আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমর (رضي الله عنه) হতেন
حَدَّثَنَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو، عَنْ مِشْرَحِ بْنِ هَاعَانَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ كَانَ نَبِيٌّ بَعْدِي لَكَانَ عُمَرَ بْنَ الخَطَّابِ.
-“হযরত উকবা ইবনে আমের (رضي الله عنه) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন: আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে খাত্তাবের বেটা উমর হত।” ৫২১২১, ইমাম আহমদ ইবনে হাম্বল: ফাদ্বাইলে সাহাবা, হাদিস নং ৫১৯; মুসনাদে আহমদ, ৪র্থ খন্ড, ১৫৪ পৃ:, হাদিস নং ১৭৪০৫; জামে তিরমিজি শরিফ, হা: নং ৩৬৮৬; মুস্তাদ্রাকে হাকেম, ৫ম খন্ড, ১৬৯৪ পৃ: হাদিস নং ৪৪৯৫; ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ৪৭৫; মেসকাত শরিফ, ৫৫৮ পৃ: হাদিস নং ৬০৪৭; ইমাম বায়হাক্বী: আল মাদখাল, হাদিস নং ৬৫; মুজামে ইবনে আসাকির, হাদিস নং ১১৬৪; শারিয়াতু লিল আজরী, হাদিস নং ১২০৩; হাফিজ ইবনে তাইমিয়া: মাজমুয়ায়ে ফাতওয়া, ১১তম খন্ড, ২০৪ পৃ:; হাফিজ ইবনে কাছির: জামেউল মাসানিদ ওয়াস সুনান, হাদিস নং ৭৬৫৬; ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ১০০৬৪; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ৩২৭৪৫; ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ১১ তম খন্ড, ১৯৪ পৃ:;
এই হাদিস সম্পর্কে ইমাম হাকেম নিছাপুরী (র:) ও ইমাম যাহাবী (র:) বলেন: هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ -“এই হাদিসের সনদ ছহীহ্।” ৫২২২২, মুস্তাদরাকে হাকেম, ৫ম খন্ড, ১৬৯৪ পৃ:;
ইমাম তিরমিজি (رضي الله عنه) ও ইবনে জাওযী (র:) এর অভিমত:
حَسَنٌ فِي نُسْخَةٍ مِنَ التِّرْمِذِيِّ، وَقَدْ نَقَلَهُ ابْنُ الْجَوْزِيِّ أَيْضًا عَنْهُ،
-“ইমাম তিরমিজি (র:) তাঁর নুছখায় হাদিসটিকে ‘হাছান’ বলেছেন। ইবনে জাওযী (র:) অনুরূপ ইমাম তিরমিজি (র:) থেকে নকল করেছেন।” ৫২৩২৩, ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ১১তম খন্ড, ১৯৪ পৃ:;
লা-মাজহাবী নাছিরুদ্দিন আলবানী মেসকাতের তাহকিকে হাদিটিকে حَسَنٌ (হাছান) বলেছেন। সুতরাং এই হাদিস হাছান-ছহীহ্।