শবে কদর শেষ ১০ দিনের বেজোড় রাত্রে

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا أَبُو سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنَ الْعَشْرِ الْأَوَاخِرِ من رَمَضَان. رَوَاهُ البُخَارِيّ

-“হজরাত আয়েশা (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) বলেছেন: তোমরা শবে কদর তালাশ করবে রমজানের শেষ দশকের বেজোর রাত্রে।”  

৬০৯৯,  মেসকাত শরিফ, ১৮১ পৃ: হাদিস নং ২০৮৩; ছহীহ্ বুখারী শরিফ, হাদিস নং ২০১৭; ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ৪র্থ খন্ড, ৫০৮ পৃ:; ছহীহ্ মুসলীম, ২য় খন্ড, ৮২৮ পৃ:, হাদিস নং ১১৬৯; সুনানে আবী দাউদ, হা: নং ১৩৮৫; জামে তিরমিজি, ১ম জি: ১৬৪ পৃ:; মুয়াত্তায়ে মালেক, হাদিস নং ১০; মুসনাদে আহমদ, ২য় খন্ড, ১৭ পৃ: হাদিস নং ২৪২৯২;

এই হাদিস উল্লেখ করে ইমাম তিরমিজি (র:) বলেন:-

وَفِي البَابِ عَنْ عُمَرَ، وَأُبَيٍّ، وَجَابِرِ بْنِ سَمُرَةَ، وَجَابِرِ بْنِ عَبْدِ اللهِ، وَابْنِ عُمَرَ، وَالفَلَتَانِ بْنِ عَاصِمٍ، وَأَنَسٍ، وَأَبِي سَعِيدٍ، وَعَبْدِ اللهِ بْنِ أُنَيْسٍ، وَأَبِي بَكْرَةَ، وَابْنِ عَبَّاسٍ، وَبِلاَلٍ، وَعُبَادَةَ بْنِ الصَّامِتِ.

-“এ বিষয়ে হযরত উমর, উবাই, জাবের ইবনে ছামুরা, ইবনে উমর, ফালাতানে ইবনে আছিম, আনাস, আবী সাঈদ, আব্দুল্লাহ ইবনে উনাইছ, আবী বাকরা, ইবনে আব্বাস, বিলাল, উবাদা ইবনে ছামিত রাদ্বিয়াল্লাহু আনহুম আজমাইন থেকেও হাদিস বর্ণিত আছে।” ৬১০১০,  জামে তিরমিজি, ১ম জি: ১৬৪ পৃ:;
Top