى بْنِ مَرْدُوَيْهِ ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَاصِمٍ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ زَيْدٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ الْجَارُودِيُّ قَالُوا ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ النُّعْمَانِ ثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ سَابِقٍ ثَنَا يَعْقُوبُ الأَشْعَرِيُّ عَنْ جَعْفَرِ بْنِ أَبِي الْمُغِيرَةِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسلم قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَوْلِيَاءُ الله قَالَ الَّذين اذا رؤا ذُكِرَ اللَّهُ

-“হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ! আউলিয়া কারা? প্রিয় নবীজি (ﷺ) বললেন: যাকে দেখলে আল্লাহর কথা স্বরণ হয়।”  ৬৩২৩২,  ইমাম যিয়াউদ্দিন মাকদেছী: আল আহাদিসুল মুখতারাহ, হাদিস নং ১০৫;

হাদিসটি মুরছাল ছহীহ্ সনদেও বর্ণিত আছে,

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ الْجَوَّازُ قَالَ:، ثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ، عَنْ سَهْلٍ أَبِي الْأَسَدِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَوْلِيَاءُ اللَّهِ؟ قَالَ: الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ

-“হযরত সাঈদ ইবনে যুবাইর (র:) বলেন, লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ! আউলিয়া কারা? প্রিয় নবীজি (ﷺ) বললেন: যাকে দেখলে আল্লাহর কথা স্বরণ হয়।”  ৬৩৩৩৩,  দোলাভী: আল কুনা ওয়াল আসমা, হাদিস নং ৫৭৪

হাদিসটি আরেকটি মুরছাল ছহীহ্ সূত্রে হযরত সাঈদ ইবনে যুবাইর (র:) থেকে বর্ণিত আছে। যেমন,

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، نا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، نا يَعْقُوبُ الْقَمِّيُّ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي الْمُغِيرَةِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَوْلِيَاءُ اللَّهِ؟ قَالَ: الَّذِينَ إِذَا رُؤُوا ذُكِرَ اللَّهُ

-“হযরত সাঈদ ইবনে যুবাইর (رضي الله عنه) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) কে জিজ্ঞাসা করা হল, আউলিয়া কারা? তিনি বললেন: যাকে দেখলে আল্লাহর কথা স্বরণ হয়।”  ৬৩৪৩৪,  ইমাম ইবনে আবিদ দুনিয়া: আল আউলিয়া, হাদিস নং ১৫;

সর্বোপরি হাদিসটি মারফুভাবে ছহীহ্ সূত্রে বর্ণিত আছে এবং একাধিক দ্বায়িফ সূত্রেও বর্ণিত আছে। পাশাপাশি মুরছাল রূপে ছহীহ্ ভাবে বর্ণিত আছে।
Top