যে যাকে ভাল বাসবে সে তার সাথে থাকবে

حَدَّثَنَا مُحَمَدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ 

-“হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, নবী করিম (ﷺ) বলেছেন: যে যাকে ভাল বাসে সে তার সাথেই থাকবে।”  ২৭৪৭৪.  মুসনাদে আহমদ, হাদিস নং ৩৭১৮ ও ১৩২২৪; ছহীহ্ বুখারী শরিফ, কিতাবূল আদাব, باب: علامة حب الله عز وجل এই বাবে। 
ছহীহ্ মুসলীম শরিফ,كتاب البر والصلة والاداب । باب: المرء مع من احب; 
তিরমিজি শরীফ, ২য় জি: ৬৪ পৃ:; হাফিজ ইবনে কাছির: জামেঈল মাছানিদ ওয়াছ্ ছুনান, ৭-৮ খন্ড, ২২২৩ পৃ:, হাদিস নং ৬০৩৪ নং, ১১-১২ তম খন্ড,৩২১৫ পৃ:; ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াঈদ, ৯ম খন্ড, ৩৬৪ পৃ:, ইমাম তাবারানী (র:) “মুজামুল ছাগীর” ১ম জি: ৫৯, ৭৮, ১১২, ৩০৫, ৪১৮ পৃ:; তাফছিরে মাজহারী, ৪র্থ খন্ড, ৩৪৮ পৃ:;

হাদিসটি ছহীহ্ বুখারীর হাদিস ও সর্বসম্মতিক্রমে ছহীহ্ হাদিস।
Top