কলম কি প্রথম সৃষ্টি?
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمُ
-“রাসূলে পাক (ﷺ) বলেছেন: নিশ্চয় আল্লাহ সর্ব প্রথম কলম সৃষ্টি করেছেন।” ৫০০৫০০, মুসনাদে আবু দাউদ ত্বয়ালুছী, হাদিস নং ৫৭৮; মুসনাদে ইবনে জা’দ, হাদিস নং ৩৪৪৪; মুসনাদে বাজ্জার, হাদিস নং ২৬৮৭; ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ১২৫০০; ইমাম বায়হাক্বী: সুনানে কুবরা, হাদিস নং ২০৮৭৫; হাফিজ ইবনে কাছির: জামেউল মাছানেদেউ ওয়াছ ছুনান, ৭ম জি: ১৮০২ ও ১৮১৪ পৃ:; সুনানে আবী দাউদ, হাদিস নং ৪৭০০; মুসনাদে আহমদ, হাদিস নং ২২৭০৫; ইমাম কাস্তালানী: মাওয়াহেবুল্লাদুন্নিয়া, ১ম খন্ড, ৭৩ পৃ:; তাফছিরে রুহুল বয়ান, ৫ম খন্ড, ২২৬ পৃ:; গাউছে পাক: ছেররুল আছরার, ৪৮ পৃ:; তিরমিজি শরীফ, হাদিস নং ২১৫৫;
সনদসহ হাদিসটি হচ্ছে,
حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ: حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: دَعَانِي أَبِي فَقَالَ: يَا بُنَيَّ اتَّقِ اللَّهَ وَاعْلَمْ أَنَّكَ لَنْ تَتَّقِيَ اللَّهَ حَتَّى تُؤْمِنَ بِاللَّهِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ كُلِّهِ خَيْرِهِ وَشَرِّهِ إِنْ مِتَّ عَلَى غَيْرِ هَذَا دَخَلْتَ النَّارَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمُ فَقَالَ: اكْتُبْ فَقَالَ: يَا رَبِّ مَا أَكْتُبُ؟ قَالَ: اكْتُبِ الْقَدَرَ مَا كَانَ وَمَا هُوَ كَائِنٌ إِلَى الْأَبَدِ
-“আত্বা ইবনে আবী রিবাহ বলেন আমাকে ওয়ালিদ ইবনে উবাদা ইবনে ছামিত (رضي الله عنه) হাদিস বর্ণনা করেছেন যে, তিনি বলেন আমাকে আমার পিতা ডাকলেন ও বললেন: হে বৎস! আল্লাহকে ভয় কর ও জেনে রেখ ততক্ষন পর্যন্ত আল্লাহকে ভয় করতে থাক যতক্ষন না আল্লাহর প্রতি ঈমান এবং তকদীরের ভাল ও মন্দের প্রতি ঈমান আনবে। যতি এর বিপরীত কিছু হয় তাহলে জাহান্নামে প্রবেশ করবে। নিশ্চয় আমি রাসূল (ﷺ) কে বলতে শুনেছি: নিশ্চয় আল্লাহ সর্ব প্রথম ক্বলম সৃষ্টি করেছেন। অত:পর বললেন: লিখ, কলম বলল কি লিখব হে আল্লাহ! আল্লাহ বললেন: ইতিপূর্বে যা কিছু হয়েছে এবং ভবিষ্যতে যা কিছু এই কিছুর শেষ পর্যন্ত তাকদীর লিখ।” ৫০১১, মুসনাদে আবু দাউদ ত্বয়ালুছী, হাদিস নং ৫৭৮;
হাদিসটি আরেকটি সূত্রে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত আছে,
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، ثنا أَحْمَدُ بْنُ جَمِيلٍ الْمَرْوَزِيُّ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمَرْوَزِيُّ، ثنا حِبَّانُ بْنُ مُوسَى، وَسُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالُوا: ثنا ابْنُ الْمُبَارَكِ، عَنْ رَبَاحِ بْنِ زَيْدٍ، عَنْ عُمَرَ بْنِ حَبِيبٍ، عَنِ الْقَاسِمِ بْنِ أَبِي بَزَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَمَّا خَلَقَ اللَّهُ الْقَلَمَ قَالَ لَهُ: اكْتُبْ، فَجَرَى بِمَا هُوَ كَائِنٌ إِلَى قِيَامِ السَّاعَةِ. رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَرِجَالُهُ ثِقَاتٌ،
-“হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, প্রিয় নবীজি (ﷺ) বলেছেন: যখন আল্লাহ তা’আলা কলম সৃষ্টি করলেন তখন কলমকে বললেন লিখ যা কিছু হয়েছে এবং কেয়ামত পর্যন্ত যা কিছু হবে।” ৫০২২, ইমাম তাবারানী: মুজামুল কবীরে, হাদিস নং ১২৫০০; ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ১১৭৯৭;
এই হাদিস সম্পর্কে হাফিজ ইবনে হাজার আসকালানী (رَحْمَةُ الله عليه) বলেন, صَحِيحُ الإِسْنَادِ. -“এর সনদ ছহীহ্।” ৫০৩৩, হাফিজ ইবনে হাজার: ইত্তেহাফুল মিহরাতে, হাদিস নং ৮৯৭৩;
ইমাম ছাখাবী (رَحْمَةُ الله عليه) বলেন, أول ما خلق اللَّه القلم، وهو أثبت -“সর্ব প্রথম কলম সৃষ্টি করেছেন’ ইহা প্রমাণিত হাদিস।” ৫০৪৪, ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানাহ, হাদিস নং ২৩৩;
ইমাম আজলুনী (رَحْمَةُ الله عليه) বলেন, رواه أحمد والترمذي وصححه
-“ইমাম আহমদ ও তিরমিজি (رَحْمَةُ الله عليه) হাদিসটি বর্ণনা করেছেন এবং একে ছহীহ্ বলেছেন।” ৫০৫৫, ইমাম আজলুনী: কাশফুল খাফা, হাদিস নং ৮২৪;
ইমাম আবুল হাছান ইবনে কাত্তান (رَحْمَةُ الله عليه) বলেন,
وَإِسْنَاده حسن، ذكر ذَلِك عَليّ بن الْمَدِينِيّ. -“এর সনদ হাছান’ এরূপ বলেছেন আলী ইবনে মাদানী (رَحْمَةُ الله عليه)।” ৫০৬৬, বয়ানুল ওয়াহমু ওয়াল ই’হামু ফি কিতাবিল আহকাম, ৩য় খন্ড, ৬১০ পৃ:;
ইমাম তিরমিজি (رَحْمَةُ الله عليه) বলেন, حسنٌ صحيحٌ غريبٌ -“এই হাদিস হাছান ছহীহ্ গরীব।”
মূলত কলম আল্লাহর প্রথম সৃষ্টি নয় বরং প্রথম সৃষ্টি হল নূরে মুহাম্মদী। সৃষ্টি জগতের তাকদীর প্রথম কলম দিয়ে লিখেছেন, এই জন্যে কলমকে প্রথম সৃষ্টি বলা হয়েছে।