সকল নবীগণ জিন্দা
حَدَّثَنَا أَبُو الْجَهْمِ الْأَزْرَقُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا الْمُسْتَلِمُ بْنُ سَعِيدٍ، عَنِ الْحَجَّاجِ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَن أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الأَنْبِيَاءُ أَحْيَاءٌ يُصَلُّونَ فِي قُبُورِهِمْ.
-“হযরত আনাস (رَحْمَةُ الله عليه) বলেন, রাসূলে পাক (ﷺ) বলেছেন: সমস্থ নবীগণ জিবীত এবং তাঁদের কবরে সালাত পাঠ করেন।”
২৩৩৩৩. মুসনাদে আবী ইয়ালা, হাদিস নং ৩৪২৫; মুসনাদে বাজ্জার, হাদিস নং ৬৩৯১ ও ৬৮৮৮; জামেউল আহাদিছ, হাদিস নং ১০২১৩; বায়হাক্বী: হায়াতুল আম্বিয়া, হাদিস নং ১ ও ২; ফাওয়াইদে তামাম, হাদিস নং ৫৮; আল-কামিল, রাবী নং ৪৬০; তারিখে দামেস্ক, রাবী নং ১৪০৪; বদরুল মুনীর, ৫ম খন্ড, ২৮৪ পৃ:; মজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ১৩৮১২; ফাতহুল কবীর, হাদিস নং ৫০৭৫; আল-হাভী লিল ফাতওয়া, ২য় খন্ড, ১৭৮ পৃ:;
এই হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম হায়ছামী (رَحْمَةُ الله عليه) বলেন:
رَوَاهُ أَبُو يَعْلَى وَالْبَزَّارُ، وَرِجَالُ أَبِي يَعْلَى ثِقَاتٌ.
-“ইমাম আবু ইয়ালা ও বাজ্জার (رَحْمَةُ الله عليه) হাদিসটি বর্ণনা করেছেন, আর ‘আবু ইয়ালা’ এর রাবীগণ সকলেই বিশ্বস্ত।”
২৩৪৩৪. ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ১৩৮১২;
এই হাদিসে উল্লেখ করার সময় আল্লামা হাফিজ ইবনে হাজার হায়তামী মক্কী (رَحْمَةُ الله عليه) {ওফাত ৯৭৪ হি.} বলেন,
وبالحديث الصحيح الانبياء احياء...
-“আর ছহীহ্ হাদিস হচ্ছে, সকল নবীগণ জিবীত....।”
২৩৫৩৫. ইমাম ইবনে হাজার মক্কী: আল্-র্দুরুল মানদুদ্, ৯৫ পৃ:;
এই হাদিসের সনদ প্রসঙ্গে নাছিরুদ্দিন আলবানী বলেন,
بل ثبت عنه صلى الله عليه وسلم أنه قال: الأنبياء أحياء في قبورهم يصلون .أخرجه أبو يعلى باسناد جيد،
-
“বরং হযরত আনাস (رضي الله عنه) থেকে প্রমাণিত আছে: ‘সমস্থ নবীগণ মাজারে জিবীত ও সালাত পাঠ করেন’। ইহা ইমাম আবু ইয়ালা (رَحْمَةُ الله عليه) অতি-উত্তম সনদে বর্ণনা করেছেন।”
২৩৬৩৬. আহ্কামে জানাইজ, ১ম খন্ড, ২১৩ পৃ:;
এই হাদিস সম্পর্কে নাছিরুদ্দিন আলবানী তার সিলসিলায়ে ছহীহা কিতাবের ৬২১ নং হাদিসে বলেন,
قلت: وهذا إسناد جيد، رجاله كلهم ثقات،
-“আমি (আলবানী) বলছি: এই সনদ অতি-উত্তম এবং এর সকল রাবীগণ বিশ্বস্ত।” আলবানী অন্যত্র আরো বলেন,
(صحيح) ... عن أنس. الصحيحة: البزار ، أبو نعيم، ابن عساكر. -
“এই হাদিস ছহীহ্, হযরত আনাস (رضي الله عنه) হতে। ইমাম বাজ্জার, আবু নুয়াইম ও ইবনে আসাকির (رَحْمَةُ الله عليه) ইহা ছহীহ্ বলেছেন।”
২৩৭৩৭. ছহীহ্ জামেউছ ছাগীর ওয়া যিয়াদা, হাদিস নং ২৭৯০;
হাফিজ ইবনে তাইমিয়া বলেন,
الأنبياءُ أحياء في قبورهم، وقد يُصلُّون كما ثبتَ عن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
-“সকল নবীগণ স্বীয় মাজারে স্ব-শরীরে জিবীত আছেন এবং তাঁরা সালাত পাঠ করেন, যেমনটি নবী করিম (ﷺ) থেকে প্রমাণিত আছে।”
২৩৮৩৮. হাফিজ ইবনে তাইমিয়া: জামেউল মাসাইল, ৪র্থ খন্ড, ১৯১ পৃ:;
কাজী শাওকানী তদীয় কিতাবে বলেন, وَقَدْ صَحَّحَهُ الْبَيْهَقِيُّ
-“ইমাম হায়হাক্বী ইহাকে ছহীহ্ বলেছেন।”
২৩৯৩৯. কাজী শাওকানী: নাইলুল আওতার, ৫ম খন্ড, ১১৩ পৃ:;
শারিহে আবী দাউদ মাওলানা আজিমাবাদী উল্লেখ করেছেন,
وقد ثبت في الحديث الأنبياء أحياء في قبورهم رواه المنذري وصححه البيهقي
-“নবীগণ স্ব স্ব মাজারে জিবীত এই হাদিস প্রমাণিত। ইমাম মুনজেরী (رَحْمَةُ الله عليه) ইহা বর্ণনা করেছেন এবং বায়হাক্বী (رَحْمَةُ الله عليه) একে ছহীহ্ বলেছেন।” ২৪০৪০. আজিমাবাদী: আওনুল মা’বুদ শরহে আবু দাউদ, ৩য় খন্ড, ২৬১ পৃ:;